নিয়নের নীল আলোয় শোভে শহর,
মাঝে মাঝে কাঁপিয়ে দিয়ে যায় মোটরের শব্দ।
দিগন্তে তখনও কুমড়োর ফালির মত চাঁদ,
রুগ্ন,শীর্ণ হয়ে প্রহর গুনে চলে।
বিদ্যুতের তারে ভোরের প্রথম কাক,
থেমে থেমে তার ডাক ছাড়ে।
সারারাত জেগে থাকা খ্যাপাটে শহর,
আড়মোড়া ভেঙে উঠে বসে।
রাস্তার মোড়ে মোড়ে ধোঁয়া ওঠে।
দূর থেকে ভেসে আসে নামাজের রব,
শোনা যায় সাইকেলের ক্রিং ক্রিং।
ঘরে ঘরে পৌঁছায় নতুন দিনের খবর।
আলসেমি মাখা শরীর খুঁজে নেয় টুথব্রাশ।
কোথাও বেসিন, কোথাও রাস্তার ট্যাপকল,
ঘষামাজার কত না রকমফের।
ধোঁয়া ওঠা কাপে স্বাগত নতুন দিন।