নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

পুস্পিতা সমীপে : নির্ঝর চৌধুরী



পুষ্পিতা,
তোমার পত্র পেয়েছিলাম সেদিন নব বর্ষার নবঘন-সিক্ত প্রভাতে...
সেদিন আকাশে অশান্ত ধারায় বারি ঝরছিল।তেমনি এক বসন্তে বারি ধারায় প্লাবিত হয়েছিল আমার পৃথিবী।তোমার তা মনে থাকার কথা নয়।শুনেছি সুখ সাগরের পাড়ে নাকি তোমার বাস।সেখান থেকে স্মৃতিরোমন্থন করার প্রশ্নই আসেনা।অথচ আমি! আমি আজ অব্দি প্রতিনিয়ত কবিতায় তোমাকে সাজাই প্রতিটি শব্দে! কি অদ্ভুতভাবে এত কথা এতো আয়োজন তোমার অনুভূতির দোয়ারে কষাঘাত করেনি।তোমার কবিতায়, তোমার অনুভূতি থেকে আমার অবস্থান বহু বর্গমাইলের ব্যবধান!

বায়না ছিল এই বসন্তে বনলতা থেকে একটা কবিতা চাই! বসন্তের সন্ধ্যা ঘনিয়ে আসলো! আজও কবিতা হয়ে উঠেনি আমার বায়না.... 'জোছনা'র গায়ে কবিতার জন্ম দিয়েছো কতো শত! অথচ প্রতিক্ষার কবিতা,বায়নার চিঠি,কিছুই হয়ে উঠলোনা....
ঠিক এই ওখানটাতেই হেরে যাই বারংবার, অবধি কেবল পালাই পালাই করছি আর ভাবছি আর কতটা প্রেম,কতটা ভালোবাসা নিয়ে যেতে তোমার অনুভূতির দোয়ারে!
এখন কেবল একটাই-
কিছু ইচ্ছেদের পাঠিয়ে দেবো নির্বাসনে,আর কিছু ইচ্ছে ভেসে যাক অবেলার বৃষ্টিতে.... কিছু ইচ্ছেদের খুন করবো দিবারাত্রিতে।


কোন মন্তব্য নেই: