নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মরুস্থলে : বাবুল চন্দ্র শীল


নিশি অবসানে রবির তপ্ত কিরণে
ছড়ালে উষ্ণ প্রাণের ছটা।
যত বেলা বাড়ে নাভিশ্বাস ওঠে
সে এক ভয়ঙ্কর যন্ত্রণা ;
অগনিত পশুপাখির দল
খোঁজে ছায়া সুনিবিড় আশ্রয়স্থল,
জল জল বলি তাদের গলা ফাটে,
শুধু উটেরা দেয় জীবন যুদ্ধে বাঁচার মন্ত্রণা।

গুল্মগুচ্ছের ছায়াহীন আবাস
দিনের তপ্তবালুকার শ্বাস,
দমকা এক শুষ্ক হাওয়ার টানে
দল ভাঙ্গে ডিউনের সারি,
চিন্তা নেই তাদের -
আজ এখানে তো কাল সেখানে জমাবে পাড়ি।
শুধু এরাই জীবন মৃত্যুর অটুট সত্যটা জানে।
দিনের শেষে শীতল বাতাস মৃদুমন্দ বহে
প্রাণে জাগে হিমের পরশ রাতের মরুস্থলে।

কোন মন্তব্য নেই: