দূরত্বের সমীকরণ
****************
হিমাঙ্কের নীচে থাকা সময়কে
আজ কাছে টেনে নিতে ইচ্ছে করে
অপ্রেমিকার কাব্যহীনতা প্রতি মুহূর্তে
ছুঁতে চায় ।
হঠাৎই একটা খসখসে রাস্তাতে
সাদাকালো রামধনুর অস্তিত্ব খুঁজে পাই ।
একটা নীলচে রাত । সেই রাতকে বেঁধে
রাখতে চায় রাত জাগা পাখিরা ।
বিন্দু থেকে সরে যাওয়া তার সব সিঁড়ি কে
রিংটোনের মধ্যেই মিলিয়ে যেতে দেখি ।
চোখ বোজা দেওয়ালের গা বেয়ে
চুঁয়ে পড়ে অব্যক্ত শব্দরা ।
কিছুটা দূরত্ব । তবুও সেই দূরত্বের শহরকে অতিক্রম করেই নেমে আসে তার শরীরের গন্ধ ।
শরীর... দূরত্ব ..মন-সমীকরণ .. ।।