নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

আরিফুল ইসলাম সাহাজি




Related image
শেষ রাত 







ঘুমহীন রাত একটা অন্ধকার নদী
আড়াআড়ি স্বপ্নের বুকে দাগ কাটি 
একটা 
দুটো 
হাজারটা স্বপ্ন .....

স্বপ্নরা এসে ভিড় করে 
একটা 
দুটো 
হাজারটা রাত ....

শেষ রাত ,কয়েদি নং
এক 
দুই 
তিন 
ফাঁসির মঞ্চ প্রস্তত ....

ঘুম আসবে এবার ,
এক 
দুই 
হাজার রাতের অনিদ্রার ....

জয়দীপ রায়






সিগার 





সিগার ধরানো  নেশাতুর ধোয়াটিন
পুড়ছে হার্টসেপ  ভ্যালেন্টাইন প্রতিদিন
ফিল্টারে কালো  ঠোঁট ব্লু টুথ দাঁত
চুমু খেতে সিটকায় অমাবস্যার বাত
মরিচার সংকেত   কিরীটীর বুক
কর্কটের পিছু হাঁটা  লাইফের হুক 

সৌম্যকান্তি চক্রবর্তী







একা তালগাছ 




ধূসর ক্যানভাসে ধোঁয়ার গোলমাল
জীবন কোলাজে অতৃপ্তির চোঁয়া ঢেকুর ,
সাদা কালো কেরিয়ার উল্টো পথে নেগেটিভ,
ধুলোমাখা রোদ্দুর ঘুড়ি ওড়ায় ...
ডানাওয়ালা মুরগী মেঘ ছুঁয়ে ফেলল বলে ,
দিগন্তপুরের তেপান্তরের মাঠে একা তালগাছ 
সিরিয়াল প্রেমিকরা ওৎ পেতে আছে ,
শরীর সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে আত্মা হয় ।
কণ্ডোমে আত্মা ঢুকে কবিতে পরিণত হয় ।

সন্দীপ ভট্টাচার্য্য








 বাঁচার অভ্যেস
                             






নিয়ন আলোতে ধোয়া জনহীন রাজপথ ,
কালো সরীসৃপের বিষ জড়িয়ে।
সুতো কাটা ঘুড়ি,দূর আরো দূর,
তোর ঠোঁট ছোঁয়া হাওয়াদের সীমা ছাড়িয়ে।
রুদালি মেঘ কাঁদে নিরন্তর,
জমে ওঠে বাষ্প চশমার কাঁচে।
আপোষহীন খালি পা, জানেনা থেমে থাকা,
বাঁচার অভ্যেস বড়ো ছোঁয়াচে।

তাপসকিরণ রায়

                            Image result for jolpori

মৎস্য কন্যা




তুমি খেয়ে রে ভাল আছ,
সুখে থাকতে থাকতে সময় কাটে না তোমার
ভাবো, এই কি জীবন ? শুধু খাওয়া পরা ?
সময় বাতাসের মাঝে দিন গড়িয়ে যাচ্ছে
কখনও মনে হয়, আমি বেঁচে আছি তো ?
নড়েচড়ে দেখি, হ্যাঁ, কিছু দুঃখ তো নেই ?
তা কি করে হয়,
শ্রাবণ দিনের বিয়োগ ব্যথার কথা সে তো ভুলবার নয়
এসো তার কথা ভাবি, পথ হারা  শিশুটার কথা,
তার ভিক্ষা পেটারার কথা ভাবি।  

তারপর একদিন তুমি ঝাঁপ দিলে জলে
কাপড় শূন্য হল তলদেশ
নাসা রন্ধ্রে ঢুকে গেলো এক মৎস্য কন্যার কথা ঘ্রাণ।
একাধারে তোমার রসনা দেহ উথলে উঠলো।
--কি করে পাবে তাকে ?
বুকের দড়ি ফাঁস খুলে তুমি জাল পাকালে
ঘূর্ণন সৃষ্টি করে ডেকে নিলে সেই কন্যাকে
আপাত সে মাছের আঁশ ছেড়ে গেলো,
তুমি জলের ধারে বসে চমৎকারী খেলা খেলছো !

তাও কিছু যেন ভাল লাগছে না --
তাকে একদিন ব্যঞ্জনায় পেয়ে যাবার ঢেক তুললে  
ভারী পেটে হজমি গুলি খেয়ে
শেষে আপাত পালক-শয্যা গ্রহণ করলে।  

অসীম মালিক



                     





কাঠের ফুল





সোনাঝুরি গাছের খাটে ঘুমিয়ে সমাজ l 
আশার আলো নিয়ে জেগে ,
কাঠমিস্ত্রির করাত ,ছেনি ,রাঁধা ,হাতুড়ি ...
আর রংমিস্ত্রির তুলি l 

কাঠগোলায় বসন্ত আসেনি ,
শাল ও মেহগিনি গাছের গুঁড়িতে গুঁড়িতে লেগে আছে 
কোকিল পাখির পায়ের ছাপ l 

করাত কলের বাতাসে উড়ছে ,
মিহি মিহি কাঠের গুঁড়ো l 
গোলায় ফুটেছে করাত ফুল ...

পলাশ ফুলের কবিতা কণ্ঠে নিয়ে উড়ে যাচ্ছে 
কতশত রঙিন প্রজাপতি l 
কিন্তু তারাও খাটের পায়ায় শিকড় ছড়াতে পারেনি ,
তাই ঘরময় ফুটেছে কাঠের ফুল l 

জানালাটা খুলে দাও ,
ভেসে আসুক সোনাঝুরি গাছের অক্সিজেন l