নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মনি আহমেদ



বসন্তের  সন্ধ্যা
************



গৌধুলির  সন্ধ্যায় যখন  দেখতে পেলাম,
আকাশটা  রক্ত লাল  হয়ে আছে  মনটা উদাস হল ,
আজ  সন্ধ্যায়  গাঢ়  নীল  আকাশ যখন  কাল হতে ,
থাকবে চাঁদের  স্নিগ্ধ  আলোর  কাছে  একটু ,
হিমেল  হাওয়া  ধার  চাইবো ------------।

তোমার  সঙ্গে  পথ  পেরুবো  বলেই  বুঝি ,
শক্ত  হাতে  তোমার  হাতে  হাত  ধরেছি ।
এক  জীবনে  হয়নি  চেনা ভালোবাসার ,
গভীর জলে  ডুবতে  থাকে  জীবনের ,
সব  আনন্দ  দুঃখ  ব্যাথা  -----------।

তোমার বুকে  আঁকড়ে  ধরে  কবির প্রেমে ,
হৃদয়  ভূমি  কে  নোঙ্গর  করা  ------------।
চোখের  ভাষা  হয়নি  বাধা  হয়তো  তুমি,
বুঝেই  গেছো   কবির  আছে  চরণভূমি।

তোমার  হাতে  হাত  টি  ধরে চলবো  পথে ,
ডাকছে  কারা  হাতছানিতে  ------ধার  ধারি না।
বুকের  থেকে  স্বপ্ন  কেনা  যে  এই  ঠিকানার ।



মনিকান্ত সর





~*** বসন্ত মনে ***~
        ********
         

বসন্ত এসেছে আকাশ জুড়ে
শিউলি পলাশ ফুলেদের ভিড়ে,
আবীর রঙে মেঘ ছেয়ে যায়
মনের মাধুরী মন'কে রাঙায় ।

সেই খেলাঘর - একই খেলায়
মন পড়ে থাকে গোধূলি বেলায়,
বসন্ত এসে বলে কানে কানে
এই তো আমি , চেনা ফাগুনে ।

খুশির ছোঁয়ায় দোলাও হৃদয়
বসন্ত মানে'ই - কী হয়, কী হয়,
সাঁঝের বেলা'তে মায়াবী সুর
হাতের নাগালেই অনেকটা দূর।

সোহাগে ভ'রেছে দখিনা বাতাস
তোমার পরশে'ও মধুর সুবাস,
চোখ ছুঁয়ে যাক্ স্বপ্ন এসে. . .
তোমার আমিতে - রাত্রি শেষে ।।

মৌসুমী ভৌমিক



হারানো বসন্ত
***********



এত ভালবেসেছি
     এত ভালবেসেছি বসন্তকে
তবু যখন বসন্তকাল এল
     ছুঁতে পারি নি শিমূল
           খোঁপায় লাগাতে পারি নি পলাশ
কৃষ্ণচূড়া রাধাচূড়ার কাছেও বসতে পারি দুদণ্ড
শুনতে ইচ্ছে করেনি কোকিলের কুহুতান।

যখন ফাগুন এল
   আবির মাখতে পারি নি ত্বকে জ্বালার ভয়ে
       পারি নি দোল খেলতে -

নিত্যদিনের কর্মমাঝে নিজেকে জড়িয়ে রেখেছি
     বসন্তকে চিনতেই পারি নি
         কিংবা চিনতে চেষ্টাও করি নি।

অথচ বসন্ত আসবার আগে
      কত প্রতীক্ষায় থেকেছি --

সোমা বিশ্বাস




বসন্ত
*****



বসন্তের বাহার ফুলে ফুলে ভরা
সুগন্ধি ছড়িয়ে পড়েছে চতুর্দিকে,
ভালোবাসা ভালোবাসা বসন্তের দান
ফাল্গুনে ফাগুন চায় সর্বলোকে ।
গাছে-গাছে ফুল-ফল, মৌ-এর গুঞ্জন
প্রজাপতি ডানা মেলে উড়ে যায় সর্বত্র ।
গাছে গাছে ভরে উঠেছে সবুজ পাতা
বসন্তের গুণাগুণে অমর ছাড়পত্র ।

তপময় চক্রবর্তী





বসন্ত আসবে বলে 
****************




কোনো-একদিন বসন্ত আসবে ব'লে
নিজেকে বিদ্ধ করেছ কফিনের ফালে,
আতরের গন্ধেমাখা  সুদূর  ঝাপসা পথে
কালো ঝরা পাতার খস খস শব্দে,
আর ওই দূরের বাতাসের হুইসেলে
গা ধুয়ে যায় শুদ্ধ শীতল পরশে,
চাওয়া পাওয়া সেরে লাল বিকেলে
শুকনো পাতার মতো শেষ হয় বনে,
বন্দী ছবি প্রতিচ্ছবির ফ্রেমের কোণে,
নীতিহীন মুখ ও রাঙে নানা রং -এ
আর কালো কোকিল ও রঙীন ডাকে ,
যে সৌন্দর্য জন্ম লয় -- -- কমলার ফুল বনে ; 
মানুষের মনে কোকিলের গান ব্যবহৃত হ'য়ে 
সে সুদূর তরঙ্গে নাড়িয়ে দেবে কৃত্রিমতাকে
পৌঁছে যাবে মাকড়সার রোজগার বোনা জালে,
যে অন্তে শুকনো পাতার মতো ঝরে নাকো বনে ।।

নুশরাত রুমু




এসেছে ঋতুরাজ
***************



সূর্যের ঝিকিমিকি
পাখিদের কলতান
হৃদয়ে খুশির দোলা
ফাগুন এসেছে আজ।
মৌবনে মৌমাছি
ফুলগুলো ফুটে আছে
কৃষ্ণচূড়ার ডালে
এ যে বাসন্তী সাজ।
দখিনা হাওয়া এলো
সুরে সুরে কাছে টানে
কাব্যের ছোঁয়া লাগে
রেখে দিই যত কাজ।
সুশোভিত এই ধরা
পুলকিত মাঠ-ঘাট
দু'হাত ছড়িয়ে বলি
এসেছে ঋতুরাজ।