মা বলে ডাকলে
***************
***************
মা বলে ডাকলে সোনালি ফসলে
ভরে ওঠে খামার বাড়ি ।
ঘোমটায় ঢাকা লাজুক গ্রাম
পড়ে নেয় পাতার শাড়ি ।
মা বলে ডাকলে উঠানে উঠানে
পড়ে যায় ছড়াঝাঁট ।
রূপশালি ধানে ভরে ওঠে
আদিগন্ত খোলা মাঠ ।
মা বলে ডাকলে দুর্গাদালানে
শুরু হয় সিঁদুর খেলা ।
কোজাগরী চাঁদ আল্পনা দেয়
মরসুমি ফুলের দোলা ।
মা বলে ডাকলে রমজানি চাঁদ
তুলসী মঞ্চের প্রদীপ ।
লক্ষ্মী দালানে ভোরের আজান
গোলাপি রঙের টিপ ।
মা বলে ডাকলে অ আ ক খ
নয়তো ধূমকেতু ।
অমর একুশ হাঁক দিয়ে যায়
বাংলা ভাষার সেতু ।
ভরে ওঠে খামার বাড়ি ।
ঘোমটায় ঢাকা লাজুক গ্রাম
পড়ে নেয় পাতার শাড়ি ।
মা বলে ডাকলে উঠানে উঠানে
পড়ে যায় ছড়াঝাঁট ।
রূপশালি ধানে ভরে ওঠে
আদিগন্ত খোলা মাঠ ।
মা বলে ডাকলে দুর্গাদালানে
শুরু হয় সিঁদুর খেলা ।
কোজাগরী চাঁদ আল্পনা দেয়
মরসুমি ফুলের দোলা ।
মা বলে ডাকলে রমজানি চাঁদ
তুলসী মঞ্চের প্রদীপ ।
লক্ষ্মী দালানে ভোরের আজান
গোলাপি রঙের টিপ ।
মা বলে ডাকলে অ আ ক খ
নয়তো ধূমকেতু ।
অমর একুশ হাঁক দিয়ে যায়
বাংলা ভাষার সেতু ।