নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

দেবব্রত মল্লিক




জীবনচক্র
*********

বীর্য স্খলন,জরায়ু-ভ্রূণ,দশমাস দশ দিন।
লেবার পেইন...হসপিটাল... সিজারেক্টমি... আঁতুড়ঘর... নামকরণ... সেরেলাক... হাঁটি-হাঁটি-পা-পা... অন্নপ্রাশন...ইউনিফর্ম... স্কুলবাস... নামতা... কার্টুন... গোঁফের রেখা... হোমওয়ার্ক... ম্যাথ টিউশন... ইংলিশ টিচারকে নিয়ে ফ্যান্টাসি... স্কুল কেটে ম্যাটিনি শো... পানিশমেন্ট... কলেজে দাদাগিরি... ব্লুফিল্ম... হস্তমৈথুন...  ভোটার লিস্টে নাম... এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ... অর্কুট... চ্যাটিং... পাড়ার চায়ের দোকান... আড্ডা... নতুন খিস্তি শেখা... ইভ টিজিং...বাবার পকেট কাটা... বিড়ি... লেট-নাইট-পার্টি... স্কচ...প্রেম... ক্যান্ডেল-লাইট-ডিনার... নলবন... ছাতার আড়ালে চুমু... বেকারত্ব... সন্দেহ... বিরহ... রাতজাগা...কবি কবি ভাব... একাকিত্ব... নেশা... বাবার রিটায়ারমেন্ট... টিউশনি... অবিবাহিত বোন... পাত্রপক্ষের আকাশচুম্বি পণ... বাবার হার্ট-অ্যাটাক... হাফ-পেনশন... বকেয়া বাড়িভাড়া... ওয়াক-ইন-ইন্টারভিউ... সাত টা দশের বনগাঁ লোকাল... সেলস্ টার্গেট... বসের হেনস্তা... দশ হাজার... সহকর্মী... লিভ-ইন-রিলেশন... প্রথম যৌন স্বাদ... ফেডেরালিসম... ইগোইজম... অ্যাবরশন... ব্রেক-আপ... হা-হুতাশ... সোনাগাছি... রফা... সস্তা হোটেল... বোনের পালিয়ে বিয়ে... মায়ের মৃত্যু... ব্রাহ্মণভোজন... প্রমোশন... ম্যাট্রিমনি ডট কম... মাথা জুড়ে টাক... আত্মীয়দের ন্যাকামো বিলাপ...কলিগের ডিভোর্সি দিদি... মুখে মেচেতার দাগ... ম্যারেজ সার্টিফিকেট... ফুলশয্যা... পুরীতে হানিমুন...

বীর্য... স্খলন... জরায়ু... ভ্রূণ...



মোঃ মিজানুর রহমান





রসের হাঁড়ি ফরহাদ


চলে দিন কোনোমতে 
টার্গেটের চাপে উঠেছে মাথাতে হাত,
আড্ডাবাজ নয় সে যে
আমাদের রসের হাঁড়ি ফরহাদ।

দেখতে যেন সুবোধ বালক
ফুঁ দিয়ে পথ চলে,
কথা নামের ফুলঝুড়ি আজ
অনায়াসে বলে।

বলে সবই কথায় কথা
মনের খেয়ালে,
স্বপ্ন যেন ইচ্ছেঘুড়ি
লিখে যায় স্মৃতির দেয়ালে।

মনের পাখি দু হাত তুলি 
করি মোনাজাত,
সুখি হও  জীবন নামের খেয়ায়
রসের হাঁড়ি ফরহাদ।

রাণা চ্যাটার্জী



পরকীয়া
 *********
                            

পেপার খুলে চমকে দেখি পরকীয়া নয় অপরাধ বাতিল সেই মান্ধাতা আইন প্রেমে মঞ্জরি অবাধ।
৪৯৭ ধারা অবৈধ হলো,পরকীয়ায় আর নয় ভয়।আমার ভারত প্রগতির দেশ , নারী প্রগতির জয়।

দেশ চলেছে সমুখ পানে উন্নয়নের আকর্ষণে,
প্রেমে বাধা থাকছে না ,খুশি হও প্রেমের টানে। পরকীয়া নো ম্যাটার,প্রেম তুফানে বাজুক গিটার
প্রেমপর্বে ঘাটতি কেন,বাড়তে দাও প্রেমের মিটার।
প্রেমের বীজ হলে বপন,কি হবে রেখে তা গোপন এসব নিয়েই দৃষ্টি ঘুরুক,মুদ্রাস্ফীতি যখন তখন।

অসুখী দাম্পত্যে নাকি পরকীয়া  খোলা হাওয়া, ধর্ষণ কি কমবে এতে ভালোবাসার গান গাওয়া!
স্ত্রীর ওপর খবরদারি ,নয়কো পুরুষ এ বাহাদুরি
স্ত্রীও তো স্বাধীন মানুষ,কমুক এবার নজরদারি।

সুদীপ্ত বিশ্বাস




আজকাল
**********


বিপদেরা চুপচাপ ওত পেতে থাকে,
নদীর প্রতিটি বাঁকে-বাঁকে। 
সাবধান! সাবধান মাঝি
শ্বাপদের চেয়ে হিংস্র মানুষের কারসাজি।
মুখোশের আড়ালেতে ঢাকা সব মুখ
ঠকাতে শেখেনি যে,সে উজবুক।
আলো নেই, 
চারিদিকে জমেছে আঁধার চাপচাপ
মানুষকে ভালবাসা ভুল নয়, পাপ।

অন্তরা সিংহরায়





নদী 
*****


সেই নদীটা অমিয় মাখা , সেই নদীতে মন
সেই নদীটার পাড়ে পুঁতি ভালোবাসার  বন। 

সেই নদীটা মায়ার ছায়া, সেই নদীতে জল
একটা সূতো বাঁধবে জীবন , স্রোতে ছলাছল। 

সেই নদীতে জ্যোৎস্না আঁকা,ঢেউ দোলানো শ্রেয়
সেই স্রোতেতে সমর্পিত ,দুয়ার খোলা প্রিয় । 

সেই নদীটা আপন বড়ো , পাতায় বসন্তকাল 
বর্ষাকালে তবে কেন ! ভাসায় মহাকাল ।

ভেসে গেল কুটির খানা, অথৈ জলে ছাওয়া
ছিন্ন হলো খড়কুটো সব, দুর্বিসহ হাওয়া । 

সেই নদীটাই সর্বগ্রাসী  , সেই নদীতে শেষ
ধুয়ে- মুছে জলচ্ছবি , ভাসিয়ে দিলো দেশ  ।
     

রাজীব লোচন বালা





 "এ মৃত্যু আমার বিবেকের"
   *********************
                       

এ পৃথিবী - এ মানুষ সবই রয়ে যাবে, আসবেনা শুধু__
  সে আমার বিবেক , আমার চৈতন্য আর আমার  মনন।
মুক্তির রঙ্ - মুক্তির যুদ্ধ আর মুক্তির ত্যাগ- তিতিক্ষা_
রয়ে যাবে সে বয়ে যাবে নদী রক্তস্রোতে মিশে বারুদের ফুঁটো দিয়ে।

মানুষ রইবে মানুষ হারিয়ে, জীবন শান্ত হবে মনটা কাঁদবে,
অশ্রু জমাট হবে একদিন হৃদয়ে খিল গাঁথবে।
কবিতার ভাষা , ছন্দ- তান সবই নীথর মলিন হবে 
চারপাশ হতে বিধ্বংসী নরহত্যা লীলায় মায়ের রোদন বুক থাপরে থাপরে পরবে।

এ নদী - এ বায়ু - এ মাটি শব শুঁকোবো, মানুষ অন্য গ্রহের পিশাচ_
মুক্তি এদের সয় না , আগুন এদের নেভে না.. আছরে পরে আমার বিবেক, আমার হাত শুধুই মুখের পড়ে।
কত বেদনা সইবে আবার জাগতে হবে , জানি না কিভাবে? কোন খানে ? কার দ্বারা  নিশ্চল হব আমি।

বুদ্ধিজীবিদেরও কী বলবে ওরা কি হ্যাঁ বা না করবে ?
বলি সদা সর্বদা হয়ে আসছে প্রান্তিকের , কেননা তার দায় পড়েছে!
বিস্ময়ের কিছু নেই ইহাই সত্য, এ যে উন্নতির মহাযজ্ঞ, দান দিবে না !!!
বিদীর্ণ কন্ঠ, ভাষাহীন কথা আর শব্দহীন মৌনতা আমাদের বেশ সাজে
কিন্তু কী জানেন তো এ বুলেট ! এ রক্তের ছিদ্রতা আমার বুকে হয়তো পড়েনি, নয়তো বুকের ভিতরের হৃদয় আবছা দেখতো , না হয় অন্ধ হতো।

ভাবছি হৃদয় আবার অন্ধ হয় নাকি, এ কী কল্পনা তোমার_
আবার ভাবি, মাটিতে পা রাখি এ যুদ্ধ বিবেকের আর বিবেক শূন্যের।
এ লড়াই বুকের - এ লড়াই সত্যের, হায় এ হৃদয় অন্ধে , অন্ধকারে ভরা
আলোর পাখিদের বুকে গুলি 'তোমরা' কোরো না।

"মা" যে বড়ই দীনদুঃখীনি, "ওরে কোথায় গেলিরে তুই" ?  এ প্রশ্নের প্রতুত্ত্যরে কী হবে এ হৃদয়ে মোর জানা নেই।
কতশত বোন,হাহাকার ধ্বনি, শকুনের মতো ঝাপিয়ে পড়া শয়তানি বুদ্ধি,
দূর হতে দাঁড়ায়ে , ভাবি আছি শান্তিতে,, 
নিজের গোলায় আগুন না ধরলে হাত কি থাবরায় বুকেরে।

কত স্বপ্ন- কত আশা কতই ভালোবাসা আর ইচ্ছা_
 আজ এখানে আমার প্রাণের আশার সমাধি লিখন  হয়ে যাবে।
না না না আর গুলি কোরো না  সেই পাখির বুকে
এ কন্ঠ যে তার গাইবে সত্যের  জয়গান।
সেই তার প্রেরণা, আশা মোর রক্তে বয়ে যায়-
এ মানুষ তাঁকায় ।
এ বিবেক - এ মৃত্যু  আমার বুকে কি ঢেউ তুলে যায় ?