প্রিয়তমা,
জানালা খুলে দ্যাখো, নীল আকাশে শুভ্র মেঘের ভাঁজে লিখা শরতের চিঠি..
চিঠিতে তোমাকে পরাবো বলে শরতের আকাশ থেকে কাশ কাশ শুভ্রতা দিয়ে সাজানো একটি জ্যোৎস্নাত মেঘের শাড়ির কথা রয়েছে....
শরতের জলসায় জমবে জ্যোৎস্না সম্ভোগ,সাঝ সকালে তোমার নিশি কালো দীঘল চুল থেকে ঝরে পড়বে শরতের শিশির বিন্দু শত জনমের তৃষ্ণা মেটানোর দায়।
শরতের আকাশে মেঘের কোণঘেঁষা যে বিন্দু বিন্দু বেদনার জলকণা তা মুছে ফেলার অভিপ্রায়ে এক জোনাকিঘেরা সন্ধ্যায় পৌঁছে যাবে তোমার ঠিকানায় আমার অলিখিত প্রেম।
উত্তরের ছলে চিঠি দিও......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন