নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

জয়দীপ চৌধুরী





আমিও পারি

***********


তুমি জানো,, ইচ্ছে হলেই শুষে নিতে পারি উষ্ণতা!!
কুয়াশা ধুয়ে একমুঠো রোদ হতে পারি!
সোহাগী ওম তখন শরীর জুড়ে,,,
পোষের ওষে মুঠো আকাশে তোলপাড় ঝড়,,, হঠাৎ কালবৈশাখী
অসময়ের বোশেখে সব ঋতু মিলেমিশে একাকার,,,
কস্তুরী আঘ্রাণে সুখের স্পর্শ,,,

বিশ্বজিৎ ভৌমিক





"হৃদয়ের সুর"
*************


বিরহের আঁচল জড়ানো গায়ে আজো তোমার জন্য শিহরণ জাগে---
ভেজা ভেজা হলুদ বিকেলে , হৃদয়ের শূন্যতায়, নীবিড় উচ্ছ্বাসে ।
ভালবাসা বলতে এখানো তোমাকেই বুঝি, 
প্রেমের সুখ আজো তোমাতেই খুঁজি । 

নতুন পৃথিবী গড়ার জন্য এক যুগ ধরে প্রতিক্ষায় আছি ।
ঝরে যাওয়া বকুল ফুল একটি একটি করে তুলে রেখেছি ,
তুমি মালা গাঁথবে বলে।
শূন্য বিকেলে, নদীর ঘাটে, সবুজ প্রান্তরে, অথবা নির্ঘুম রাতের জোৎস্না আলোতে,
তোমাকেই খুঁজি যথারীতি।

বিরহের মাঝে তোমাকে খুঁজে পাই, জীবনের শেষ বেলাতেও পাবে অফুরন্ত ভালবাসার স্বীকৃতি ।

হে মায়াবী পৃথিবী যদি পারো ফিরিয়ে দাও আমার স্বপ্ন সুখের আশা, 
আমার হৃদয়ের শান্তি,
আমার প্রেম,
আমার ভালোবাসা ।।

ইভা আলমাস





ওগো ভালোবাসা 
****************




তোমার দৃষ্টি উপদ্রুত ম্রিয়মাণ সন্ধ্যায়
হৃদয়ের ধারাপাতে হঠাৎ করেই
সেই মুখ দেখবো বলে
কালান্তর আয়নার কাছে যাই।
জানিনা কেন আজ
স্মৃতির ফানুস এর উপস্থিতি
জলজ হৃদয় গহীনে ।
আশ্চর্য এক তুলির আঁচড়ে
এঁকে যাই তোমার মুখচ্ছবি
যেন এ পথেই আমার সব সুখ ,
অস্তিত্ব মিশে গেছে  তোমার ভালবাসার নীল সরোবরে... 
সত্যিই দারুণ প্রেমিক তুমি !
ঠোঁট ছুঁয়ে চোখ ছুঁয়ে ভালোলাগাকে বশ করেছো ঠিক
তাই বলে মন 
তাও বশ করে নিলে !
পাথর মাটিতে বুনে দিলে 
সুখাপ্লুত স্বপ্নের বীজ ! 
তাইতো ...
এতো ভালবাসি তোমায় 
বারবার কাঁদালেও প্রেম কমে যায়না কখনওই  ;
তোমার কষ্টে ঝরা জল গুলো
সবুজ সার হয়ে 
মিশে যায় তোমার ভালবাসার 
গাছটিতে,
পত্র - পল্লবে সুশোভিত হয় 
আবার আমাদের প্রেমজ 
শাখা-প্রশাখা. ....

স্বস্তিকা সাহা






প্রতিক্ষা
*******


প্রতিক্ষায় রহি
হৃদয় দ্বীপ জ্বালি
তোমার পথ পানে চাহি
সদা মোর শয়ন স্বপনে।
আমি প্রতিক্ষায় রয়েছি আজো অমল
বিমল আনন্দ শোকানলে মোর
অস্তিত্ব সনে।
হৃদয় কুঞ্জ তলে অহোরাত্র রহি প্রনিপাতি
তোমার মূর্ত মূর্তি খানি
আমার হৃদয় আনি প্রতি।
প্রতিক্ষা প্রহর এখনো গুনি
সেই বানি তোমার সরি।
প্রিয়ে রহে
বসি প্রতিক্ষার
প্রগাড় বেদন সহি
যাবে যদি এসো তবে
যায় দ্বীপান্তরে,
দূর্র ঐ সাগার সুনীল তটে
যেথায় নভনীল
গানচিল একাকার প্রেমে
যুগলে যুগল।
রচিব সেথা কুঞ্জ
বিজন বনে
মোরা দু জনে
নিবিড় প্রেমে।প্রিয় তব লাগি।

মো: আল-আমীন হোসাইন (রিমন)






হারানো রাজকুমারী
******************


এক ছিলো এক রাজকুমারী
পুকুর ঘাটে আসতো,
পানির সাথে করতো খেলা
মিষ্টি মুখে হাসতো।
হঠাৎ একদিন আমি বালক
ছিলাম পুকুরপাড়ে,
মুক্তা ঝড়া মিষ্টি হাসি
মনটা আমার কাড়ে।
কি যে করি তখন আমি
ভাবছি বসে একা,
হঠাৎ যে ভাই চেয়ে দেখি
যায় না তারে দেখা।
পাগল হয়ে ছুটতে থাকি
চোখটা আমার বুজে,
এদিক সেদিক কত দেখলাম
পাইনি তারে খুঁজে।

শুভদীপ সেন




 নেভা কলমের রোদ 

 ********************



 স্বস্তিকা তুই
 দুগ্গাঠাকুরের বিজয় নবমী, রবিঠাকুরের গান। 
 কুহেলী তুই
 আতসবাজী নখের ভিতর শাপমোচনের বোধন আঁকা নির্ভয়া রোদ, হরিণী চাদরের উত্তালে রাখা- 
 শ্রাবস্তী তুই
 যবন খেয়াঘাটে আহত পাজামা'র ভৈরবী ক্ষত,উলঙ্গ বেতার বার্তা-
 মোহনা তুই যক্ষ্মা বাজারে নিয়মিত দরদাম,
 ঠিকানা-লিখিত মেহেদী-কাফন বিজিত শিথিল। 
 সুপ্রিয়া তুই
 সনাতণ চাঁদে খয়েরী  বনবাসী। 
 হেমলতা তুই
 কুয়াশা পাথরে বন্যদুপুরে দামাল পিপাসার মলিন আতর। 
 অবন্তী তুই
 শ্রমিক ছাতার ঘামে ঝড় তোলা ক্ষুধার্ত মেঘের পরাধীন খুশী। 
 শোভনা তুই 
 কাঁটাবেড়ার ঝিঁ ঝিঁ সীমান্তে পদাতিকসেনার মুমূর্ষু ঝিলিক। 
 জাহানারা তুই
ছাতিম সুবাসে তরুণ বিপ্লবীর নিশান অধরে
 টগবগে ঠোঁটের মুক্তকেশী তরতাজা ভাষন। 
 মল্লিকা তুই
 দোয়াত শরীর আর শ্রাবণ ঝড়েতে মেঠো তর্পন। 
 রোকেয়া তুই
 মেলার পুতুলে শৈশব মন,নাগরদোলার মত্ত ধূলিকণা। 
 তিয়াসা তুই
 চিল উড়ে যাওয়া দূর ঝিলমের বুক 
 পৌষালী তুই আব্বাজানের জীবন বন্দী জারজ নমাজ দাফন কফিন। 
 ভ্রমণা তুই
 বিছানা আগলানো কুমারী গাঁয়ের নীলাভ সায়ার দহন। 
 সুমিতা তুই
 ভাইয়ের হাঁটুতে ধর্মান্ধ খাতায় জলছবি রঙ। 
 শীর্ষা তুই শত্রুর পায়ে জলের মতন ঘুমঘুমে এক তেরঙ্গা বাতাস। 
 অতসী তুই 
 ছোটবৌদির চিবুক জোয়ারে উথালপাতাল তিল, 
 বোধনে বোধনে জংলী উদ্দাম। 
 সাগরিকা তুই 
 নালিশ দেহের বেদুইন স্বর, 
 ঝর্ণার অমন তুলতুলে কোলে
 জোছনার ভেলা। 
 সমাপ্তি তুই
 রাজকাহিনী, যুগলমিলন , 
 বেহায়া কলমের সমকামী শব মাথা, 
 পরজন্মে তোরাই প্রেমিকা,তোরাই আমার মাতা!