একটা সকাল তোমার জন্য রেখেছি
মহাকাল ;
ভৈরবী রাগে ডুবিয়ে রাখি চরাচর ভূমি
রাতে ফোটা ফুলের সুঘ্রাণ ;
কেবল , তুমি আসবে বলে ....
#
যদিও এখানে পানীয় জলের হাহাকার
মনুষ্যত্বের আকাল ;
যদিও এখানে ভয়ে ভয়ে পথ হাঁটে
সদ্য কিশোরী
সকলেই ....
তবুও , এখানে ঘটা করে কুমারী পূজা হয় ;
হয় চণ্ডী পাঠ ---
ইয়া দেবী সর্বভূতেসু শক্তিরূপেন সংস্থিতা . ..
#
যে রাতচরা পাখি সারারাত তোমার জন্য অপেক্ষা করেছে ,
তাকেও বসিয়ে রেখেছি ;
বসিয়ে রেখেছি সেই অভিবাসী পাখিদের ,
যারা জাতিঙ্গা গ্রামে আত্মহত্যা করতে চায় ;
এমনকি মৃত্যুকেও ...
#
একটা সকাল তোমারও জন্য রেখেছি ...