এখন একুশ শতকের হিমবাহ গলে নেমে আসছে
এ শতাব্দীর শিশুরা ,তাদের গতিবিধি যন্ত্ররেখায়
এ প্রজন্মে হাতে খড়ি হয় মোবাইল স্ক্রিনে
শুভেচ্ছা, আশীর্বাদ আসে অশরীরী অনলাইনে।
এ প্রজন্মে ছায়া গলে গলে পড়ে এস এম এস বুকে
নিশাচর লক্ষ চোখ, টাচ্ মুখ জ্বলেপুড়ে ঘুম সিন্দুকে
পূর্বরাগ অভিমান কাঁদে বাইট সঙ্কেতে
যন্ত্র থেকে যন্ত্রে ছোটে প্রেম,লাইন পড়ে অ্যাপগুমটিতে
স্পর্শ ক'রে ছুঁড়ে দেওয়া স্মৃতির লেফাফা
কোথায় যে থিতু হবে, আলাস্কা বা নামডাফা
স্ক্রিন পঞ্জিকায় ভাসে নতুন মন্ত্র
'লাইফ ইজ অ্যা গেম ' শেখায় নেটওয়ার্ক তন্ত্র,
একুশ শতক ছোটে অজানা উৎসমুখে
এ প্রজন্ম চিন্তাহীন বাঁচে অ্যান্ড্রয়েড সুখে
তবুও যে সব মন এখনও ছিন্নমূল
নতুন রুমাল মুছবে তাদের, জন্মাবে গুগল,
এযুগে রোদ নেই,জানালা জুড়ে শুধু তথ্যের বিকিরণ
ঘুলঘুলি মরে গেলে বাতাসে ভেসে আসে কূটসমীকরণ
কাদা নেই ধুলো নেই বৈদ্যুতিন বিকেল
ছন্দনেই, কাব্যনেই, এ এক আবিশ্ব কারাগার-জেল ,
এ প্রজন্মের মেরুদণ্ডে ছোটে বেতাল স্নায়ুঝড়
পুরোনো যা বেঁচে আছে, অর্বাচীন সব গড় ।