নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

চন্দ্রানী পাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চন্দ্রানী পাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

এটুকুই তো পারি : চন্দ্রানী পাল


ছেলেমানুষী রয়েই গেল মনে....
ধূপের মত পুড়তে পুড়তে বাঁচি
আর ফুলের মত খিলখিলিয়ে হাসি...
মা বলে..তুই কবে বড় হবি আর!!!

আমি তো....
সব বাধা-বিপত্তি কে ফুঁ দিয়ে উড়িয়ে
দিই,আকাশ পথে...
সমস্ত প্রতিকূলতাকে অগ্রাহ্য করা রোজ নামচা
আমার....
একলা কষ্টের দুপুর গুলোকে পার করি
নিঃশব্দে ,চুপিচুপি...
দুঃখের হিম শীতল রাত গুলোকে স্বপ্নের
আলো মাখিয়ে ঘুম পাড়াই...
দুচোখ কারণে অকারণে ভিজে গেলে
সোনালী রোদ্দুরে শুকিয়ে নিই....
সন্ধ্যা প্রদীপ দিতে দিতে বুকের ক্ষত গুলোতে
ভালোবাসার প্রলেপ দিই....
কষ্ট গুলোকে অতি যত্নে মন কুঠুরীর ঘরে
জোর করে বন্দী করে রাখি..
আনন্দ গুলোকে ছড়িয়ে দিই পথেপ্রান্তরে
রামধনুর সাত রঙের মিশেল দিয়ে...

জীবন তো সদ্য ফোটা ফুলের মত...
কখন ঝরে পড়বে শ্লথ বৃন্ত থেকে....
অগোচরে,গোপনে,অভিমানে...
সে কি কেউ জানে!!!

"তবু...ভালোবাসি" : চন্দ্রানী পাল



তোমার রাস্তা সরলরেখায়
আমার রাস্তা বাঁকা
কি করে যে হলো তবু
তোমার সাথে দেখা!!

তোমার দৃষ্টি অধরে মেশে
আমার দৃষ্টি চোখে
তবুও কেন তোমারই ছবি
আমার আঁখি দেখে!!

তোমার চক্ষু রক্তবর্ণ
আমার আঁখি সিক্ত
তবুও তোমায় ভালোবেসে
আজ আমি রিক্ত।

তোমার প্রিয় গোলাপ আজও
আমার প্রিয় জুঁই,
তবু ও তুমি মনেরবন্ধু
তুমি থেকে তুই..।

তোমার প্রিয় ঝোড়ো হাওয়া
আমার হিমেল বাতাস
তবু আমি তোমার চোখেই
দেখি চেনা আকাশ।

তোমার প্রিয় শীত ঋতু
আমার প্রিয় বসন্ত
তবুও যেন মিল খুঁজে পাই
আদি থেকে অন্ত।

তোমার প্রিয় ময়ূরাক্ষী
আমার কর্ণফুলি
তবুও তো দুঃখে-সুখে
হাত ধরেই চলি।

তোমার প্রিয় সুনীলবাবু
আর আমার প্রিয় রবি,
দু-এক কলম লিখতে পারি
তোমার জন্য সবই।

তোমার প্রিয় জামদানী
আমার বালুচরী,
তবুও মোদের এক আকাশ
সুখের সৌধ গড়ি।

যুক্তি তর্কে থাকো তুমি
আমি আবেগে ভাসি
তবুও যেন মিল খুঁজে পাই
তোমায় ভালোবাসি।।


চন্দ্রানী পাল




কিছু কিছু.....
*********


  
       কিছু কিছু মন আছে
        খুঁজে নিতে হয়..
       কিছু কিছু কথা আছে
        বুঝে নিতে হয়..।

কিছু কিছু রঙ আছে
বে-রং জীবনে
কিছু কিছু কথা ঠিকই
দাগ কাটে মনে।

       কিছু কিছু চাওয়া আছে
        না পাওয়া ই ভালো
        কিছু কিছু পাওয়া আছে
         ঘর করে আলো।

কিছু কিছু পর ঠিক
হয়ে যায় আপন
কিছু কিছু আপন
শুধু দিন যাপন।

       কিছু কিছু ভালোবাসা
        মনে খুশি আঁকে
       কিছু কিছু ভালোলাগা
       ক্ষত গুলো ঢাকে।

কিছু কিছু সুখ থাকে
হৃদয়ের বন্দরে
কিছু কিছু দুখ থাকে
এ মনের অন্দরে।

     কিছু কিছু ভালোবাসা
     পাই নাকো ঘর
     কিছু কিছু চেনা মুখ
     হয়ে যায় পর।

কিছু কিছু শোক আছে
মনে দেয় দোলা
কিছু কিছু আনন্দ
আত্মপর ভোলা।

     কিছু  কিছু গান আছে 
     গাওয়া হলো না,
      কিছু কিছু মান আজও
     পাওয়া হলো না।

কিছু কিছু মুখ আছে
মুখোশের আড়ালে
কিছু কিছু বন্ধু পাই
দু-হাত বাড়ালেই।।

চন্দ্রানী পাল





মেঘ বালিকা 



আমি যখন ছোট....
      পড়তাম,
একচালার ওই ঘরে
মেঘবালিকা হঠাৎ এসে
আমায় প্রশ্ন করে...
এই মেয়েটা,নাম কিরে তোর!!
আমি বললাম...বৃষ্টি..
হেসেই সে গড়িয়ে পড়ে..
বলে,লাগলো ভারী মিষ্টি।
অবাক হয়ে তাকিয়ে দেখি
নেই তো পাশে কেউ....
তবে কি আমার স্বপ্নে আজ
নীল আকাশের ঢেউ!!

সন্ধ্যাবেলা মা যখন
সন্ধ্যা প্রদীপ জ্বালে,
আকাশ পানে তাকিয়ে
এ-মন অন্য কথা বলে..
আকাশ থেকে ঝুপ করে
মেঘবালিকা আসে...
গালটি টিপে আদর করে
বললো,ভালোবেসে....
এই মেয়ে,তুই যাবি আমার সাথে!!
মেঘের সাথে ভেসে যাবি
রূপকথার ওই দেশে যাবি
নীল পরী, আর লালপরীর
দেখা ও পাবি শেষে....
এই মেয়ে তুই যাবি....!!
স্বপ্ন না সত্যি তা...
আজ ও মনে ভাবি...!!

চন্দ্রানী পাল

বৈশাখী ঝড় 
*********


বৈশাখী ঝড়,মন তোলপাড়,
ঝরা বকুলের গন্ধ,
মনের পালে লাগুক হাওয়া
কোরো না দুয়ার বন্ধ।

বৈশাখী ঝড়,মন তোলপাড়,
মনের মাটিতে বৃষ্টি,
মেঘ সরিয়ে আসুক আলো
হোক নব সৃষ্টি।

বৈশাখী ঝড় ,মন তোলপাড়
ইচ্ছে পালে হাওয়া,
সবার সাথে গলা মিলিয়ে
খুশিতে গান গাওয়া।

বৈশাখী ঝড়,মন তোলপাড়
মনটা পুড়ে খাক,
যাবার যে,সে যাবেই চলে
থাকার যে,সে থাক।।

চন্দ্রানী পাল



হারিয়ে গেছে ...
**********






বছর আসে,চলেও যায়
শেষ হয়ে যায় খেলা,
এরই মাঝে হারিয়ে গেছে
মজার ছেলেবেলা।

মান ও নেই,হুঁশ ও নেই
মানুষ লোকে বলে
হারিয়ে গেছে হৈ-হুল্লোড়
লোভের কোলাহলে।

মিথ্যা কথার ফুলঝুরি আর
বিশ্বস্ততার নামে,
বিকিয়ে গেছে মনুষ্যত্ব আজ
সস্তা জলের দামে।

 সরলতার দাম নেই আর
সহজ,সরল কথা,
বাঁকা চাহনী, আর কটাক্ষ
হৃদয়ে জাগায় ব্যথা।

নিত্য নতুন মুখোশে মোড়া
মেকি মুখের মেলা,
ভালোবাসার নামে চলছে
নিত্য নতুন খেলা।

সবাই কেমন ব্যাস্ত এখন
ত্রস্ত সকল কাজে,
শৈশব তাই পথ হারিয়ে
বিষাদ সুরে বাজে।

দুষ্ট মনের চঞ্চলতা
চাঁদনী আলোর রাতে
লুকিয়েছে সব কোন সুদূরে
শিশির ধোয়া প্রাতে।

আজকে কার ও হয় কি দেখা
লালচে রোদের সোনা
পাখির সুরে সকাল হওয়া
এখন হাতে গোনা।

মনের কথা মনেই থাকে
যায় না এখন লেখা
অ-দেখাকে যায় না এখন
নতুন  করে দেখা।

এখন ও কেন বেঁচে আছি
জানিনা কিসের তরে,
সোনায় মোড়া দিনগুলো কেউ
ফিরিয়ে দিতে পারে!! !!