নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মাত্র দুই :অনিন্দ্য পাল


১. রাতের মোড়কে তোমার পশমিনা গুহা
অন্ধ ভ্রমর আলোয় পুড়ে মরে ...
২.দোলনাতে কেটে যায় অলস দুপুর
অতীত আদর দেয়, ভবিষ্যৎ অচেনা সুর...
৩. রাতভর বসে আছে শীতের শিকারী
প্যালেস্তারা খসে পড়ে, কাঁদে বিপজ্জনক বাড়ী ...
৪. এত রাত খরচ হয়ে গেছে কবে ভগ্নাংশ জীবন
কোন রাতে খরচা হল, জীবনের মন!
৫. উঁচু আরও উঁচু বোবা অট্টালিকা
পাষণ্ড পাষাণ নিয়েছে জীবনের ঠিকা!
৬. নৈশব্দের গল্প নিয়ে এল  ম্যাগেলান আমার
তখন আলোর উপোস, জোনাকিআলোয় স্নান...
৭. চরম এক মেঘলা সুখ ধীরে ধীরে
বর্ষাদেহে ঢুকে পড়ে রোমকূপের গভীরে ;
৮.সমস্ত মনখারাপের জীবানুদের আজ ছুটি
যুবতী হয়েছে কলঙ্কিনী চাঁদ ...
৯. মনের দেওয়ালে লেগেছে কাল-ঘুণ
জীবাশ্মে রাখ পা, জ্বালাও উন্মাদ আগুন ;
১০. অনেক দূর থেকে পৌঁছে দিয়েছে প্রেম
অথচ আমার পরমায়ু ধুয়ে গেছে, সমুদ্র সৈকতে ...

তোমার জন্য : সুমিত মোদক


একটা সকাল তোমার জন্য রেখেছি
মহাকাল ;
ভৈরবী রাগে ডুবিয়ে রাখি চরাচর ভূমি
রাতে ফোটা ফুলের সুঘ্রাণ ;
কেবল , তুমি আসবে বলে ....
#
যদিও এখানে পানীয় জলের হাহাকার
মনুষ্যত্বের আকাল ;
যদিও এখানে ভয়ে ভয়ে পথ হাঁটে
সদ্য কিশোরী
সকলেই ....
তবুও , এখানে ঘটা করে কুমারী পূজা হয় ;
হয় চণ্ডী পাঠ ---
ইয়া দেবী সর্বভূতেসু শক্তিরূপেন সংস্থিতা . ..
#
যে রাতচরা পাখি সারারাত তোমার জন্য অপেক্ষা করেছে ,
তাকেও বসিয়ে রেখেছি  ;
বসিয়ে রেখেছি সেই অভিবাসী পাখিদের ,
যারা জাতিঙ্গা গ্রামে আত্মহত্যা করতে চায় ;
এমনকি মৃত্যুকেও ...
#
একটা সকাল তোমারও জন্য রেখেছি ...

মালতীর উড়ান : আমিনুল ইসলাম



তপবনে বসে নেই শকুন্তলা, অপেক্ষায় অপেক্ষায়
ঝিমিয়ে গেছে জারুল
ভাগাড় সাজিয়ে শকুন পাহাড়ায় পঁচা গলা নগ্নতা
অসাড় পড়ে থাকা কাঠের পালিশ
নারায়ন লাঠি হাতে বহুদূরে চলে গেছে সোজা চোখের গভীরে
ডুবতে ডুবতে শুরু হয়েছে বন্যার তলিয়ে যাওয়া শব্দ-সম্ভার।
সবকিছুকেই হটিয়ে রেখে ভালোগুলোই তুলে আনে
তথাপি মালতীর আকাশে উঠতে পারেনি একটিও অন্য উড়ান
এযাবৎ মহড়া হয়েছে, অনেক যুদ্ধ বিলম্বিত হচ্ছে আড়ালে

বিষণ্ণ হৃদয় :আহাম্মেদ হৃদয়



তুমি বোঝতে পারনি,
কোনটা রাগ
কোনটা অভিমান।
আমি বোঝাতে পারিনি,
আমার মনের ভালোবাসার স্লোগান।
রাগ অভিমানের গাড়ি,
চলছে অভিরত।

চমকে উঠিনা আগের মতো আর
না শব্দটি শুনে।
কষ্টআমার শেষ্ঠ সময়
এটায় নিয়েছি মেনে।

তুমি বোঝতে পারনি
কোনটা রাগ,
কোনটা অভিমান।
জানি আমি বোঝবে একদিন তুমি
সকল না বলা কথা
বলবে ভালোবাসি বারে বার।
কিন্তু,আমার মুখে হারিয়ে যাবে
ভালোবাসি তোমাকে এই স্লোগান।

দাও দাও দাউ দাউ : কৃষ্ণ বর্মণ



দিচ্ছো ভালো কথা
দাবীটা ন্যায্য বলেই না দিতে বাধ্য হচ্ছো
যা দিচ্ছো যত টুকু দিচ্ছো
নিজের ঘর থেকে তো দিচ্ছো না
যারা দাও দাও বলে চীৎকার করে
প্রাপ্য পায়নি বলেই
তাঁরা আজ পথে মাঠে ঘাটে

ওরা তো এমনি এমনি চাইছে না
এমনি এমনি ওরা নামেনি পথে
না দিতে দিতে ওদের দেউলিয়া করেছো বলেই
ওদের কন্ঠে আজ--"দাও দাও"

এই দাও দাও যেদিন দাউ দাউ করে জ্বলবে
সেদিন বুঝবে তোমার দর্পের যতুগৃহ
কতটা দাহ্য কতটা দূর্বল

শরীর যখন ডাকবাক্স : অভিজিৎ কর্মকার


মন্দ আমি,মন্দ আমার সৃষ্টি
মুঠোফোনে প্রেম শেয়ার করেছি,জানিনা শরীরী মাখামাখি...
কালোবকের ডাক শুনে সাড়া দিই,কিবা রোদ্দুর কিবা বৃষ্টি।
ঢুলুঢুলু চোখে নীল সাগর দেখি,পক্ষীরাজে সাইবেরিয়া
রুগ্ন দেহেও লোলুপ চাহনি,আঁটকায়নি সেক্সোফোবিয়া
লেখাগুলো সব হামাগুড়ি দিচ্ছে...অভিশপ্ত অহল্যা আমি,কষ্টে রয়েছি মিছে।
মন কেমনের জানালা দিয়ে গলিয়েছি নিজেকে বারবার,
হিংস্র নখের আদর মেখে গায়ে খুঁজেছি নিজেকেই আবার।
অঙ্কের খাতা হার মেনেছে টেলিফোনের আর্তনাদে,
ভালোবাসার মই ওঠেনি উপরে,পেয়েছি নিজেকে খাদে।
জ্যোৎস্না রাতে প্রেম বিলোতে উঠেছি বাড়ির ছাদে তনুবিহঙ্গে মত্ত হয়েছি,মাতাল তোমার হাতে।
ক্লাস বাঙ্কের হাতেখড়ি ষোড়শী হলাম যখন,
ব্ল্যাক টিকিটে পুষিয়েছি সব,সিলেবাসে আমরা দুজন।
জুটি ভেঙেছি বহুবার,এক্সপিরিমেন্টের নেশায়...আজ আমি এক্সপিরিয়েন্সড্,দাঁড়িয়ে থাকি রাস্তায়।
প্লেটোনিক থেকে হয়েছি প্যাথেটিক,কাঙালী ভালোবাসার
জানিনা কবে আসবে চিঠি ডাকবাক্সে আবার।