নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মহ. ওলিউল ইসলাম




★ওদের বৃষ্টি,তাদের বৃষ্টি★ 
  ****************



অট্টালিকার শরীর ধুয়েছে শখের বৃষ্টি| 
ফিকে হওয়া রঙ,রাঙিয়েছে ইমারতের গা | 
ভেতরের মানুষ গুলো বেশ সৌখিন মেজাজে| 
কিছু মুচ্ মুচে গরম খাবার,রকমারি পাণীয় সহযোগে! 
সবক্ষণে সঙ্গীর আলতো আদর,--- 
খেয়ালী মনে ভাটিয়ালী জোয়ার| 
সময় গুলো যেন ছোট হয়ে আসে, 
দুটি দেহ বাধা পড়ে আছে| 
--প্রাণের পণ, --স্বাদ কুড়াবে, ক্ষান্ত হবে তবে| 
তখনো,--- বৃষ্টি টিপ্ টাপ অনুরাগের শব্দ ছড়ায়| 

এদিকে আবার মাথা গোজা ঠায় গুলো মাথায় ঠেকে আছে| 
নির্মম সেজে, বৃষ্টি এখন রাগী মহারাজ| 
--রাগের বহর খুব দেখেছে তারা, 
গৃহহীন মানুষ অভিশপ্ত খোলা আকাশের নিচে | 
দুঃখ-ব্যথা ত্রিপলের দেহে,স্বস্তি  কোণায় ঝোলে| 
ক্ষণ গুলো সব লম্বা হয়ে,যেন আকাশ ছুঁয়ে আছে | 
বৃষ্টির জল মাথা চুঁয়ে  ঠোঁটের কিনারায় ঝুলে,----- 
রসদ জোগায় খুব! 
বেপরওয়া, নিষ্ঠুর সেজে বেদনা ছড়ায় গৃহহীন মানুষের মনে। 
শেষ রাগ কবে হবে শেষ, 
সে সংকেত এখনো পায়নি মুহূর্ত | 

সিদ্ধার্থ সিনহামহাপাত্র





তমসা, এক অতৃপ্ত আঁধার!!!
********★****************★**




আমার প্রাক্তন প্রেমিকা তমসা,
রাত্রির গর্ভে জন্মানো এক অতৃপ্ত আঁধার।
অমাবস্যার গাড় সৌন্দর্য ছুঁয়ে গেছে তার শরীর,
পূর্ণিমার বাসি চাঁদ ব্যঙ্গের আলপনা এঁকে দেয় তার কপোলে।

আমার প্রাক্তন প্রেমিকা তমসা,
আমায় ভালোবাসত অক্সিজেনের মতো।
আমি কখনো ভালোবাসিনি তারে,
তার শরীর জুড়ে কালো কার্বন আমায় বিষিয়ে দিত।
শশ্মান ভূমি থেকে উত্থিত অগ্নিবিষ্ট কাষ্ঠের ন্যায়
তার শরীরে দেখেছি নরকীয় আঁধার।
গভীর স্নেহাবিষ্ট চুম্বন আমার শুভ্র শরীর পুড়িয়ে দিত।
আমি ভালবাসতে পারিনি তারে,
শুধু তার উন্মুক্ত শরীর, উদবাস্তু যৌবন
ছিল আমার ক্ষুধার্ত অভ্যেস।
আমি ভালোবাসতে পারিনি অমাবস্যার অবৈধ কন্যাকে,
শুধু রাত্রির অন্ধকারে চার মিনিটের মিথ্যে অভিনয়ে
উগরে দিতাম সব ঘৃণা, মিটিয়ে নিতাম সব অবৈধ তৃষ্ণা ।

তমসা আমার প্রাক্তন প্রেমিকা,
তার কুঁকড়ানো অবিন্যস্ত চুল, পাশবিক নখ, বিবর্ণ দাঁত
এক কুৎসিত প্রেতকায়ার জীবন্ত মূর্তি।
আমি ভালাবাসতে পারিনি তারে,
শুধু তার শরীর আঁচড়ে-কামড়ে-খুবলে খেয়েছি,
তার পাউষ চোখ সয়ে গেছে সব ভালবাসা, সব ঘৃণা।
যতই ঘৃণা করেছি, উগরে দিয়েছি ক্ষোভ,
সে ভালোবেসে গেছে অবলীলায়, চেয়েছে প্রতীকী স্থাপন।

তারপর একদিন ঘন ঘোর বর্ষায়
তার তমসাচ্ছন্ন গর্ভে আমার অবৈধ বীর্যপাত,
বর্ষার স্বাচ্ছলতায় পিতৃহীন শুক্রাণুর অঙ্কুরোদ্গম ।
বন্য অন্ধকার মুছে ফেলে, একাকীত্বের গিরিখাতে
তমসার বিসর্জনে আমি ফিরেছি সামাজিক আলোয়।

কেটে গেছে কত দিন, কত কাল না জানি,
বৈধতার উঠোনে, সামাজিক সম্পর্কের গাঁটবন্ধনে,
আমার হৃদয় দুয়ারে শুভ্র জ্যোৎস্নার মতো  অর্ধাঙ্গিনী।
রজনীগন্ধার শুভ্র বিছানায় আমি তারে করি আমন্ত্রণ,
নিয়নের বাতি সব নিভে যায়, মিলনের সেই পূর্বক্ষণ ।
অন্ধকার, ঘন অন্ধকার, অতি ঘন অন্ধকারে মিশে যায়
বাসরের ঘর, শুভ্র অর্ধাঙ্গিনীর অতৃপ্ত প্রথম প্রহর।
বিস্ফারিত চক্ষু মেলে চেয়ে থাকি আঁধারের তরে,
উন্মুক্ত শরীরে তমসা চেয়ে আছে ভালবাসার নীড়ে,
প্রেতকায়ার মত স্নেহাকাঙখী এক অপূর্ণ মুর্তি
জীবনের সরল সমীকরণে শুধু পেতে চায় ঘৃণাবর্জিত প্রেম।
আমি ভালোবাসতে পারিনি তারে, তার নিবিড় তৃষ্ণার্ত চোখ,
জীবন্ত ফসিল হয়ে জ্বলতেই থাকে আমার অপত্য স্নেহের খোঁজে।

সুশান্ত সৎপতি




আমরা        
*******



এভাবেই ভালো থাকব ভাবি
আমার গ্রামের পাশে নদী, শালমহুয়ার বন আর আমার পাশে অভিজিৎ, মঞ্জুরুল।
একজন বন থেকে কাঠপাতা আনে,তারপর শহরে যায় ।ওর পায়ের শব্দে উজ্জ্বল হয়ে ওঠে দুটি কৃষ্ণ ভ্রমর চোখ। আর জন সারারাত মৃদু লণ্ঠনের আলোর ভরসায়
জাল ফেলে ,হালধরে বসে থাকে।আমি আদিগন্ত মাঠজুড়ে সোনালী ফসলের স্বপ্ন
নিয়ে বাঁচি।আমাদের মাথার উপর আকাশ, আমাদের পায়ের নীচে মাটি।

শুভদীপ পাপলু




 রে-গা-মা-পা
 ************



হত্যা'র বেশি,আমি যে,আর কিছু করতে পারি না,
সন্ত্রাসবাদ গঠিত হয় আমারই হিংস্র বুকে
ও দিকের অস্ত্রমিছিলে; ঢেলেছি প্ররোচনা--
এ দিকে জানিনা,কেন সবাই, 'কবি' বলেই ডাকে?

রক্তসুরা পান করে,শেষ পা'দুটো টলে।
তবুও এই রক্তেই পাই,মায়ের হাতের আরাম
হুবহু নদী বয়ে গেছে,সাতটি তারার দলে
ঠিকানা এখন উদ্বাস্তু,ও-কেয়ার অফ বদনাম।

মানবতাবাদ,দূর কি বাত্ ; বন্ধ ঘড়ি'র সময়
অধিকার আজ অন্যের ছেড়ে,নিজের খেয়ালে চলে
সেই কাজে সবে হাত দিয়েছি,পৃথিবী'র সব রাস্তায়
গুলি চলবে,জেল ভরবে,আগামী প্রতিটা সকালে।

ততক্ষণ'ই শান্তি থাকবে।ভাত পাবে,মানুষেরা...
যতক্ষণ যুদ্ধ করবে দেশদ্রোহী কবিতা'রা।

কাজী জুবেরী মোস্তাক







দেখা দাও প্রভু 
************


প্রতিনিয়ত তোমাকে আমি পান করি
গ্লাসে গ্লাসে প্রতি ওয়াক্তেই পান করি
তোমার প্রতিটা ভাঁজেই আনন্দ দেখি ৷

প্রতিনিয়ত তোমাকে নতুনভাবে দেখি
অার বারবারই তোমার প্রেমেতে মজি
বুঝিনা কি তোমার প্রেমের কারসাজি ৷

ধীরে মৃত্যুর ভিতরে ঢুকে যাচ্ছি আমি
তবুও তোমাকে অনবরত চেয়ে যাচ্ছি
তুমিই একমাত্র ভরসা তুমি অন্তর্জামি ৷

প্রতিটি চরণেই তোমার প্রেমেতে মজি
যের,জবর,পেশে তোমার তসবি জপি
তুমিই আমার আরাধ্য তুমিই শুধু তুমি ৷

এ জগতে এক বেগানা মুছাফির আমি 
এ মানব বনে তোমার তালাশেই ঘুরছি 
এই দিল কাবাতে প্রভু দেখা দাও তুমি।

শিল্পী দত্ত




কবে ছুঁয়ে যাবে
 *************

               
কোনোদিন শুধু শরীর ছোঁয়ার জন্য নয়,
আমার মন ছোঁয়ার জন্য বোলো ‘ভালোবাসো’।
প্রতিদিনের একরাশ অবিশ্বাস দিয়ে গড়া ঘরে, 
না হয় লাগুক বিশ্বাসের ছোঁয়া।
যে অপেক্ষায় জাগে তারা রাতের বুকে,
সেই অপেক্ষায় প্রতিরাতে আমিও জাগি।
আকাশ নেমে এসে ছুঁয়ে যায় মাটির বুক,
মেঘ বৃষ্টি হয়ে ছুঁয়ে যায় পৃথিবীর তৃষ্ণা,
আর আমার যন্ত্রণা অশ্রু হয়ে ছুঁয়ে যায় চোখের  পলক।
অপেক্ষা শুধু মনের, কবে তোমার মন ছুঁয়ে যাবে তাকে।