বাস্তব
শহর থেকে শহর দূরে চলে
কর্কশতা কারখানার ওই কলে।।
গাছের সাথে গাছের বনরাশি
কাঙাল ছেলের খিদের পেটে হাসি।
জলের সাথে জলের কত চলা
গরীব কত মাঝির কথা বলা।।
দূরের থেকে দূর বেরে যায় শুধু
নেইকো কারণ নেইকো কোনো হেতু।
চলার পথে ব্যস্ত শুধু থাকে
দিন শুরু হয় এক চামচে মধু।।
কি হবে আর কৃত্রিমতার জালে?
শুধুই মানা নিয়ম-কানুন যত।।
আমার মাঝে আমিই তো নেই আর
বাড়ছে শুধু বাস্তবতার ক্ষত।।