আমি নেতাজী,আমি আছি
*************************
সেদিনের বিমান দুর্ঘটনায় আমি মরিনি।
আমি আজো আছি,
থাকবো ও চিরকাল।
।
ভুলিনি তোমাদের,
আমি আছি,
অগণণ জননারায়নের হৃদয়ের গভীরে,
চেতনার অনু পরমাণুতে,
ইলেকট্রোনে প্রোটনে।
।
আমি আছি ফুলে ফলে বৃক্ষে
লতায়, পাতায়,ঘাসে ঘাসে।
বিশুদ্ধ বাতাসের স্তরে স্তরে
কোশে কোশে।
।
নীলাকাশে গ্রহ নক্ষত্র চাঁদে।
পবিত্র সূর্যের আলোর তরঙ্গস্রোতে।
স্নিগ্ধ মধুর ঝর্ণাধারায়।
।
আমি আছি প্রতিবাদী মানুষের
দীপ্ত কন্ঠের বজ্রে।
আমি আছি, তোমাদের পবিত্র
রক্তের জিনে ক্রোমোজোমে।
।
আমার মৃত্যু নেই
আমি অমর।
আমি বলবো না আর
তোমরা আমাকে রক্ত দাও
আমি তোমাদের স্বাধীনতা দেবো।
আমি গড়বো না আর
আজাদ হিন্দ বাহিনী।
আমি ডাক দেবো না
দিল্লী চলো।
।
আর মুখোশের অন্তরালে নয়,,
এবার তোমরা মানুষ হও।
আমার জন্মদিনে আর শুধু
ফুলচন্দনের পবিত্র মালা নয়।
ফুল নয়,ধূপ নয়।
।
অগণন ক্ষুধিত মানুষের মুখে
তুলে দিও দুমুঠো ভাত।
প্রকৃত মানুষ হয়ে নিজে নিজে,,
অসহায় দুর্বল মানুষের
পাশে পাশে এসে দাঁড়াও।
।
মানুষই দেবতা,মানুষের
সেবা করো হাসিমুখে,নির্মল সুখে।