নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বিশ্বজিৎ ভৌমিক




"বৃষ্টি মানে স্মৃতির জানালায় তুমি"
*****************************



আমরা উন্মুক্ত হয়ে আছি
বৃষ্টির অপেক্ষায়,
বহুদিন পর আজ বৃষ্টি আসুক।
সমস্ত আকাশ জুড়ে বৃষ্টি আসুক,
অজস্র ধারায় অঝরে বৃষ্টি আসুক।
আজ আমাদের ধূলি ধূসরিত।
বৃষ্টি নামুক---
মলিন হৃদয়ের মাঠ, প্রান্তর জুড়ে।
সবুজ ফসলে ভরে যাক্ ধরা,
শীতল বাতাসে শান্তি ফিরে পাক সবাই।

তবে তার আগে বৃষ্টি নামুক
আমাদের বিবেকের মরুভূমিতে,
সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক,
আর পরিশুদ্ধ হোক ধরা, হৃদয়ের গ্লানি।
মানুষের জন্য মানুষের মমতা
ঝর্নাধারা হয়ে বয়ে যায়।

আমার কাছে বৃষ্টি মানে
স্মৃতির জানালায় তুমি,
বৃষ্টি মানে জলজ বাতাসের শীতল ছোঁয়া হিম হিম সুখ,
বৃষ্টি মানে স্মৃতির আঙিনায় হঠাৎ দেখা তোমার মুখ।।

শিল্পী গঙ্গোপাধ্যায়





বৃষ্টি -তবু.. 
********




গত বর্ষায় ছিড়ে গিয়েছিল, তার
বৃষ্টি হয়নি, মেঘ ডেকেছিল খুব, 
সেই থেকে আর ছোঁয়নি সেতার, মেয়ে 
জুড়তে চায়নি একবারও ছেঁড়া তার 

যদিও সেতার বাঁধা ছিল, মা পা সা তে
মন জুড়েছিল ধ্রুপদী মায়ার সুর,
শ্রাবণ এলেই ভাসত মেয়ের মন
শ্যামকল্যাণ,মেঘমল্লার কখনও বেহাগরাগে

বৃষ্টি এখনও জানালায় ডেকে যায় 
বেল-জুঁই -কেয়া বৃষ্টিতে স্নান সারে,
দু'জনের আজও পাশাপাশি বসবাস 
শুধু,মেয়ের উঠোনে খরা চলে বারোমাস ।।

পিন্টু মাহাতো





মেঘের কান্না
************



আচ্ছা মেঘ...
                 এতো দুঃখ কেন তোমার মনে?
                 সারাটা দিন কাঁদলে যে আজও!

মেঘ বললো....
                  ভালোবেসে ছিলাম শুন্য আকাশকে...
                  তার বিশাল হৃদয়ে আশ্রয়ের লোভে...
                  ছুঁড়ে ফেলেছিলাম সাগরের প্রেমকে...
                  খুব কেঁদেছিল সাগর সেদিন.. 
                  বার বার মাথা ঠুকেছে কিনারে.. 
                  বিদায় বেলা দিয়েছিল - তার নোন বুকের মিষ্টি জল
                  নিষ্ঠুর আমি চললাম আকাশ পানে 
                  কিন্তু,
                  আকাশ ভালোবাসে সূর্যকে
                  তার উষ্ণতাকে ঠাঁই দিয়েছে হৃদয়ে... 
                  আর ফিরতে পারিনি সাগরের বুকে... 
                  শুধু চোখ দিয়ে ধরেছে সেই মিষ্টি জলের ধারা 
                   মুছতে চেয়ে সাগরের নোনা কান্না 
                   কাঁদছি আমি আজও... 
            

পূজা গোস্বামী





বৃষ্টি ভেজা কথা
***************


বুকের ভেতর বৃষ্টি ভেজা কোরাস,
হাত বাড়িয়ে পোড়া বিকেল চায়,
সিঁড়ি গুলো জানে পুরোনো অতীত,
পুরোনো বৃষ্টি মাখা অয়ন ।

কে যেনো পা বাড়ায়,
মেঘে ঢাকা ঘোমটা মাথায়,
স্মৃতির অভ্যাসে জর্জরিত,
ভোরের আভাস দিয়ে বেড়ায়  ।

বেঁড়ে ওঠা বুকের ভেতর,
খসে পড়া প্রেম গড়িয়ে,
নীরবে যন্ত্রণা বয়ে বেড়ায়,
বৃষ্টি ভেজা খোলা অঙ্গরূহে  ।

তমালী বন্দ্যোপাধ্যায়




ও মেয়ে তুই
***********



          ও মেয়ে তুই
মেঘলা দিনের বৃষ্টি হ'বি?
না জানিয়েই পড়বি ঝরে,   
           ভিজবো আমি,
  আমার মনের ছোট্ট ঘরে।
           
  বৃষ্টিভেজা নরম মাটির
          ঘাস হ'বি তুই?
  হাত বাড়িয়ে ইচ্ছে হলেই,
           একটুকু ছুঁই।
            তুই কি হবি
কালো মেঘে ছড়িয়ে দেওয়া
            বিজলী রেখা?
হঠাৎ করেই আকাশ মাঝে
              দিবি দেখা !
              ও মেয়ে তুই
মেঘলা দিনের বৃষ্টিভেজা বাতাস হয়ে।
যা না আমার শরীরটাকে ভালোবাসায়,
              একটু ছুঁয়ে।
হ'বি তো হ' কুলভাসানো
              একটা নদী,
আমায় তখন ভাসিয়ে নিবি,
    তুই আমার-ই  ইচ্ছেমতী।।

মোঃ শামসুজ্জোহা (মুকুল)



বৃ্ষ্টি আসবে বলেছিল




লাগে না লাগে না মন কোন কাজে আর
এখন নীলে নীলে নীলাকাশ মেঘে মেঘে মেঘালয়।
বৃষ্টি আসবে বলেছিল বৃষ্টি এল না, কেন?
         জানি না জানি না।
আমার আর ভেজা হল না।
লাগে না লাগে না মন কোন কাজে
আর এখন দু চোখে তিস্তার ধারা
 সেথায় পানসি চলে না।
ওগো বৃষ্টি তুমি এসো আমায়
ভিজিয়ে দাও মনে খরা চোখে
নদী জল থৈ থৈ দুকুল ভরা।