নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

|| এক বৃষ্টি রাতের ভোর || শুভঙ্কর গড়াই



- আচ্ছা , তোমার বৃষ্টি ভালো লাগে ?
- হুম , ভালো লাগে । রাতের বৃষ্টিটা বেশি পছন্দের,
আর তোমার ?
- আমার ! ,  আমার কাছে বৃষ্টি অনেকটা নেশার মতো,
বৃষ্টির ছন্দে নিজেকে মাতাল বলে মনেহয় ।
- দেখেছো বৃষ্টির দাপট যেনো আরো বাড়ছে ।
- হুম , মনেহয় বৃষ্টি আমাদের কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনছে ।
[ হঠাৎই প্রচন্ড মেঘ ডাকার শব্দ ]
- এভাবে কষে চেপে ধরলে যে , একি আমার প্রতি ভালোবাসা নাকি মেঘের গর্জনে ভয় ?
- হুম , আমার ভীষণ ভয় করে ।
- একি , এই যে বললে বৃষ্টি ভালোবাসা , তাহলে মেঘের শব্দে এত ভয় ?
- ও তুমি বুঝবে  না , সব ভালোবাসায় একটা ভয় ও থাকে ।
- আচ্ছা , তাই নাকি ? তা  এইযে তুমি আমাকে এতো ভালোবাসো , তাহলে এই ভালবাসাতেও বুঝি ভয় আছে তোমার ।
- হ্যাঁ, আছে তো , খুব ভয় পাই ।
- সে কি , আমি কি তোমাকে ভয় দেখায় নাকি ?
- ধুর বোকা !  এ ভয় সে ভয় নয় ।
- তবে ?
- তবে , তবে এই পাগলটাকে সারাজীবন আগলে রাখতে পারার  ভয় ।
- মানে ?
- মানে , তুমি যখন বর্ডারে যাও তখন ভীষণ ভয় করে জানো !
- ধুর পাগলি , এতো কিসের ভয় । তোমার ভালোবাসা কি আর আমাকে মরতে দেবে ।
- এই একদম উল্টো পাল্টা কথা মুখে আনবেনা ।  একটা রাত তোমাকে কাছে পেয়েছি , কাল থেকে আবার দিন গোনা শুরু হবে ।
- তোমার এই খোলা চুলের গন্ধটা আমাকে পাগল করে জানো । সত্যিই আমি বড়ো অভাগা জানো , দিনের শেষে তোমাকে ছুয়ে দেখার জন্য অন্তরাত্মা টা ছট্ফট্ করে ।
- শুধুকি তোমার , আর আমার করেনা বুঝি ।
- এই তুমি কাঁদছো কেন ?
- ও কিছুনা , চোখে একটু জল এসেছে এই যা ।
- এই দেখো বোধ হয় কারেন্ট অফ হয়ে গেল । ড্রয়ারে একটা মোমবাতি আছে , দাঁড়াও ওটা জ্বেলে আসি ।
- দাঁড়াও , অন্ধকারে নেমো না , আমি ফোনের ফ্ল্যাশ জ্বলছি ।
- কি দেখছো অমন করে , আরে ফ্ল্যাশটা অফ করো আমার তো মোমবাতি জ্বালা হয়ে গেছে ।
- ফুলের বাগান দেখছি প্রিয় । বহু দিনের কাঙ্খিত আমার একান্ত ফুলের বাগান ।
- উফফ , কি যে বলোনা তুমি ।
[ ফ্ল্যাশটা অফ করতেই সমস্ত ঘরটা মোমবাতির অগ্নিশিখার সোনালী আলোয় মেতে উঠলো ]
- দেখেছো বৃষ্টিটা কেমন নিজের তেজ সমান তালে ধরে রেখেছে ।
- হুম , হয়তো আমাদের এই মুহূর্তটাকে আরো ভালোবাসায় ভরিয়ে তোলার জন্য। হয়তো বৃষ্টি ও রাতের আকাশের সাথে প্রেমে মেতেছে ।
[ এর পর এক স্তব্ধতা , এই স্তব্ধতা যেনো দুটো শরীরের হাজার হাজার কথোপকথনের  একান্ত গোপণ পথ ।এই স্তব্ধতায় দুটি শরীরের আত্মা , দুটি শরীরের হৃদয় যেনো মিলেমিশে একাকার হয়ে উঠেছে , দুটি ঠোঁটের এই অত্যন্ত ঘনিষ্ঠ দৃশ্য দেখে যেনো মোমবাতির অগ্নি শিখাও লজ্জায় কেঁপে উঠছে । মোমবাতির আলোয় ঘরে এক অদ্ভুত মায়া সৃষ্টি হয়েছে , সেই মায়ার বাঁধনে দুটো শরীর অদ্ভুতভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে। দুটি শরীরের এতদিনের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত ভালোবাসার ক্ষুধা যেনো পাকে পাকে গর্জে উঠছে । এই গর্জন বৃষ্টি ভেজা রাতের গর্জনের শব্দকে হার মানিয়ে আবার ঠোঁটের মিলনে স্তব্ধ হয়ে যাচ্ছে । ঘরের দেওয়ালে মোমবাতির আলোয় যেন দুই নগ্ন দেহের ভালোবাসা মাখা আলপনা সৃষ্টি হয়েছে । ]

- তোমাকে এভাবেই আমার অন্তিম নিশ্বাস পর্যন্ত কাছে পেতে চাই । বলো , এভাবেই থাকবে তো আমার পাশে । থাকবে তো আমার হয়ে !

- হুম কথা দিচ্ছি অন্তিম নিশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকব ।

[ অনেকটা রাত পেরিয়ে এসেছে , বৃষ্টির প্রতি ফোঁটা হীরক টুকরোগুলো ধীরে ধীরে আকৃতিতে ছোটো  হয়ে তেজ কমাচ্ছে । মেঘের দূর প্রান্ত থেকে মৃদু মৃদু আওয়াজ ভেসে আসছে ! ভোর হতে আর বেশি দেরি নেই । কিছুক্ষণ পরেই  বৃষ্টি ভেজা পাখিগুলো ভোরার আলোয় কিচির মিচির শুরু করে দেবে । মেঘের বুক চিরে দূর প্রান্তে মৃত নদীর মতো ভোরের আলো উকি দিচ্ছে ।]

- এই তোমার পিঠের তলায় বোধহয় আমার ব্লাউজ টা আছে , একটু  পিঠটা তলোতো ।
- হুম , এই নাও ।
- এই শুনছো ঘড়িতে পৌনে পাঁচটা বাজে । আমি তোমার ব্যাগ রাতে গুছিয়ে রেখেছি , তোমার তো সাড়ে ছটায় ট্রেন আছে , তুমিও উঠে পড়ো এবার , আমি তোমার জন্য চা করে আনছি । ।


বুঝতে পারছি: জ‍্যোতির্ময় মুখার্জি






বুঝতে পারছি,


বেশ বুঝতে পারছি ফেসবুকে আটকে গেছে কলম

লাইক ও কমেন্ট

হাত তুলে, হাত বাড়িয়েও

তবু আসছি, তবু লিখছি


সুন্দরীরা ফেসবুকে ভিড় করে আছে

আমাকে আসতেই হয়

লেখালেখি শুরু ফেসবুকে, আমাকে লিখতেই হয়


লিখি, পোস্ট করি

পোস্ট করি, লিখি

‘এক বাঁও জল, দু বাঁও জল’

কখনও তরতরিয়ে, কখনও বেশ ধীরে

পাল তুলে, চালিয়ে পানসি বেলঘরিয়া


ক্রমশ সরে সরে যাচ্ছে দৃশ্য

দ্রুত, অতি দ্রুত

তালে তাল মিলিয়ে আঙুল ছাপিয়ে তরতর

বিজ্ঞাপনের ভাষায় যারে কয়, টু মিনিটস্ নুডুলস্

মন ভরে, পেট ভরে কিন্তু শরীরে লাগে না


দেখি, যদি পারি আসব যাব

নোঙর ফেলব মাঝ দরিয়ায়

ভেসে ভেসে, আর জল ভালো লাগে না







রাণা চ্যাটার্জী'র গুচ্ছ কবিতা





স্বপ্ন সন্ধানী
                 

একটু অন্ধকারের বড় দরকার,
    চারদিকে শুধু আলোর ঝলকানি,
      মুহুর্মুহু ক্যামেরার ফ্ল্যাশ।
মাঝে আমি, আমি পিঠ চাপড়ানো শব্দ...

মুক্তির অলিন্দে খুঁজে নিতে চাই,
             অন্ধকারের মায়া বেষ্টনী ।
কাউকে চাই না, বিদায় হোক সব
নিয়ন আলো,গেজেট -ল্যাপি আবর্ত..

পারলে দু-চারটা জোনাকি ছেড়ো
        নিকষ কালো আঁধারে....
আলোর তীব্রতা মুক্ত,অদ্ভুত প্রশান্তির
কোমল স্পর্শে,পাহাড় ঘেরা উপত্যকার
                   নিস্তব্ধতায় এক গামলা ঘুম ।





               পুনর্বাসন
           

অনেক তো হলো এবার না হয়
     একটু একা থাকা শুরু করি
             নিশ্চিদ্র অন্ধকারে ডুবে ...

অনুভবে তোমার মনের গহনে
পাট্টা পাওয়া জমিতে অজান্তেই
         গড়েছি সাত মহলা প্রাসাদ।

মন্ত্রী-সেপাই,বরকন্দাজ ভিড়ে
     দখিনের খোলা বারান্দায়
         নিজেকে দিয়েছি পুনর্বাসন।
লাগোয়া অলিন্দে,দুধসাদা পর্দা,
মখমলি সোফায়, তুমি তুমি আতর গন্ধে
                বেঁচে থাকার নির্যাস।

বুকের মাঝে হাস্নুহানা:মৌসুমী রায়



যাক এটাও অনেক পাওয়া
আজো রয়েছি ঘরের সিলিং এর ঝুলে
হয়তোবা অজান্তেই মনের ভুলে...
রয়েছি বইয়ের তাকে
অথবা আঙুলে গোঁজা সিগেরেটের ফাঁকে।

ভালোবাসার কবরে ঘুমায় হাস্নুহানা
আমার চিতা জ্বলে শরীর পোড়ে
তোমার খাটে রোজ রাতে,
কেউ না পাওয়ার শোকে কাঁদে
কেউ পাওয়ার সুখে মাতে।

যন্ত্রণা পুষে রাখব ততদিন
যতদিন না মুক্তির পথ খুঁজে পাই
জীবনের সুর ভুলেছি তাল কেটেছি
শব্দগুলো রোজই হারাই...
ভুলের পথে আমি রোজ হেঁটে চলেছি।


অন্তর্বাহিনী নদী : উত্তম মণ্ডল




আমার বাপ মাকে দেখবো না বললে
তোমার হাত ধরে ছাড়লাম ঘর
তুমি যেটা জমে গেল বলে ভাবছো
সেটা আসলে সম্পর্ক নয়
                                পঞ্চরসের গান।
মাদুরের মত ছলাৎ করে শরীর পেতেছে রোদ্দুর
তুমি একটা সেলফি নিতে চাইলে
এত্তো খুশি, আত্মহারা, রোদ ঝলমলে
মুহুর্ত বন্দি করে রাখলে ক্যামেরায়
স্ক্রিনে নরম আঙুল ছুয়ে ছুয়ে মিলিয়ে নিচ্ছো   
                                          এক একটা ছবি
আর ভিড় করে আসছে রোদ-বাতাস-বৃষ্টির
                                               অবশ স্মৃতি।
প্রতিটা ছবিতে আমার চোখ বড় অদ্ভুত
এতো এতো বালি কাদা কেড়ে নিয়েছে নাব্যতা
সম্পর্ক অন্তর্বাহিনী নদী হয়ে শুকিয়ে যাচ্ছে সংকীর্ণতায়।   


ভুলে যাওয়া কি সহজ ? শতাব্দী মজুমদার





ভুলতে ভুলতে এগোই আমরা,
অতীতকে ফেলে বর্তমানে বাঁচি ভীষণভাবে।
সত্যি কি ডাকে না ফেলে আসা স্মৃতি?
বলে না আসবে আর একবার,
নেবে কুড়িয়ে টুকরো টুকরো খুশি?
দেখবে ফিরে মনের অলি গলি,
বৃষ্টি ভেজা পায়ে হাঁটবে আবার শহরের প্রান্তর?
ভুলে যাওয়াটাই যদি ইচ্ছা হয়,
তবু কি ভোলা যায়?
ভেসে ওঠে না কিছু চলন্ত ছবি,
চিনচিন করে না বুকের মধ্যিখান?
ফ্ল্যাশব্যাকে পুরোনো ব্যথার এক ঝলক,
কান্নার শুকনো দাগ,মন খারাপ এক বিকেল,
বেদনার দীর্ঘশ্বাস,
হটাৎ আর্তনাদ,বুক জোড়া হাহাকার!!
ভুলে যাওয়া যায় বুঝি সব কিছু --
বন্ধ করা যায় নাকি মনের খড়খড়ি!
ওসব গল্প কথা,
বেঁচে থাকার,ভালো থাকার অজুহাত মাত্র।
মনের গভীর কোণে,
অতি সঙ্গোপনে,
পড়ে থাকে কিছু স্মৃতি,
খুশির ছোঁয়া,হাসির মূহুর্ত,
রাগ অভিমান,প্রেম বিরহ
রঙিন দিন, ভালোবাসার উচ্ছ্বাস,
অথবা কঠিন রূঢ় অতীত
দগদগে ঘা,
বিবর্ণ মলিন কিছু সময়,
অপ্রাপ্তি,আক্ষেপ,কিছু লাঞ্ছনা,
বিশ্বাসঘাতকতা,অপমান
যেনো শুকনো মরুভূমি।
ভুলি না আমরা কিছুই,
একটু একটু করে সরে আসতে থাকি
বাঁচতে হবে যে
ভালো থাকতে হবে যে
নতুন রূপে,নতুন ভাবে ।।