নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

✍️সম্পাদকীয় ...



প্রতিটা ফুলের যেমন নিজস্ব গন্ধ আছে। ঠিক তেমনি প্রতেক মানুষের অন্তরে একটা ভাষা থাকে। হৃদয়ের দেওয়ালে লিখে দেওয়া নাম, পরিচিত মানুষের চেনা আঙুল, অথবা তার সমস্ত অনুভুতি আপন করে নেয় ভালোবাসা।
বহুদিন অন্ধকারে থাকা মানুষ যখন আলোর সামনে এসে দাঁড়ায় তখন তার দু'চোখে নেমে আসে হাজার আলোর স্বপ্ন। যে স্বপ্ন দিয়ে একটি জীবন তৈরি হয়।
নিজের স্রোতে বয়ে যাওয়া নদী, তার দু'কুলে অবস্থিত কত গ্রাম, শহর ও সভ্যতা কে শুনিয়ে যায় তার প্রেম তার ভালোবাসার পবিত্র ভাষা। আর সেই নদীর ভাষা'ই এবার প্রেমের কবিতা।
বসন্তের এই শুভক্ষণে। প্রবাহমান নাদীর উপর শুয়ে থাকা রোদ্দুর আর ভালোবাসার শঙ্খধ্বনি শুনাতে এবারে আমাদের পথচলা।


তাই প্রীতিবারের মতোই এবারও একগুচ্ছ লেখা নিয়ে হাজির নিকোটিনের "তোমার আমার কথা"র "প্রেম সংখ্যা"


সকল লেখক/লেখিকা, কবি মোহদয়কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও ধন্যবাদ । এভাবেই নিকোটিনের পাশে থাকবেন আশা করি । তাই এই "প্রেম সংখ্যায়" প্রেমেতে থাকবেন সবাই এই আশা রাখি।

                        ধন্যবাদান্তে ,
                                 বিকি দাস
          শুভেচ্ছান্তে :- নিকোটিন ও নিকোটিন পরিবার 

বৈশাখী চ্যাটার্জী





প্রেম 
*****



ফেসবুকের পাতায় শুধু ছবি দেখি তোমার
জানি আরও অনেক দূরে থাকো তুমি।

তোমার কবিতার মধ্যে বারবার তোমাকে ছুঁতে চাই ।
তোমার ছেঁড়া খাতার সব শব্দ গুলো দেখতে মন চায় বড্ড  ।
সেখানে কি আমার মত সামান্যার জন্য  আছে কোন আঁকিবুকি কাটা দাগ ?
তুমি দেখেছো কবি একবারো তাকে ,
অন্তরালে বসে তোমার কবিতার পাতা উল্টিয়ে চলে যে মেয়েটি  ।
সে তোমাকে ভালোবাসে ।

অামি জানি তুমি জানো এই গোপন অনুরাগেের কথা ।
হয়তো মনে মনে মানোও ।

তোমার ঠোঁটের কোণের মুচকি একটু হাসি আমাকে বলে দেয় -
এ প্রেম স্বীকার করার কোন দায় নেই তোমার ।
তবু যদি একবার দায় চাই -
একটু অনুভবে যদি একটা কবিতা চাই -
আমার জন্য --!
যদি লেখ তুমি --!
অসামান্য হতে পারি তবে ।

শুধু একবার ছুঁয়ে যাও কবি ।
শুধু একবার তোমার কবিতার ছেঁড়া খাতায় আমার নামখানা একটু যত্ন করে লেখো ।
মনে নয় শুধু কলমের কালিতেই আমার জন্য একটু ভালোবাসা রেখো ॥

               
                  

জ্যোতির্ময় মুখার্জি





আঁশটে গৃহকোণ 
************



তুম্ খুবসুরৎ হো, ইয়া না হো
আমার আঁশবটি চাই
.
চমকে উঠো না
.
রক্ত আর কিছু নিরীহ হত‍্যা পেরিয়েই
বেঁচে থাকুক আমাদের আঁশটে গৃহকোণ

মৌসুমী ভৌমিক




লাফিং ক্লাব 
*********




জানিস তো
কেউ আজকাল হাসতে চায় না।
কাল যে মেয়েটি কথায় কথায়
খিলখিল করে হেসে উঠতো-
জীবনের যাঁতাকলে পড়ে আজ
সে হাসতে ভুলে গেছে।
হ্যাঁ, কথায় কথায় কান্নাটা ঠিক চলে আসে।

জানিস তো, কিছু কিছু কথারা শুধুই কথা।
যেমন ধর - ছেলেদের নাকি চোখে জল আসতে নেই।
অথচ দেখ - ছেলেগুলোকেও হাসতেই দেখি না।
ছুটছে তো ছুটছেই
পিষছে তো পিষছেই।
দিনান্তে জামার কলারে দীর্ঘশ্বাস মুছে গোপনে
জলটাও মুছে রাখে।

জানিস তো
সবাই এখন অভিনয়টা ভাল শিখে গেছে।
প্রতিটা বাড়ি - যেন এক একটি রঙ্গমঞ্চ।
আজ আর রিহার্সালের প্রয়োজন পড়ে না।
হ্যাঁ, হাসির জন্য শুধু রিহার্সাল দরকার।
তাই আজ পাড়ায় পাড়ায় লাফিং ক্লাব।

রূপা রায়




শীত নামুক
*********




বেশ শীত নেমেছে তোমার শরীর  জুড়ে
বেশ তো আরো একটু শীত না হয় জড়িয়ে ধরুক তোমার ফাটা ঠোঁট দুটিতে।
পিঠের শিড়দাঁড়ার ভিতর  কেঁপে উঠুক না হয় আর ও একটু জোরে।
 বেশ শীত নেমেছে তোমার বুকের উপর;
নামুক না হয় আর একটু বেগে
প্রশস্ত ওই বুকের উপত্যকা ডুবে যাক বরফে।
তুমি ভাবছো হয়তো আমি ভুল বকছি,
 তবু আমি চাইবো তোমার চোখে উঠুক তুষার ঝড়,
সেই তুষারে চাপা পড়ুক  আমার চোখ ,মুখ, হাত, পা
হিম হয়ে যাক উষ্ণতা, তবু ঠোঁট চেপে থাক ঠোঁটে,
 হাত ধরে থাক হাত , মুখ গুঁজে থাক বরফের উপত্যকায়,
তবু আমি চাইবো শীত নামুক তোমার শরীর বেয়ে
 আরো বেশী শীত  ঝরুক তোমার কপাল চুঁইয়ে শক্ত দুটি  কপোলের পরে,
আরো একটু শীত নামুক...


জয়তী দাস




এখনো অপেক্ষা
*************




  আমার তো প্রতীক্ষা ছিলো --
  আসতে আসতে, সকল দরজা জাগিয়ে এসেছি
  অন্ধকারের পাতায় লিখেছি আগামী আলোর নাম,
  অসুস্থ-মৃত, শরীরী-অশরীরীদের দিয়েছি কথা --
  সেই জীবনদায়ী ছোঁয়া,যা তোমার কাছে ওদের পাওয়ার !

  আমি তো দিয়েছি কথা --
  প্রতিটা ফুলের একটা বিশুদ্ধ আকাশ দেবো,
  নুড়ি-পাথর থেকে বাছা হবে না শালগ্রাম শিলা
  শালগ্রাম শিলায় জন্ম নেবে অবহেলিত নুড়ি-পাথর-

  তাদের চাঁদ জোৎস্না একাদশী সবটুকু দেবো করেছি অঙ্গীকার !
  রক্ত লবণ মাটির রোদকণায় ওদের প্রাপ্তি টুকু--
 মেরুদন্ড সোজা করে লিখবে নিজের নাম -
 বলো, আর কতক্ষণ অপেক্ষায় রাখবে !! তোমার দরজায়  --