নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শুক্লা মালাকার



বর্ষা লেখা



যেদিকে তাকাই মাইল মাইল সবুজ
দূরে দিগন্ত রেখা বরাবর আকাশ বিষাদ সাজিয়েছে
এখানে এই নির্জন ডুয়ার্সে ধ্বসে পড়েছে শহুরে মুখোশ
কয়েকটা মুহুর্ততারপরই ধেয়ে এল কান্না
বৃষ্টি কুয়াশায় ঢেকে গেল প্রান্তর
এই অপরূপ দৃশ্য মেখে ভেসে যাচ্ছে যত প্রেমহীন দিন
বিপ্লবী জলহাওয়া উড়িয়ে নিল ক্লান্তির চাদর

এখন কেউ দুটো ভালোবাসার কথা বললে
দু চার লাইন লিখেও ফেলতে পারি

                           

তপময় চক্রবর্তী





ছাতার বৃষ্টি
***********



মেঘ তো আগেই জমেছিল চাঁদের আড়ালে 
সকাল থেকেই শুরু তার বিন্দু বিন্দু  প্রকাশ,
খিচুরি আর ভাজা খেয়ে এখন চলো জীবন যুদ্ধে ,
এ যেন নানা রঙয়ের ছাতার  বহিঃ বিকাশ ,
ক্রমাগতই ধাক্কা খেয়ে চলেছে একে অপরের সাথে ,
মরিচা পড়া শিরদাঁড়ার পাখনা মেলার লড়াই ,
তালুবন্দি হাতে এপাশ ওপাশ হলেই -
হামলা করে একরাসি  দিকবিদিক শূন্য জলবিন্দু,
মরিচা পড়া শিরদাঁড়া শক্ত হয়ে এগোয় পাখনা !
 তখনই হঠাৎ এক শিকের ধাক্কায় বিষণ্ন ডানা ,
আবার ও হেরে পাশ কাটিয়ে এগিয়ে চলা ,
জং ছাড়িয়ে গুটিয়ে পড়ে ব্যাগের আড়ালে ;
বজ্র পাতের শব্দে ব্যাস্ত শহর  উঠলো কেঁপে ,
খোলা জানালা দিয়ে আকাশ যেমন  চলছে এগিয়ে ,
ইট কাঠ আর শহরে কোলাহল আমার থেকে 
যাচ্ছে সরে ,
চারিদিকের সোনা ব্যাঙ আর  রঙীন কচু পাতায় একফোঁটা জল ,
যে সৌন্দর্য জন্ম লয় -- -- কমলার বাড়ে বল ,
প্রচন্ড বর্ষায় জলময় রাস্তায় ব্যাস্ত যানের সশব্দ খেয়ালি,
জং ছেড়ে ছাতাই পারবে বাঁচাতে এ হ্যানো হেঁয়ালি ! 

সুনন্দ মন্ডল




কোত্থেকে যে আসলে?
   ******************
          

আকাশ থেকে পড়লে তুমি
বৃষ্টি সাথে নিয়ে।
মাথার চুল পড়ল এসে
আমার চোখে ধেয়ে।

জানলা খোলা, চুলটা এলো
চিরুনি দেয় আঁচড়।
মোটর গাড়ি থমকে গিয়ে
একটু মাখে আদর।

গন্ধ মাখা একটি চুল
ভুলিয়ে দিল পথ।
ভাবতে গিয়ে তোমার কথা
কাজের পোকা বধ।

বাদল দিন মেঘলা দেখি
বায়ুর ভরে ভাসলে।
কোথায় তুমি পড়লে দেখ
কোত্থেকে যে আসলে?

বিশ্বজিৎ ভৌমিক




"বৃষ্টি মানে স্মৃতির জানালায় তুমি"
*****************************



আমরা উন্মুক্ত হয়ে আছি
বৃষ্টির অপেক্ষায়,
বহুদিন পর আজ বৃষ্টি আসুক।
সমস্ত আকাশ জুড়ে বৃষ্টি আসুক,
অজস্র ধারায় অঝরে বৃষ্টি আসুক।
আজ আমাদের ধূলি ধূসরিত।
বৃষ্টি নামুক---
মলিন হৃদয়ের মাঠ, প্রান্তর জুড়ে।
সবুজ ফসলে ভরে যাক্ ধরা,
শীতল বাতাসে শান্তি ফিরে পাক সবাই।

তবে তার আগে বৃষ্টি নামুক
আমাদের বিবেকের মরুভূমিতে,
সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক,
আর পরিশুদ্ধ হোক ধরা, হৃদয়ের গ্লানি।
মানুষের জন্য মানুষের মমতা
ঝর্নাধারা হয়ে বয়ে যায়।

আমার কাছে বৃষ্টি মানে
স্মৃতির জানালায় তুমি,
বৃষ্টি মানে জলজ বাতাসের শীতল ছোঁয়া হিম হিম সুখ,
বৃষ্টি মানে স্মৃতির আঙিনায় হঠাৎ দেখা তোমার মুখ।।

শিল্পী গঙ্গোপাধ্যায়





বৃষ্টি -তবু.. 
********




গত বর্ষায় ছিড়ে গিয়েছিল, তার
বৃষ্টি হয়নি, মেঘ ডেকেছিল খুব, 
সেই থেকে আর ছোঁয়নি সেতার, মেয়ে 
জুড়তে চায়নি একবারও ছেঁড়া তার 

যদিও সেতার বাঁধা ছিল, মা পা সা তে
মন জুড়েছিল ধ্রুপদী মায়ার সুর,
শ্রাবণ এলেই ভাসত মেয়ের মন
শ্যামকল্যাণ,মেঘমল্লার কখনও বেহাগরাগে

বৃষ্টি এখনও জানালায় ডেকে যায় 
বেল-জুঁই -কেয়া বৃষ্টিতে স্নান সারে,
দু'জনের আজও পাশাপাশি বসবাস 
শুধু,মেয়ের উঠোনে খরা চলে বারোমাস ।।

পিন্টু মাহাতো





মেঘের কান্না
************



আচ্ছা মেঘ...
                 এতো দুঃখ কেন তোমার মনে?
                 সারাটা দিন কাঁদলে যে আজও!

মেঘ বললো....
                  ভালোবেসে ছিলাম শুন্য আকাশকে...
                  তার বিশাল হৃদয়ে আশ্রয়ের লোভে...
                  ছুঁড়ে ফেলেছিলাম সাগরের প্রেমকে...
                  খুব কেঁদেছিল সাগর সেদিন.. 
                  বার বার মাথা ঠুকেছে কিনারে.. 
                  বিদায় বেলা দিয়েছিল - তার নোন বুকের মিষ্টি জল
                  নিষ্ঠুর আমি চললাম আকাশ পানে 
                  কিন্তু,
                  আকাশ ভালোবাসে সূর্যকে
                  তার উষ্ণতাকে ঠাঁই দিয়েছে হৃদয়ে... 
                  আর ফিরতে পারিনি সাগরের বুকে... 
                  শুধু চোখ দিয়ে ধরেছে সেই মিষ্টি জলের ধারা 
                   মুছতে চেয়ে সাগরের নোনা কান্না 
                   কাঁদছি আমি আজও...