নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বেওয়ারিশ গনতন্ত্র,,, প্রভাত মণ্ডল


একটার পর একটা লাশ পড়ছে
বেওয়ারিশ গনতন্ত্রের।

কোনো শিল্পীর তুলির নৈপুণ‌্যতায়
রক্তাভ বাংলার ক‌্যানভাস।

নির্বাক বায়োস্কোপের দশর্কাসনে
আমি তুমি উপভোগ করছি,

দেখেছি পচন ধরা গনতন্ত্রের বেওয়ারিশ লাশ।



#রূপনামা_রূপকার#.....উচ্চিঙ্গে



কথারা রূপ হয়ে যায় তোমার মাদকতায়।
নারায়ণে রূপ দিয়ে বসে থাকি মুক্ত প্রকৃতিতে
আমাকে ক্ষমা করেনি সে ও...
ধোয়া হয়নি চক্রপুরের মণিপুরী ধাম
হাত থেকে লাল নিয়ে শুধু টিপ এঁকেছি

যেখানে যায় না কেউ- যেখানে যায়নি কেউ
সেখানে সুর বেঁধেছি - সে সুর কীর্তন হয়নি আজও
জাগতিক রূপে যখন এসে দাঁড়াও মণিপুরে
 - ব্রহ্মনাদ শুনি...
কখন অচেতন হয়ে যাই খোঁজ রাখে কেবল মায়া
যে প্রেম লিখি রোজ - সেখানেই তুমি আসো
 সদাবিরাজমান।

ভুলে যায় রূপনগর
ভুঁয়ো আলোরন ভুলে যাই নিছক নাটুকে কথকতা।
সব মায়া।
ছায়া হয়ে ওঠে পাপকুন্ড
ক্ষমা নেই এ রূপকথায়-
কেবল  রূপোলী রূপময়তায় হাসে বৈরাগ্য রূপকার।।


বহিস্কৃত প্রেমিক এস.এম বিল্লাল

বহিস্কৃত প্রেমিক
                        এস.এম বিল্লাল

তোমার সুউচ্চ পাহাড়ের মত
অঢেল সম্পদ কোন একদিন,
তৃষ্ণার্ত ভুভুক্ষের দল
গনতন্ত্রের বুলি আওড়াতে
আওড়াতে ছিঁড়ে খুবলে খাবে।

আমরা গুটিকয়েক প্রেমিক
হাইকোর্টে মদনলেখায় স্মারক লিপি
জমা দিবো, পশ্চিমপাড়ায় মানববন্ধন
করে, সকালের সমুদ্রে পূন্যস্মান সেরে
 মাজার জিয়ারত করবো।

ওরা সমস্ত অপরাধ জমা দিবে
কোন রাজনৈতিক মিছিলে।
নিজের সাথে যুক্ত করবে
সরকারি নেতার পরিচয়।

অথচ আমরা সংস্কারপন্থী ছিলাম না
শুধু মাত্র নৈতিকতা ধারণ করার
অপরাধ ছিলো। রাস্তায়, পার্কে বা
ঘুটঘুটে সন্ধ্যায় জড়িয়ে ধরিনি তোমায়।
কিছুটা অভাব ছিলো বটে
তাই ভাড়া হয়নি লিটনের ফ্লাট।
এ অপরাধ কম কিসে?

সময়ের লেনাদেনায় অমিল ছিলো বেশ
নিজের দলে নিগৃহীত আজ
পরিচয়ে তাই যুক্ত হয়েছে
বহিস্কৃত প্রেমিকের সাঁঝ

প্রশ্ন,, সুমন সিংহ



ব‍্যেলোট গেছে অনেক আগে
শুরু হয়েছে বুলেট বিদ্ধ।

মানব রক্তে রাজপথ রাঙা
মায়ের দুচোখে অশ্রু ধারা।

ফেরৎ দাও ফেরৎ চাই
শান্তি মান পৃথিবী দৃশ্য।

পারবে তোমার জননেতারা
বন্ধ করতে এই ধর্ম যুদ্ধ?

সব দেহ নিয়ে কাড়াকাড়ি
মানবতার মুখে কালি।

মৃত্যু যে আজ ভয়ে মরে
পাছে, তাকে নিয়ে মিছিল করে।

ভোটের সময় দ্বারে দ্বারে
তারপর সব লাথি মারে।

মানব সেবা করবো বলে
মঞ্চে এরা শ্লোগান তুলে।

পারবে তোমারা জননেতারা
এই মৃত্যু খেলা বন্ধ করতে??

ব‍্যেলোট গেছে অনেক আগে
শুরু হয়েছে বুলেট বিদ্ধ।

মানব রক্তে রাজপথ রাঙা
মায়ের দুচোখে অশ্রু ধারা।

ফেরৎ দাও ফেরৎ চাই
শান্তি মান পৃথিবী দৃশ্য।

পারবে তোমার জননেতারা
বন্ধ করতে এই ধর্ম যুদ্ধ?

সব দেহ নিয়ে কাড়াকাড়ি
মানবতার মুখে কালি।

মৃত্যু যে আজ ভয়ে মরে
পাছে, তাকে নিয়ে মিছিল করে।

ভোটের সময় দ্বারে দ্বারে
তারপর সব লাথি মারে।

মানব সেবা করবো বলে
মঞ্চে এরা শ্লোগান তুলে।

পারবে তোমারা জননেতারা
এই মৃত্যু খেলা বন্ধ করতে??

বিষাক্ত ভালোবাসা... সৌজন্য ভট্টাচার্য্য

তোমার চুমুর ছোবলে আজ আমার প্রেম গর্ভবতী
তীব্র কালকূট কামরস ঢেলেছো আমার অন্তরে,
প্রতিটা লোমকূপ খাড়া হয়ে উঠেছে প্রসব বেদনায়
শুধু আদরের সংখ্যা গুনছি আমার নীলাভ শরীর জুড়ে।
পাঁজরের রীডে বেজে চলেছে হারিয়ে যাওয়ার রাগিনী
ধমনীর গতিপথে শীতল খরস্রোতা প্রবাহমান,
স্বপ্নের ভাঁড়ারে শেষ সম্বল শুধু কল্পনার নাভিশ্বাস
কিন্তু অসাড় মেরুদন্ডে আশার ক‍্যাকটাস বিদ‍্যমান।
আরো আরো বিষ ঢালো আমার প্রতিটা শিরায়
আমার ফ‍্যাকাসে জীবন রঙিন হোক বিষের জ্বালায়,
তোমার কথার তলোয়ারে দ্বিখণ্ডিত হোক তাজা কলিজা
তবু তোমার শুকনো আদর ভিজিয়ে নেবো আমার ঠোঁটের লালায়।
আসলে বাসি মৃত্যুর গন্ধটা কেমন যেন মোহময় লাগে
দেখি আধপোড়া কাঠটাও অস্বীকার করে মৃত্যুর তাবেদারী,
বেওয়ারিশ লাশের বুকে থাবা মারে ক্ষুধার্ত শৃগাল
বলে, দেখো মৃত্যু আমি তোমার চেয়েও বেশি অহংকারী।।

সোনার বাংলা দেনার দায়ে অনোজ ব্যানার্জী


  ‎

 আমার বাংলা মা,,সোনার বাংলা মা,,আমি তোকে  কত ভালোবাসি।
 ‎তোর সর্বসুখে,, আমার মুখে, আনন্দেতে
 ‎ফোটে  আলো,হাসি।।
 ‎ ‎তোর সকল দুঃখে,আমার বুকে, চোখ ফেটে আসে জল।
 ‎অভাগিনী মা,দুঃখীনি মা,কেন তোর আজি  আঁখি ছলছল??
 ‎
 ‎তোর সন্তানের রক্ত ঝরে,,পথেঘাটে,
রাজপথে, খালেবিলে।
 ‎কান্নার রোলে,ভিজে আকাশেবাতাসে , ওড়ে ছাই চিতাঝিলে।।
 ‎ ‎সোনার বাংলায়, কোথায় সোনা? শুধু দানবের আনাগোনা,,
 ‎সোনার বরণ যে,পুড়ছে আগুনে,,বাঁচাবে কে?? নেই জানা।
 ‎
 ‎তোর সম্পদ খাচ্ছে লুটেপুটে,  ‎মীরজাফর
 ‎জোচ্চরের দল।
 ‎তোর সাজানো বাগান,হলোযে শ্মশান  , ভূতের বেড়েছে বল।।
 ‎মানুষেরা আজ, জীবন্ত লাশ, লাশ হয়ে আছে বেঁচে।
 ‎ভূতেদের ফাঁদে সাধুজনে কাঁদে,,ডাকিনী
 ‎যোগিনী হাঁচে।
 ‎
 ‎ডাইনীরা আজ ডাইনিং হলে,শ্যাম্পেন পানে মগ্ন।
 ‎নাচে  হাসে গায় ক্যাবারে বারে,,পোশাকেতে অর্ধনগ্ন।।
 ‎ ‎সোনার বাংলা দেনার দায়ে,কেন, কেন জর্জরিত আজ?
 ‎ভাতভাত করে বেড়ায় কেঁদেকেঁদে কেন  ভুখা পল্লীসমাজ।??
 ‎
 ‎
 ‎দেশমাকে ভালবেসে সেদিন,দিয়েছিলেন যারা নিজের প্রাণ,,
 ‎স্বাধীনতার ইতিহাসে তারা  সবাই কি পেয়েছেন স্থান?
 ‎
 ‎মহামানবের স্নেহ, আশীর্বাদের বৃষ্টি যে আজো  ঝরে।
 ‎সেই আশীষে,সবুজ পাতায় ফুলফল আজো ধরে।।
 ‎জাতি,ধর্ম নিয়ে কেন মাতামাতি, কেন কোন্দল ঘরেঘরে?
 ‎মানুষে মানুষে কেন ভেদাভেদ এত, সোনার বাংলার তীরে??
 ‎.......................
 ‎ ‎নেতারা এখন আপন স্বার্থে,,পরের ঘরেতে লাগায় আগুন।
 ‎বিরোধীদের গুণ্ডা দিয়ে, হাসতে হাসতে করায় খুন।।
 ‎
 ‎এ কোন বাংলা দেখছি মাগো,,উষার লগ্নেই অন্ধকার!!
 ‎ ‎হায়নারা ওই অট্ট-হাসে,,কেন আয়না ভাঙে? কেন,বন্ধদ্বার।।
 ‎ ‎সমাজসেবায় কাদের সেবা? রাজনীতিতে কিসের গীতি?
 ‎জনতা আজ পথেঘাটে, পাচ্ছে কেবল বারুদ বুলেট ভীতি।।
 ‎
 ‎সোনার বাংলায় হ্যাংলারা আজ, দিব্যি স্ফূর্তি করে স্বর্গাসনে।
 এখনো মোমবাতির মিছিল করে,প্রতিবাদী বিদ্বজনে।।
 ‎*******-******---***--************
 ‎কপিরাইট © অনোজ ব্যানার্জী।লাভপুর।বীরভূম। ভারত।
 ‎*-***************-** R******
 ‎
 ‎
 ‎
 ‎
 ‎
 ‎
 ‎