নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

লায়লা ফাতেমা সুমী





একুশ
*****


একুশ তোমায় মনে পড়ে
শীতের মিষ্টি সকালে,
তোমায় খুব মনে পড়ে
গ্রীষ্মের দাবদাহ বিকালে।
তোমায় খুব মনে পড়ে
সাগরের বিকট গর্জনে,
তোমায় খুব মনে পড়ে
শিউলি ঝরা ভোরে।
তোমায় খুব মনে পড়ে
বর্ষার টিপ টিপ বর্ষনে,
তোমায় খুব মনে পড়ে
মাঠের ঐ সোনার ধানে।
তোমায় খুব মনে পড়ে
রাখালের কণ্ঠের গানে,
তোমায় খুব মনে পড়ে
প্রতিটি বাঙালীর প্রাণে।
তোমায় খুব মনে পড়ে
আমার প্রাণের মাঝে,
তোমায় খুব মনে পড়ে
আমার সকাল সাঁঝে।
তোমায় খুব মনে পড়ে
ফেব্রুয়ারি এলে,
তোমায় খুব মনে পড়ে
প্রভাত ফেরীর মিছিলে।

মৌসুমী ভৌমিক




একুশে ফেব্রুয়ারি
*****************



ফেব্রুয়ারির অমর একুশ
রক্তে ভেজা দিন
সহস্র প্রাণে উঠেছিল বেজে
মাতৃভাষার বীণ।
পলাশ শিমূলের রঙ মাখা
একুশের রাজপথ
লাল রক্ত মেখে কেঁদেছিল
বিষন্ন জনপদ।
চির স্মরণীয় সেই দিন
একুশে ফেব্রুয়ারি
স্বণাক্ষরে রয়েছে লেখা
'আমি কি ভুলিতে পারি'।
প্রাণের ভাষার মর্যাদা রক্ষায়
উঠেছিল প্রতিবাদ।
অকাতরে বিলিয়ে প্রাণ, বাঙালি করেছিল জয়নাদ।

মনি আহমেদ




এই আমার দেশ ,
***************




এই  আমার  দেশ  রক্তের ঘ্রাণে ,
তৈরী  বাংলা তোমাকে  পাবো  বলে ,
ভালোবাসার  অফুরন্ত  প্রমান  দিয়েছি ,
তোমার   সম্ভ্রম  লুটিয়ে  পড়ার  আগেই ,
বিন্দু  বিন্দু  রক্তে  নিজের  অধিকার প্রতিষ্ঠা করেছি ।

এই  যে  শহীদ  মিনার  মাথা  উঁচু  করে  দাঁড়িয়ে আছে ,
কেমন  একটা  শিহরণ   জাগে  বুকে ------
রফিক ,সালাম ,বড়কত ,এদের  বুকে নিয়ে মাথা
উচ্চু  করে  দাঁড়িয়ে  থাকা  এই  মিনার ,
বাঙ্গালীর  জাতীর  মহান  প্রতিক -----
লাল  সূর্য  মহান  বাঙ্গালীর   আত্মত্যগের প্রেরনা দেয় ।

একবার  মনে  স্কুল  জীবনে  ভাইয়ার  সাথে  শহীদ  মিনারে
প্রথম  যাই  ,আগের  আমরা  সব  ছেলে  মেয়েরা  লিফলেট ,
লিখি রাতে    কাল  ব্যজ  তৈঁরী  করি  সবাই  ,
সকাল  হতে  ভাইয়া  বা  ছাত্র  ইউনিয়ানের  কিছু, ছেলেমেয়ে,
আমাদের  লাইন  করে  আজিমপুর  হয়ে  শহীদ  মিনার ,
খালি  পায়ে  উঠি   ভাইয়া  তখন  শ্লোগান  দিচ্ছিল ।
অসুস্থ  ছিল  এই   শহীদ  মিনারের  পিছনে লুকিয়ে ,
আছে  কত  ত্যাগ  বিরহ  বেদনা ------------

পাশাপাশি  বাংলার  গৌরব গাথা  ,
নিপীরিত  নির্যাতিত  বাঙালি  জাতী  অধিকার বঞ্চিত হয়ে ,
জেগে  উঠেছিল  প্রতিবাদি   সত্ত্বায় -----------।
নিজ  গৃহে  পরবাসি  হয়ে  প্রতিবাদ  প্রতিরোধ করে ,
মৃত্যুর  পথে  এগিয়ে  যাওয়া ----------
ভালবাসায়  জয়  চিরন্তন  ,তাই  চিৎকার  করে ,
বলতে  চাই   মা  তোমায়  ভালোবাসি  জন্ম  জন্মান্তরে।

শান্তনু দে





ভাষা দিবস
*********



যে ভাষাতে শিশুকালে
শুয়ে আমি মায়ের কোলে
বলেছিলাম মা ।
সেইতো আমার মাতৃভাষা
আমার বাংলা ভাষা ।।

যে ভাষাতে বাউল গান
ভরিয়ে দেয় মন প্রাণ
ভরায় সকল গাঁ ।
সেইতো আমার মাতৃভাষা
আমার বাংলা ভাষা ।।

যে ভাষাতে শিশু ডাকে
নিবিড় করে জড়িয়ে থেকে
আদর করে মা ।
সেইতো আমার মাতৃভাষা
আমার বাংলা ভাষা ।।

যে ভাষার আন্দোলনে
জোয়ার এনেছিল প্রাণে
আজও ভুলি না ।
সেইতো আমার মাতৃভাষা
আমার বাংলা ভাষা ।।


যে ভাষার আন্দোলন
একুশে ফেব্রুয়ারীর ক্ষণ
হয় না তুলনা ।
সেইতো আমার মাতৃভাষা
আমার বাংলা ভাষা ।।

রশিদ মোহাম্মদ জিয়া



আমার একুশ
***********



মায়ের শাসন
প্রেমিকার আহ্বান সে তো বাংলায়।
প্রতিবাদের ভাষা
প্রয়োজনে পাশে থাকা সেও বাংলায়।
বাংলা আমার অস্তিত্বে
বাংলা আমার চেতনাতে
বাংলা আমার মূল্যবোধে
বাংলা সর্বাবস্থাতে।

নবীন মণ্ডল






প্রার্থণা
********





       
আমি  জীবন খেয়ার দাঁড়ি হয়ে
               রয়েছি এই ভবে
        তোমার চালানো তরী বেয়ে
             তোমায় স্মরি এবে।।
      পারের নৌকো যেথায় যাবে
      দাঁড়ির কর্ম সেটাই চাবে
      আমার মাঝি তুমি হয়ে
                  ধন্য আমি সবে।।
       বাইব খেয়া তোমার দানে
       তোমার বাণে জীবন মানে
       চারণ বিশ্বে সুখে দুখে
                    তোমার ইচ্ছা যবে।।
      ক্ষণিক বুকে তোমায় পেয়ে
      কাটাই আমি,বেদন দিয়ে--
       ভুলেই থাকি,অশ্রু বিনে
                  তোমায় কেবা পাবে!!
      আমার মাল্লা হয়েই থেকো
      তোমার পাল্লা সদাই দেবো
      তোমার সঙ্গ প্রার্থণা যে
                  তুমিই মোরে দেবে।।