মাথার ভিতর যন্ত্রণা।
আলপিন রোজদিন ফোটে মাঝরাতে,
বৈপরীত্য আমাদের ত্রুটি,
তবু ভ্রান্ত প্রেমের টানে তোমাকে টানি-
কিছু কিছু স্বপ্ন ঝরণার রূপ নিলে
মনে পড়ে - যা ভাবছি তা রাতের স্বপ্ন..
ভোরে বিচ্ছেদ ঘটে-
পাথর-ভাঙা শিকড় পাথরকে না ছাড়ে,
না ধরে,
কেবল ভেঙে
ভেঙে
তৈরি করে ভেঙে-যাওয়ার-গান..
মায়ের ডাকে ঘুম ভাঙে...
শান্ত কোলে মাথা রাখলেই ভুলে যাই
ক্ষত ও তোমাকে..
দেখতে পাই, প্রেম এখনো মা হয়ে ওঠেনি...