লাশে ঢাকা মা
***********
কাশ ফুলের ঝারে যখন লেগেছে মাতন
যখন পরেছে ঢাকে কাঠি-
আমার বিষন্নতা ছুঁয়ে থাকে জলের তোড়ে
ভেসে যাওয়া মানুষের পীড়িত মুখ!
নতুন জামার গন্ধে লেগে থাকে -সেই
দু-মুঠো অন্নের জন্যে ক্রন্দনরত শিশুর
দীর্ঘশ্বাস!
যেন-দুহাত বাড়িয়ে আনন্দঘনো মুহুর্তগুলোকে
ছুঁতে চায়!
আমি কাদামাখা লাশের উপর দিয়ে হেঁটে চলি
মন্বন্তর যেন!
ঢাকের কাঠিতে বাজে স্বজন হারানো কান্নার বোল
হৃদয় বিদারক শব্দের ঝংকারে শূন্য বুকের খাঁচা !
কিছু শব্দের অনুরনন ফিরে আসে -
আমাদের বাঁচাও, বাঁচাও আমাদের! !