নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সায়ন্তনী হোড়





দূরত্বের সমীকরণ 
****************



 হিমাঙ্কের নীচে থাকা সময়কে
আজ কাছে টেনে নিতে ইচ্ছে করে
অপ্রেমিকার কাব্যহীনতা প্রতি মুহূর্তে
ছুঁতে চায় ।

হঠাৎই   একটা খসখসে রাস্তাতে 
সাদাকালো রামধনুর অস্তিত্ব খুঁজে পাই ।

একটা নীলচে রাত । সেই রাতকে বেঁধে
    রাখতে চায় রাত জাগা পাখিরা ।
বিন্দু থেকে সরে যাওয়া তার সব সিঁড়ি কে 
 রিংটোনের মধ্যেই মিলিয়ে যেতে দেখি ।

চোখ বোজা দেওয়ালের গা বেয়ে
চুঁয়ে পড়ে অব্যক্ত শব্দরা ।

কিছুটা  দূরত্ব । তবুও সেই দূরত্বের শহরকে অতিক্রম করেই নেমে আসে তার  শরীরের গন্ধ ।
শরীর... দূরত্ব ..মন-সমীকরণ .. ।।

                             

ইউনুস হোসেন





     দাম্ভিক প্রেমের রূঢ় বাস্তবতা
     *****************



কবরের গভীরতা জানো ?
বলবে;তা তো সাড়ে তিন হাত,
আর ইমারতের?
এই ধরো চার ষোল কুড়ি তলা;
কিন্তু এ যে বাহ্যিকতা;দৃষ্টি ক্ষীণ।
আজ যে শুয়ে সাদা কাফনে সেই অন্ধকারে;
বেদনাময় বাতাস,ঘুরে ফিরে সেখানেই।
মৃত পিঠ ঠেকেছে পাতালে;
সাড়ে তিন হাতের মাপনি ছাপিয়ে,
গভীরের কতটা আকর্ষণ টান ?
অদৃশ্য শিকড় আঁকড়ে ধরে,জড়িয়ে পিষ্ট।
কত ভালোবাসা কুঁড়ি পেল,কত ফুটলো
আর কতো পাপড়ি খসা।
কেঁদে ওঠে কত স্বপ্ন,কোন বুকভেজা কবরে
                                  নীরব অজান্তেই।
আত্মার সেই স্বজন হারিয়ে গেছে,
খুঁজো নি অভিমানী,
মাটির গহীন গহ্বরে মিলিয়েছে হিসেবে রেখেছ কি?
                                             কবে দিনক্ষণ?
দৃঢ় কংক্রিট গম্বুজ মাটি ফুঁড়ে আকাশ ছোয়,
উঠছে স্বপ্ন ইমারত;অজান্তেই কোন এক কবরের উপর।
হয়তো যাকে তুমি খোঁজ নি পরে আর কখনোই    অবহেলায়;
নিস্বার্থতায় তাকে গ্রাস করেছে স্বার্থ মৃত্যু।

তোমার প্রেম অনেক দামি,
আর ভালোবাসা তার সস্তার দু পয়সা;তাও দস্তার।
পরিচয় হীন সেই কবর ভিজে রয় সারা দিনবেলা,
এরই মাঝে উঠছে ইমারত,ফুটছে দাম্ভিক প্রেমের রূঢ় বাস্তবতা।

দেবব্রত মল্লিক




জীবনচক্র
*********

বীর্য স্খলন,জরায়ু-ভ্রূণ,দশমাস দশ দিন।
লেবার পেইন...হসপিটাল... সিজারেক্টমি... আঁতুড়ঘর... নামকরণ... সেরেলাক... হাঁটি-হাঁটি-পা-পা... অন্নপ্রাশন...ইউনিফর্ম... স্কুলবাস... নামতা... কার্টুন... গোঁফের রেখা... হোমওয়ার্ক... ম্যাথ টিউশন... ইংলিশ টিচারকে নিয়ে ফ্যান্টাসি... স্কুল কেটে ম্যাটিনি শো... পানিশমেন্ট... কলেজে দাদাগিরি... ব্লুফিল্ম... হস্তমৈথুন...  ভোটার লিস্টে নাম... এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ... অর্কুট... চ্যাটিং... পাড়ার চায়ের দোকান... আড্ডা... নতুন খিস্তি শেখা... ইভ টিজিং...বাবার পকেট কাটা... বিড়ি... লেট-নাইট-পার্টি... স্কচ...প্রেম... ক্যান্ডেল-লাইট-ডিনার... নলবন... ছাতার আড়ালে চুমু... বেকারত্ব... সন্দেহ... বিরহ... রাতজাগা...কবি কবি ভাব... একাকিত্ব... নেশা... বাবার রিটায়ারমেন্ট... টিউশনি... অবিবাহিত বোন... পাত্রপক্ষের আকাশচুম্বি পণ... বাবার হার্ট-অ্যাটাক... হাফ-পেনশন... বকেয়া বাড়িভাড়া... ওয়াক-ইন-ইন্টারভিউ... সাত টা দশের বনগাঁ লোকাল... সেলস্ টার্গেট... বসের হেনস্তা... দশ হাজার... সহকর্মী... লিভ-ইন-রিলেশন... প্রথম যৌন স্বাদ... ফেডেরালিসম... ইগোইজম... অ্যাবরশন... ব্রেক-আপ... হা-হুতাশ... সোনাগাছি... রফা... সস্তা হোটেল... বোনের পালিয়ে বিয়ে... মায়ের মৃত্যু... ব্রাহ্মণভোজন... প্রমোশন... ম্যাট্রিমনি ডট কম... মাথা জুড়ে টাক... আত্মীয়দের ন্যাকামো বিলাপ...কলিগের ডিভোর্সি দিদি... মুখে মেচেতার দাগ... ম্যারেজ সার্টিফিকেট... ফুলশয্যা... পুরীতে হানিমুন...

বীর্য... স্খলন... জরায়ু... ভ্রূণ...



মোঃ মিজানুর রহমান





রসের হাঁড়ি ফরহাদ


চলে দিন কোনোমতে 
টার্গেটের চাপে উঠেছে মাথাতে হাত,
আড্ডাবাজ নয় সে যে
আমাদের রসের হাঁড়ি ফরহাদ।

দেখতে যেন সুবোধ বালক
ফুঁ দিয়ে পথ চলে,
কথা নামের ফুলঝুড়ি আজ
অনায়াসে বলে।

বলে সবই কথায় কথা
মনের খেয়ালে,
স্বপ্ন যেন ইচ্ছেঘুড়ি
লিখে যায় স্মৃতির দেয়ালে।

মনের পাখি দু হাত তুলি 
করি মোনাজাত,
সুখি হও  জীবন নামের খেয়ায়
রসের হাঁড়ি ফরহাদ।

রাণা চ্যাটার্জী



পরকীয়া
 *********
                            

পেপার খুলে চমকে দেখি পরকীয়া নয় অপরাধ বাতিল সেই মান্ধাতা আইন প্রেমে মঞ্জরি অবাধ।
৪৯৭ ধারা অবৈধ হলো,পরকীয়ায় আর নয় ভয়।আমার ভারত প্রগতির দেশ , নারী প্রগতির জয়।

দেশ চলেছে সমুখ পানে উন্নয়নের আকর্ষণে,
প্রেমে বাধা থাকছে না ,খুশি হও প্রেমের টানে। পরকীয়া নো ম্যাটার,প্রেম তুফানে বাজুক গিটার
প্রেমপর্বে ঘাটতি কেন,বাড়তে দাও প্রেমের মিটার।
প্রেমের বীজ হলে বপন,কি হবে রেখে তা গোপন এসব নিয়েই দৃষ্টি ঘুরুক,মুদ্রাস্ফীতি যখন তখন।

অসুখী দাম্পত্যে নাকি পরকীয়া  খোলা হাওয়া, ধর্ষণ কি কমবে এতে ভালোবাসার গান গাওয়া!
স্ত্রীর ওপর খবরদারি ,নয়কো পুরুষ এ বাহাদুরি
স্ত্রীও তো স্বাধীন মানুষ,কমুক এবার নজরদারি।

সুদীপ্ত বিশ্বাস




আজকাল
**********


বিপদেরা চুপচাপ ওত পেতে থাকে,
নদীর প্রতিটি বাঁকে-বাঁকে। 
সাবধান! সাবধান মাঝি
শ্বাপদের চেয়ে হিংস্র মানুষের কারসাজি।
মুখোশের আড়ালেতে ঢাকা সব মুখ
ঠকাতে শেখেনি যে,সে উজবুক।
আলো নেই, 
চারিদিকে জমেছে আঁধার চাপচাপ
মানুষকে ভালবাসা ভুল নয়, পাপ।