নোটিশ বোর্ড
কাঙাল : সত্যপ্রিয় বর্মন
ও দাদা আমার বড় বিপদ
মনে বড় দুঃখ,
আমার আসপাশটা বড় ফাঁকা
খুব একা হয়ে গেছি দাদা,
সত্যি বলছি -
একটু সঙ্গ দরকার ছিল আপনার,
দুঃখগুলো শেয়ার করতাম
একটু সময় পাওয়া যাবে?
একটু পাশে বসতাম
কথা বলতাম…
বলতে বলতেই হেঁটে যাচ্ছিলাম ফুটপাথ ধ'রে।
রাস্তায় প্রচণ্ড ভিড়
আমি প্রত্যাশি নয়নে চেয়ে ছিলাম ওদের দিকে
কেউ পাশে এসে দাঁড়াল না,
অনেকে অবশ্য সামান্য সমবেদনা জানিয়ে চলে গেল
ব'লে গেল - সবারই ওই এক…
অনেকে আড়াল খুঁজল
অনেকে আড়াল থেকেই বলল - বেশ হয়েছে।
কেউ আমার প্রত্যাশি চোখের দিকে তাকিয়ে
প্রেরণা জাগিয়ে বলল না - পাশে আছি।
এই সামান্য কথাটি শুনলেই হয়তো বেঁচে যেতাম
অমৃত : সুমিত মোদক
যে মানুষ গুলো প্রথম থেকে মরে আছে
ভিতরে ভিতরে ,
তাদের জন্য সমুদ্র মন্থন ;
তাদের জন্য অমৃত কুম্ভ ;
#
জানি ওরা কেউই অমৃত পাবে না ;
কারণ , ওরা কুম্ভটাকে পেয়ে কাড়াকাড়ি শুরু করে দেবে ;
ওরা কেউ বাঁচতে শেখেনি ;
শিখবেও না ;
অন্যকে বাঁচানো তো
অনেক দূরের ভাবনা ;
#
তুমি ওদেরই নতুন প্রজন্ম ;
তুমি নাও অমৃত ;
মহাকালের অমৃতবাণী সকল ।।
দেশবাসী : সোমা জারা
রাজনীতির ফন্দি গিলে নিচ্ছে
সাধারণের সহজ সরল জীবন,
নিরীহ চোখের আর্তি ফায়দা করে
আজীবনের মতো জমা রাখে ভূখণ্ড,
আ গ্যয়া আচ্ছেদিন
আচমকা ঝাঁঝরা শ্বাপদের গুলিতে
ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকে
সকল এয়োতি চিহ্ন সমূহ
মৃত্যুর চোখের শরম
জানাজা ঢাকে কফনে
মেরে প্যারে মিত্র
বহুদূরে অপেক্ষার চোখে নোনাপ্লাবন
ভেসে গেছে সোহাগী অন্ন
ওরা পাঁচ নাম গোত্রহীন সংখ্যামাত্র
সরকারী ভিক্ষার হকদার
জয় জওয়ান জয় কিষাণ
আমি উপেক্ষা ঢাকি সুখ চাদরে
কাশ্মীর - যন্ত্রণা - পরিণতি -উন্নয়নের জোয়ারে
মেতে উঠি উৎসবে-মোচ্ছবে- মাতম এ
মেরে প্যারে দেশবাসীও..........
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)