নেচে নেচে ওঠে নূপুর-পা ;
কালবেলার দিন ...
হারিয়ে যায় ফড়িং-প্রজাপতিরা ;
বাজে সাপুড়ে-বীন ....
#
একে একে গিলেখায় দাবানল ;
পড়ে থাকে চিতার ছাই ..
তবুও , কণ্ঠে মীরার ভজন ;
নিজেকেই খুঁজে পাই ...
#
নেমে পড়েছি মাটির গভীরে ;
শিকড়ের অভিমুখে এখন ...
ঘুমেও তোমার পদধ্বনি শুনি ;
সময়ের পুনঃজন্ম যখন ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন