বিদ্যাসাগর সন্মানে
******************
নাম টি তোমার সাগর
আছে যেথায় বিদ্যা
বিদ্যাসাগর,
সত্য দ্রষ্টা দেখেছ
বিদ্যাই দিতে পারে মুক্তিএক মাত্র শক্তি
নারী পুরুষ সবার আছে অধিকার ,
মানুষের মত বাঁচার,
জ্ঞান যাহা দেয়
চলার স্বচ্ছলতা
না হলে পদে পদে
বিপদের কথা,
নারীদের কি কষ্ট হয় না
যখন চিতায় জ্বালায়
স্বামীর সাথে সহমরনে
মানুষ হইয়া করে অমানুষিক কাজ
যত সব ভন্ড পন্ডিতের কাজ।
এক দিন ছিল এমন
পন্ডিত নামে তারা
সমাজের মাথা
যত নীতি করত পালন
তাহাদের হস্তক্ষেপের করত যতন।
এই ভাবে ধর্মের নামে হতো
জ্বালাতন।
সমাজে তাদের জন্য জাতি ভেদে নিষ্ঠুরতা,আরো কত
কঠোরতা,মানুষের জীবন
ছিল যথা এক নরক সম।
সেই সব থেকে মুক্তি দিতে
তোমার চিন্তা করেছে সমাজে
নূতন চেতনার উদ্ভব।
সেই থেকে মেয়েরা
পেয়েছে কিছু স্বাধীনতা
না হলে আজ মেয়েরা থাকতো কোথা?
এখন শিক্ষিত হয়ে
মেয়েদের কিছু দূর্গতি
ঘুচেছে বটে ,কিন্তু তবুও মেয়েদের
হয়নি এখন তেমন মুক্ত জীবন।
সমাজ এখনো কলুষিত
এমন কি দেখা যায়
যাদের থেকে শিক্ষা নেবে
তাদের মধ্যে ও আছে গলদ
সমাজ যেন একটা স্হান আস্ত বলদ।
কখন কোথায় কি ভাবে
কে নির্যাতিত হবে
ওৎ পেতে আছে দানবেরা
সমাজ শিক্ষিত বটে
আজও বিভ্রাট ঘটে
চরিত্র স্খলনে
সমাজের শিক্ষা এখনো পূর্ণ নয়।
ভালো যদি বেশী ,খারাপ জায়গা নিতে করে,ভয়
যখানে খারাপ বেশী
সেখানে ভালো এগোতে পারেনা
সেখানে সমাজের ধ্বংসের সম্ভাবনা।
আসুক অন্য বিদ্যাসাগর
সমাজের কারণে
সমাজ এখন আছে পতনের মুখে।