নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

জিবেন্দু রাজবংশী




গরীব ঈদ 


আজ বিহানে যখন নামাজের সুর ভাইসে আস‍্যা
খড়ের ছাউনি দেয়া ঘরত করিম মিঞার লাশটা তখন ঝুলছে ।
তাঁর বেটা আর বিবি যখন ঈদের খুশিত মাতিবার কথা
 তখন করিমের নিথর লাশ আগা করি রাখে শোক পালনে ব্যস্ত
গেরামের বিবি তো সুর টানে টানে কাঁদে আর বলতে থাকে
"কেহ নাহি কেহ নাহি গরীবের জন্যে ফেরেস্তা কাঁথা মুড়ি দিছে রে বেটা"
"আগে জাইনবার পাইলে মোর কানের দুল বেইচা ঈদ মানাইতু।"
"হে আল্লাহ তুই বড় নিঠুর "
১২ বছর বয়সী করিম মিঞার বেটা 
বাপের বুকের মাথা রাখে হায় রে কি কান্না
"বাজান তুই কই গেল, তুই কই গেল বাজান"
বাজান মুই তোর ঠেনা কিছুই চাহনি"
এমন দিনত মইলে করিম কেউই নাই
আখন আছে খালি একটা নিথর লাশ আর দুখান শোকাতুর মানুষ।
শেষ কাজ করিবার মতন মাইনষের যে বড় অভাব
গরীব মাইনষক কে নিয়ে যাবে গোরস্থান?
করিম মিঞা কি আর মরিবার চাহিছিলো বেটা আর ফুটুফুটে বিবিক ছাইরে।
কিন্তুক সেই কবে থেকে করিম বেটা আর বিবিক ঈদে নয়য়া কাপড় দিতে চায়
সেই একটা ছিড়া শাড়ি আর বেটাটা একখান ছিড়া শার্ট পরে বেড়ায়
দিলে না দিলে না বড়লোক মোল্লারা করিমক  বাইচবার দিলে না।
খুটরিত জইমে থয়া টাকা সব নিছিল কাইহরে।
কাপড় দিবা না পারার দুঃখে করিম মিঞা মইরে গেল্।
কিন্তু তাঁর বেটা আর বিবি তো কাপড় চাহিনী,
শুধু মাইগেছিলো কমদামী গরীব ভালোবাসা। 
সেটা করিম মিঞা বুইজবা না পায়ে গরীবের দায়ে মইরে গেল্।।

     


হিজল গাছের ছায়া 
******************




কলেজ থেকে সামান্য দূরে চার পা হেটেই একটা ছোটো জমির পাশেই পুকুর ধারে একটি বেশ ছায়া প্রদানকারী হিজল গাছ। নিরিবিলি জন-মানবহীন একটা জায়গা চুটিয়ে প্রেম করা যায়।
সাগর একজন  দ্বিতীয় বর্ষের কলেজে পড়া ছেলে ভালোবেসেছিলো তারই বান্ধবী নদী কে। সেতো সাগর নয় যেন জলের প্রাচুর্যের মতো কবিতার অসীম ভান্ডার । আর নদী যেমন প্রতিদিন বয় তেমনি প্রায় কেঁদে ফেলত মেয়েটা সাগরের কবিতা শুনে। অবশ্য একথা অনস্বীকার্য যে নদী কিন্তু সাগরের কবিতা শুনে নিজের আবেগকে থামতে না পেরেই তার প্রেমে পড়েছিলো।ওই যে কলেজের প্রথম দিন সাগর ক্লাশে সেই কবিতাটা শুনিয়েছিল না রবীন্দ্র নাথের "হঠাৎ দেখা"।এভাবেই তো ওদের রিলেশনটা শুরু। সম্পকের্র প্রথম দিন সাগর ঘুরতে নিয়ে গিয়েছিল নদী কে সেই ছায়াসুনিবিড় শান্তির নীড় হিজল গাছের নিচে।হিজল গাছের নিচে বসে ভালোবাসার পৃথম দিনেই সাগর নদীকে শুনিয়ে ছিল জয় গোস্বামীর কবিতা '"ঈশ্বর ও প্রেমীকের সংলাপ"
               — ‘সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে?’
:বিনা চেষ্টায় মরে যাব একেবারে
— ‘সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান?’
:বৃষ্টিতে, আমি বৃষ্টিতে খানখান
— ‘সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি?’
:পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি
— ‘উড়বে?– আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা?’
:পড়তে পড়তে ধরে নেব ওর শাখা
— ‘যদি শাখা থেকে নীচে ফেলে দেয় তোকে?’
:কী আর করব? জড়িয়ে ধরব ওকেই
বলো কী বলব, আদালত, কিছু বলবে কি এরপরও?
— ‘যাও, আজীবন অশান্তি ভোগ করো!’........""
            নদীর দু-চোখ ভোরে জল এসেছিল আবেশে। দূরের ওই মাঠের স্নিগ্ধ বাতাস, হিজল গাছের শীতল ছায়া সব কিছু যেন দারুন ভাবে আলোড়িত করেছিলো নদীকে।আর তক্ষুনি নদী জলস্রোতের মতো কলকল শব্দে বলেছিল - "আমি তোমাকে খুব ভালোবাসি সাগর খুব"। প্রথমদিনের কাটানোর দারুন অম্ল-মধুর আমেজ নিয়ে বাড়ি ফিরেছিল দুজনই।
           সম্পর্কের ১বছর হলো যেদিন ,সেদিন সাগর নীল পাঞ্জাবি আর নদী গোলাপি শাড়ী পরে এসেছিল।দুজনে বসে কথা বার্তা চলছে এমন সময় হঠাৎ করে আনমনা হয়ে সাগর আওড়াতে খাকে জীবনানন্দ দাশের "বনলতা সেন"
                "..........হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি.......
           আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন..."
এই একবছরে কত যে কবিতা শুনিয়েছে  সে নদীকে একমাত্র হিজল গাছটি ছাড়া কেউ জানে না।  এই তো কবে যেন ঠিক মনে পড়ছে না সেদিন সাগর Robert Browning এর .."Meeting at Night" কবিতাটা নদীর চোখে চোখ রেখে বলেছিলো।
      ".....and a voice less loud,though its joys and fears,
             Than the two hearts beating each to each!"
কবিতা যখন থামল নদী তখন বিভৎ্স মায়া নিয়ে সাগরের দিকে চেয়েছিল।একদিন সাগর নদীকে বলেছিলো যে তাকে সে বিশ্ব কবিতা দিবসে এক গুচ্ছ কবিতা শোনাবে।২১শে মার্চ কথা মতোই এসে নদী সাগরের অপেক্ষায় বসে ছিল হিজল গাছের নিচে।কিছুক্ষন পর ফোন আসে নদীর কাছে।ফোনের ওপার থেকে জানান দেয় সাগরের একসিডেন্ট হয়েছে।
                     (৭ দিন পর)
সাদা কাপড় পরে একটা মেয়ে গাছের নিচে বসে আছে।মুখটি এখন তার দারুন মায়া,দেখলেই যেন কান্না পাবে। চোখের নিচে কালো দাগ পড়েছে।আর বিড়বিড় করে একরাশ কবিতা হেসে হেসে শুনিয়ে যাচ্ছে কাকে যেন? আর অস্থির আশা নিয়ে সাগরকে জিজ্ঞেস করছে 'ভালো হচ্ছে তো?' কিন্তু শুনবে কে তার কবিতা?সাগর ? সেতো বেঁচে নেই। যে কবিতার কোনো শ্রোতা নেই,আবৃতি শুনে বাহবা দেবার কেউ নেই।সেই কবিতা আবৃত্তি শুনে কে তাকে উত্তর দেবে যে ভালো না খারাপ হয়েছে।এভাবেই প্রতিদিন দিশাহীন নদী যার সামনে একরাশ কবিতা আওড়িয়ে যাচ্ছে সে এক স্থির শান্ত শীতল হিজল গাছের ছায়া । হ্যাঁ হিজল গাছের ছায়া।

"কোনও একদিন ফিরে এসো,যে কোন
একদিন যেদিন খুশি....
.....
আমি খুব বেশী চাইছি বলে
আমি চাইলে কখনও তুমি না দিয়ে
থাকোনি।(তসলিমা নাসরিন)।। 


          ~~সমাপ্ত~~

জয়দীপ রায়


মেঘপক্ষ 


ঘন কালো আবছায়া
লুকিয়ে আছে কার্নিশ ধেয়ে
এক প্রেয়সীর কায়া
কালো ওই দুরবীন রেখা
বর্ডার দিয়ে...
একটা পুরুষ এঁকেছি
ধ্রুবের বুকে
তীর ধনুক ওয়ালা
মানুষটার বদলে ওকে
খাড়া করব
পাশের সিংহাসনে
যোনি আঁকবে
প্রসবস্থলে জন্ম নেবে বিকেল
আরেকটা বৃষ্টি পক্ষে। 
                                 

জয়শ্রী রায় মৈত্র


   ওরে ও মেঘ  



ওরে ও মেঘ 
তুই এত চঞ্চল ?
ভোর হতে না হতে এক কালো শামিয়ানায়
ঢেকে ফেলেছিস আকাশের রঙ,

বিশাল কালো ওড়না উড়িয়ে
দু’হাতের বন্ধনে খিড়কি পেরিয়ে
এ কোথায় নিয়ে এলি ?
বিশাল অজানা সফরে,

ঝমাঝম ঝুম ঝুম তালে
জুড়িয়ে গেল সারা শরীর
একমুঠো উত্তেজনার উল্লাসে
হারিয়ে দিলি মন ?,  

আজ কি তুই শান্ত হলি ?
প্রেমাসিক্ত আলিঙ্গন লেপনে
“হারিয়ে যাবার নেই মানা”-য় 
বর্ষণ মুখর ভালোবাসার আঙিনায় ।।

সন্দীপ ভট্টাচার্য



       আমি'র কাহিনী 



         
একটা অনুপস্থিতি 
ধাওয়া করে রাত দিন সময় অসময়
স্বপ্নের মতো দীর্ঘ আকাশের মতো বিস্তীর্ন
তাড়া করে ট্রাম বাস রেস্তোঁরা বিছানায়

একটা ঢেউ দুলিয়ে দেয় মন অজান্তে
রক্তাক্ত "আমি" খোঁজে একটা ঠিকানা
ক্লান্ত কেরানি ঘামের বাষ্পে গুমোট মেঘ
মনখারাপি রেলিঙে অপেক্ষা বৃষ্টিঘ্রাণ

আপাত রঙীন আচ্ছাদনে নাগরিক ধুকপুক
দূরত্ব দীর্ঘতর ক্রমশঃ চাওয়া পাওয়ার
হারাচ্ছে কেউ একটু একটু করে সামাজিকতায়
সময় কোথায় ঝড়া পাতার গল্প শোনার

আসলে জ্বলতে থাকা অহরহ
আর জ্বলে পুড়ে ছাই হওয়ার অপেক্ষা
মাঝে কিছু মিথ্যা মনের রঙে বানানো 
আর বাকিটা নির্বাসিত সেই আমি'র কাহিনী

অনোজ ব্যানার্জী


   এসো কালবৈশাখী



   ‎
ঐ ডাকছে গুরগুর,ভয়ে বুক দূরদূর কাঁপে,
‎নীলাকাশে জমছে কালোমেঘ,
‎আলো কাঁদে, আঁধারের দাপে। 
‎কী ভয়ংকর, কী দুর্বার, কালো কালো
‎মেঘের মিছিল।পাগলী প্রকৃতির,
‎অসহ্য খেয়ালে,ভয়ে সবে...
‎ঘরে আঁটে খিল। ক্ষুব্ধ প্রকৃতিরাণী,
‎সেজেছে আজ, এ কোন রণে???
‎লেগে যাবে হানা্হানি,দাপাদাপি,
‎গাছেগাছে বনেবনে। আকাশ মাটিতে
‎নিবিড় মাখামাখি,বিজলীদীপ্ত
‎লিপ্ত চুম্বনে।ঝরে পড়ে প্রেমের সুধা,
‎অবিরত ধারাবরিষনে।এলোমেলো
‎কুন্তলরাশি,বড়ো বড়ো লাল লাল
‎আঁখি।এসো ঝনঝন প্রলয়নৃত্যে,
এসো ‎,এসো প্রিয় কালবৈশাখী।
ধুয়ে দাও,মুছে দাও,করো সাফ,
আছে যত জমা জঞ্জাল।....
যত পাপ,যত তাপ,করো হরণ,
হে মহাকাল।
ভেঙে দাও, দাও করে তছনছ, 
অন্যায় অত্যাচারী  যত গাছ....
ডালপালা, ফুলফল তার।করো
ধ্বংস গভীর জলের মাছ।
এসো টর্ণেডো,এসো টাইফূন,
পাপের প্রাসাদ দাও গুড়িয়ে,
এসো বজ্র,এসো বিদ্যুৎ, পাপাচারী
চিত্ত,দাও পুড়িয়ে।ধনীদের অবহেলা,
অহংকারে,ঢালো জল,আরো  জল,।
বঞ্চিত বুকে তৃষিত মুখে,দাও জল,
ঝরঝর,শান্তির কলকল।নতুন প্রাতে,
নতুন সূর্যালোকে এই ধরণী করো,
উদ্ভাসিত।এসো এসো কালবৈশাখী,
নব মনেপ্রাণে, সবারে করো উল্লসিত।

শরীফ সাথী


শ্রমিক 
*******


বিশ্ব মাঝে ঘুরে পিছু
ধনী গরীব উঁচু নিচু
সাজানো তাঁর ক্রমিক,
যে যারে যার ধর্ম করি
যে যেখানে কর্ম করি
কেউ কারো কেউ শ্রমিক ৷
হয়না কিছুর সমতুল্য
গায়ের ঘামের ন্যায্য মূল্য
জাগ্রত হোক বোধের,
ঘাম শুকানোর আগে ভাগে
যেন সবার মনে জাগে
মূল্য পরিশোধের ৷