নোটিশ বোর্ড
সোমা দাস
লাশে ঢাকা মা
***********
কাশ ফুলের ঝারে যখন লেগেছে মাতন
যখন পরেছে ঢাকে কাঠি-
আমার বিষন্নতা ছুঁয়ে থাকে জলের তোড়ে
ভেসে যাওয়া মানুষের পীড়িত মুখ!
নতুন জামার গন্ধে লেগে থাকে -সেই
দু-মুঠো অন্নের জন্যে ক্রন্দনরত শিশুর
দীর্ঘশ্বাস!
যেন-দুহাত বাড়িয়ে আনন্দঘনো মুহুর্তগুলোকে
ছুঁতে চায়!
আমি কাদামাখা লাশের উপর দিয়ে হেঁটে চলি
মন্বন্তর যেন!
ঢাকের কাঠিতে বাজে স্বজন হারানো কান্নার বোল
হৃদয় বিদারক শব্দের ঝংকারে শূন্য বুকের খাঁচা !
কিছু শব্দের অনুরনন ফিরে আসে -
আমাদের বাঁচাও, বাঁচাও আমাদের! !
অনির্বাণ দাস
মানবতা
*******
মিশছে মানুষ মাটির নিচে
থাকছে মানুষ কাহিনীতে
ওই ছেলে টা সহজ সরল
হিংসা ভরা পৃথিবী তে !
যাচ্ছে মুছে শহীদের দান
ভাবছে ওপারে পূর্ব গণ
বলছে ঝুঁকে , হচ্ছে টা কি ?
মা এর বুকে , এ কোন পাষাণ !
ভাবছে ওপারে পূর্ব গণ
বলছে ঝুঁকে , হচ্ছে টা কি ?
মা এর বুকে , এ কোন পাষাণ !
লাল মাটির অরুণ ছায়ায়
তরুণ কেনো রক্তে ভরায়
নদীর কূলে ওই ছেলেটা
মিথ্যে কেনো দ্বন্দ্বে জড়ায় ?
তরুণ কেনো রক্তে ভরায়
নদীর কূলে ওই ছেলেটা
মিথ্যে কেনো দ্বন্দ্বে জড়ায় ?
গোলাপ চারা অরুণ , বরুণ
কাঁটায় আছে রক্ত বিন্দু
হালকা বুলেটে রাস্তা বুলেটিন
বিবেক হবেনা পূর্ণ চেতনা কিন্তু !
কাঁটায় আছে রক্ত বিন্দু
হালকা বুলেটে রাস্তা বুলেটিন
বিবেক হবেনা পূর্ণ চেতনা কিন্তু !
পারি না আমি ফোটাতে ফুল
পারি না আমি জাগাতে কুল
পাই না আমি গোলাপ বর্তমান
পাই না মাতুঃষ্বসা , মাতুল !
পারি না আমি জাগাতে কুল
পাই না আমি গোলাপ বর্তমান
পাই না মাতুঃষ্বসা , মাতুল !
হোক , মেঘের ভেলা আকাশের জন্য,
নীল জল সমুদ্রের জন্য,
সবুজ রঙ প্রকৃতির জন্য,
কোকিলের গান বসন্তের জন্য,
সবুজের উচ্ছ্বাসে, ফুলের ঘ্রাণে
জাগুক আলোড়ন সবার প্রাণে !
নীল জল সমুদ্রের জন্য,
সবুজ রঙ প্রকৃতির জন্য,
কোকিলের গান বসন্তের জন্য,
সবুজের উচ্ছ্বাসে, ফুলের ঘ্রাণে
জাগুক আলোড়ন সবার প্রাণে !
একটা আকাশ কি পারে সবটুকু মেঘ ধরে রাখতে?
একটা সাগর কি পারে সবটুকু জল জমা রাখতে?
আর একটা বসন্তই কি পারে সবটুকু ভালবাসা প্রকাশ করতে?
তার পরও যেন ভালোবাসায় পূর্ণ থাকে এই বসন্ত।
সেই শুভকামনাই থাকবে আমার কলমের মূলে !
একটা সাগর কি পারে সবটুকু জল জমা রাখতে?
আর একটা বসন্তই কি পারে সবটুকু ভালবাসা প্রকাশ করতে?
তার পরও যেন ভালোবাসায় পূর্ণ থাকে এই বসন্ত।
সেই শুভকামনাই থাকবে আমার কলমের মূলে !
নীশি যখন ভোর হবে,
শুকতারা নিভে যাবে,
শুরু হবে নতুন দিন।
দু:খ হতাশা ক্লান্তি ভুলে
দিনগুলি হোক অমলিন,
শুভ হোক প্রতিটি দিন।
শুকতারা নিভে যাবে,
শুরু হবে নতুন দিন।
দু:খ হতাশা ক্লান্তি ভুলে
দিনগুলি হোক অমলিন,
শুভ হোক প্রতিটি দিন।
রবি মল্লিক
বিপথগামী
**********
আর কতটা রক্ত ঝড়িয়ে
তোমরা শান্ত হবে?
আর কতগুলো লাশ দেখলে
তোমাদের ঘোর কাটবে?
মৃত্যু মিছিল এর প্রচার
করে চলেছ সগৌরবে,
রক্ষকই নিয়েছে আজ
ভক্ষকের দায়িত্ব;
"জোর যার মুলুক তার"
মন্ত্রে দীক্ষিত হয়ে,
রাখতে চাইছো অক্ষুণ্ন
ধ্বজার স্থায়িত্ব;
অনিবার্য প্রলয়
ডেকে আনবেই ধরাধমে,
মায়ের শূন্য কোলের
হাহকার কাতর বাণী,
বর্তমান আর ভবিষ্যত্
প্রজন্মকে ধ্বংস করে,
কাদের ওপর শাসন চালাবে
"রাজা আর রাণী"!
তোমরা শান্ত হবে?
আর কতগুলো লাশ দেখলে
তোমাদের ঘোর কাটবে?
মৃত্যু মিছিল এর প্রচার
করে চলেছ সগৌরবে,
রক্ষকই নিয়েছে আজ
ভক্ষকের দায়িত্ব;
"জোর যার মুলুক তার"
মন্ত্রে দীক্ষিত হয়ে,
রাখতে চাইছো অক্ষুণ্ন
ধ্বজার স্থায়িত্ব;
অনিবার্য প্রলয়
ডেকে আনবেই ধরাধমে,
মায়ের শূন্য কোলের
হাহকার কাতর বাণী,
বর্তমান আর ভবিষ্যত্
প্রজন্মকে ধ্বংস করে,
কাদের ওপর শাসন চালাবে
"রাজা আর রাণী"!
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)





