জীবনকথা
নীরব মুহুর্তেরা বড়ো বেশি বাঙ্ময়
বিষাদ জন্ম হয় বিষাক্ত শ্বাস আভাসে
ছলনা ভ্রান্ত করে অভ্রান্ত জীবন পথে
স্তব্ধতা গ্রাস করে চেতন মার্গ।
সু - কু লড়াই চিরকালীন
কু এর অনেক তীব্রতা
তবুও সু এর দৃঢ়তা
অপরাজেয় অভ্রান্ত।
জীবন এক চড়াই উৎরাই
আরোহণ অবরোহন অবশ্যম্ভাবী
সাপ লুডো খেলা খেলে যায় বারবার
সহিষ্ণুতা নিয়ে অগ্রসরে হওয়া যায় জয়ী।
ফল্গুধারা সাথে নিয়ে বয়ে চলা অন্তর্জগৎ
বহিরঙ্গে ছদ্মবেশ অলীক মায়াবী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন