খুব সকালেই যদি
****************
খুব সকালেই যদি জানতে পারি--
আমি আজ বেঁচে নেই!
নাকে তুলো গুঁজিয়ে দেব!
শুঁকব না আর কারও ঘ্রাণ।
কানে তুলসি ঠেসে দেব!
শুনব না একটুও অভিমান।
চোখের পাতা নামিয়ে দেব!
আচ্ছন্ন করে দেব সমস্ত বন্ধন।
জিভের আগা বাঁকিয়ে নেব!
স্বাদকোষেদের দেব ভীষণ নিদ্রায় চির শয়ন।
হৃদয় থামিয়ে দেব!
রক্ত জমাট বাঁধিয়ে দেব।
মগজে ঘসে দেব চির পাষাণ।
তবুও মৃত্যুর পর চিৎকার করে সেদিনও বলতে চাইব--
যেভাবে আমি ভাবছি,
তুমিও কি এখনও আমায়
ভালোবসছো এতক্ষণ?
নাকি ভুলে গেছো প্রিয়!
আমাদের যা ছিল আগের সবটাই সন্ধিক্ষণ!
তবুও একবার যদি ফিরে যেতে পারি--
বারো বছর পর হঠাৎ তোমার সামনেই!
তোমার জন্যে রক্ত গোলাপ নেব!
শুঁকতে দেব না কাউকেই একটুও ঘ্রাণ।
কানে তোমার পুরোনো ছন্দ ধরব!
আগের মতোই ভোলাব সব অভিমান।
চোখে ভীষণ প্রেম রাখব!
তোমার জন্য রাখব অসংখ্য মধুর বন্ধন।
জিভের আগা ভিজিয়ে নেব!
জড়তাগুলোকে দেব ভীষণ নিদ্রায় চির শয়ন।
হৃদয় গুছিয়ে নেব!
রক্ত ছড়িয়ে দেব!
মগজে ভাসিয়ে দেব প্রেমের ভাসান!
তবুও আসার পর চিৎকার করে সেদিনও বলতে চাইব--
যেভাবে এত বছর ধরে চাইছি,
তুমিও কি চেয়ে গেছো আমায় তেষ্টায় এতক্ষণ?
নাকি ভুলে গেছো প্রিয়!
আমাদের যা ছিল অতীতের সব সন্ধিক্ষণ!