নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মো: আল-আমীন হোসাইন (রিমন)






হারানো রাজকুমারী
******************


এক ছিলো এক রাজকুমারী
পুকুর ঘাটে আসতো,
পানির সাথে করতো খেলা
মিষ্টি মুখে হাসতো।
হঠাৎ একদিন আমি বালক
ছিলাম পুকুরপাড়ে,
মুক্তা ঝড়া মিষ্টি হাসি
মনটা আমার কাড়ে।
কি যে করি তখন আমি
ভাবছি বসে একা,
হঠাৎ যে ভাই চেয়ে দেখি
যায় না তারে দেখা।
পাগল হয়ে ছুটতে থাকি
চোখটা আমার বুজে,
এদিক সেদিক কত দেখলাম
পাইনি তারে খুঁজে।

শুভদীপ সেন




 নেভা কলমের রোদ 

 ********************



 স্বস্তিকা তুই
 দুগ্গাঠাকুরের বিজয় নবমী, রবিঠাকুরের গান। 
 কুহেলী তুই
 আতসবাজী নখের ভিতর শাপমোচনের বোধন আঁকা নির্ভয়া রোদ, হরিণী চাদরের উত্তালে রাখা- 
 শ্রাবস্তী তুই
 যবন খেয়াঘাটে আহত পাজামা'র ভৈরবী ক্ষত,উলঙ্গ বেতার বার্তা-
 মোহনা তুই যক্ষ্মা বাজারে নিয়মিত দরদাম,
 ঠিকানা-লিখিত মেহেদী-কাফন বিজিত শিথিল। 
 সুপ্রিয়া তুই
 সনাতণ চাঁদে খয়েরী  বনবাসী। 
 হেমলতা তুই
 কুয়াশা পাথরে বন্যদুপুরে দামাল পিপাসার মলিন আতর। 
 অবন্তী তুই
 শ্রমিক ছাতার ঘামে ঝড় তোলা ক্ষুধার্ত মেঘের পরাধীন খুশী। 
 শোভনা তুই 
 কাঁটাবেড়ার ঝিঁ ঝিঁ সীমান্তে পদাতিকসেনার মুমূর্ষু ঝিলিক। 
 জাহানারা তুই
ছাতিম সুবাসে তরুণ বিপ্লবীর নিশান অধরে
 টগবগে ঠোঁটের মুক্তকেশী তরতাজা ভাষন। 
 মল্লিকা তুই
 দোয়াত শরীর আর শ্রাবণ ঝড়েতে মেঠো তর্পন। 
 রোকেয়া তুই
 মেলার পুতুলে শৈশব মন,নাগরদোলার মত্ত ধূলিকণা। 
 তিয়াসা তুই
 চিল উড়ে যাওয়া দূর ঝিলমের বুক 
 পৌষালী তুই আব্বাজানের জীবন বন্দী জারজ নমাজ দাফন কফিন। 
 ভ্রমণা তুই
 বিছানা আগলানো কুমারী গাঁয়ের নীলাভ সায়ার দহন। 
 সুমিতা তুই
 ভাইয়ের হাঁটুতে ধর্মান্ধ খাতায় জলছবি রঙ। 
 শীর্ষা তুই শত্রুর পায়ে জলের মতন ঘুমঘুমে এক তেরঙ্গা বাতাস। 
 অতসী তুই 
 ছোটবৌদির চিবুক জোয়ারে উথালপাতাল তিল, 
 বোধনে বোধনে জংলী উদ্দাম। 
 সাগরিকা তুই 
 নালিশ দেহের বেদুইন স্বর, 
 ঝর্ণার অমন তুলতুলে কোলে
 জোছনার ভেলা। 
 সমাপ্তি তুই
 রাজকাহিনী, যুগলমিলন , 
 বেহায়া কলমের সমকামী শব মাথা, 
 পরজন্মে তোরাই প্রেমিকা,তোরাই আমার মাতা!

অনন্য বন্দ্যোপাধ্যায়

একটি চিরন্তন কবিতা 

 *******************

প্রেম এক অমল অনুভূতি, ভালোবাসা ও ---
শিকড় যেমন দৃঢ় -প্রাণে ধরে রাখে গাছকে 
তেমনই পল্লবিত হয় জীবন ক্রমশ..... 

প্রেমহীনতা অজস্র মৃত্যুর সারি 
জীর্ণ পাতাটির মতো ঝরে পড়ে অসহায় 
কে আর তাকে আলো দেয়, 
স্নেহের হাতে জল দেয় আবার তখন ?

ভালোবাসা মরে গেলে জীবন আবহমান 
মৃত্যুর জামা পরে, শরীর জুড়ে মৃত্যুস্রোত
বয়ে যায়, অবিরত ।
কেউ কি তখন তাকে দুচোখে দ্যাখে ?

অসীম মালিক


রমা ,তুই হাত ধরলে 

*****************
                    

রমা ,তুই হাত ধরলে ,
আমি বিক্ষোভ মিছিলে ফোটা গোলাপ । 
চুম্বন ফাটা ধূসর বিকেলে ,
তোর সাথে জমে যায় আমার আলাপ । 

রমা ,তুই হাত ধরলে ,
১৪৪ ধারা আমার চোখে ফতুর হয় । 
ভোর ছুঁয়ে যায় বন্দুকের টিয়ার ,
কার্তুজ নয় ,আমাকে তাড়া করে তোকে হারানোর ভয় । 

রমা ,তুই হাত ধরলে ,
আমি হায়নার চোখে উদিত চাঁদ । 
সুইসাইড নোটে পলাশ হয়ে ফুটতে পারি ,
জোছনায় ঢেকে দিতে পারি খাদ । 

রমা ,তুই হাত ধরলে ,
আমি মোমবাতি মিছিলের হারানো চোখ । 
অনশন মঞ্চের আহত পাখি ,
আমার নয় ,তোর ডানার জয় হোক । 

রমা ,তুই হাত ধরলে ,
আমি বীজপত্রে তুলে রাখি সম্ভাবনা । 
তুই আমার আকাশের মেঘ হলে ,
আমি তোর মাটির আয়না । 

অর্ণব গরাই

কিছু কথা 

**********

বেশ কিছু কথা এখনও বলা বাকি,
জমে থাকা কথা গুমোট অন্ধকার ।
দুজনে দুজনের দিকে চেয়ে থাকি ।

অস্তমিত আকাশে আলো আঁধার,
নির্বাক দুজনে একাকী দাঁড়িয়ে ।
শেষ খেয়া বৈতরণী পারাবার ।

শেষ যেদিন গেছিলো হাত ছাড়িয়ে,
লজ্জা মাখা ছিলো চোখ কুহকিনী ।
আজ যদি দেয় হাতখানা বাড়িয়ে ,

ধরবো কি ধরবোনা এখনো ভাবিনি।
যদিও তারই জন্য আছি অনন্ত অপেক্ষায় ,
এতদিন পরে তাকে সত্যি কি চিনি?

সময়ের বৈতরণী ধীরে বয়ে যায়.....







ভ্যালেন্টাইন

*************

যে মেয়েটা রোজ সকালে কলেজে যেত ব্যাগ ঝুলিয়ে,
তাকে প্রথম গোলাপটা দিয়ে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি।
যে মেয়েটা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকত রোজ সকালে,
তাকেও একটা লাল গোলাপ দিয়ে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি।
প্রত্যাখ্যান করেছিলো দুজনেই, ভালোবাসার বেলুন চুপসে দিয়ে।
প্রতিটি ভ্যালেন্টাইনে খুঁজে বেড়াতাম আমার ভালোবাসাকে।
অথচ যে মেয়েটা রোজ রাতে বালিশে মুখ গুঁজে কাঁদত,
সেই মেয়েটা আমাকে একটা গোলাপ দিয়ে বলেছিলো আমি তোমাকে ভালোবাসি।
যে মেয়েটা আমার অবজ্ঞা উপেক্ষা করেও আমাকে বলতো ভালোবাসি,
যে মেয়েটার শরীর রোজরাতে ধর্ষন হতো আমার বিছানায়
যার সবটুকু রক্তবিন্দু দিয়ে ভরিয়ে তুলেছিলো আমার সংসার,
সেই মেয়েটাকে আমি  গোলাপ দিয়ে বলতে পারিনি আমিও তোমাকে ভালোবাসি।

টুম্পা মিত্র সরকার




অভিবাদন 

**********



মন বারান্দায় রোদ খেলে যায়
বৃষ্টি রিনিঝিনি,
তুমি এসে দাও সাজিয়ে 
ভাঙা হৃদয় খানি ৷
ফুল ফোটে এই মন বাগিচায়
তোমার পরশে,
হৃদাকাশে স্বপ্ন ভাসে
পূর্ণিমা চাঁদ হাসে ৷
এমন কত দিন কেটেছে 
রাত কেটেছে গুণে,
মন পাপিয়া নিরব হতো
তোমার কথা শুনে ৷
এলেই যখন ঢুকতে পারো
মন দিয়েছি খুলে,
অন্ধকার এই হৃদয়খানির
পর্দা দিলাম তুলে ৷৷