নিঃশব্দে
*******
কাত হয়ে পড়ে আছি বালিয়াড়ির বুকে
নগ্ন পদে হাঁটছি উত্তর-দক্ষিন দিকহারিয়ে।
হিমছড়ির ঝর্ণা দেখি ঝর ঝর ঝরছে অবিরত
আমার ইচ্ছেগুলি দীর্ঘশ্বাস হয়ে
উড়ছে
হাওয়ায়
হাওয়ায়।
নিথর চোখ,বোবামুখ, নগ্নদেহ
কাত হয়ে পড়ে আছে
কতোদিন,কতোবছর
কেউ জানেনা, কেউ বুঝেনা।
তুমিও বুঝনি কোনোদিন কোনো কিচ্ছু, তবে
জানিনা এখন ফিরবে কবে
যাযাবর মন নগ্ন পদচিহ্ন আঁকছে
সমুদ্রতীরে অজান্তে নিঃশব্দে....।
মৃত্যুকূপ
*******
মৃত্যুকূপে হাঁটছি চল্লিশ বছর হয়ে গেলো
মাঝে মাঝে অজান্তে দৌঁড়াচ্ছি
কতো আর এভাবে পথচলা।
চোখের পাতা বন্ধ করলেই পাহাড় দেখি,
ঝর্ণা দেখি, সমুদ্র দেখি, বালুচর দেখি
রুদ্রোজ্জল দিন দেখি,জোসনাময় রাত্রি দেখি
ভালোবাসার মানুষ দেখি,
ভালো একটা বাসা দেখি,
চোখের পাতা খুললেই সামনে মৃত্যুকূপ।