আমার বাংলা মা,,সোনার বাংলা মা,,আমি তোকে কত ভালোবাসি।
তোর সর্বসুখে,, আমার মুখে, আনন্দেতে
ফোটে আলো,হাসি।।
তোর সকল দুঃখে,আমার বুকে, চোখ ফেটে আসে জল।
অভাগিনী মা,দুঃখীনি মা,কেন তোর আজি আঁখি ছলছল??
তোর সন্তানের রক্ত ঝরে,,পথেঘাটে,
রাজপথে, খালেবিলে।
কান্নার রোলে,ভিজে আকাশেবাতাসে , ওড়ে ছাই চিতাঝিলে।।
সোনার বাংলায়, কোথায় সোনা? শুধু দানবের আনাগোনা,,
সোনার বরণ যে,পুড়ছে আগুনে,,বাঁচাবে কে?? নেই জানা।
তোর সম্পদ খাচ্ছে লুটেপুটে, মীরজাফর
জোচ্চরের দল।
তোর সাজানো বাগান,হলোযে শ্মশান , ভূতের বেড়েছে বল।।
মানুষেরা আজ, জীবন্ত লাশ, লাশ হয়ে আছে বেঁচে।
ভূতেদের ফাঁদে সাধুজনে কাঁদে,,ডাকিনী
যোগিনী হাঁচে।
ডাইনীরা আজ ডাইনিং হলে,শ্যাম্পেন পানে মগ্ন।
নাচে হাসে গায় ক্যাবারে বারে,,পোশাকেতে অর্ধনগ্ন।।
সোনার বাংলা দেনার দায়ে,কেন, কেন জর্জরিত আজ?
ভাতভাত করে বেড়ায় কেঁদেকেঁদে কেন ভুখা পল্লীসমাজ।??
দেশমাকে ভালবেসে সেদিন,দিয়েছিলেন যারা নিজের প্রাণ,,
স্বাধীনতার ইতিহাসে তারা সবাই কি পেয়েছেন স্থান?
মহামানবের স্নেহ, আশীর্বাদের বৃষ্টি যে আজো ঝরে।
সেই আশীষে,সবুজ পাতায় ফুলফল আজো ধরে।।
জাতি,ধর্ম নিয়ে কেন মাতামাতি, কেন কোন্দল ঘরেঘরে?
মানুষে মানুষে কেন ভেদাভেদ এত, সোনার বাংলার তীরে??
.......................
নেতারা এখন আপন স্বার্থে,,পরের ঘরেতে লাগায় আগুন।
বিরোধীদের গুণ্ডা দিয়ে, হাসতে হাসতে করায় খুন।।
এ কোন বাংলা দেখছি মাগো,,উষার লগ্নেই অন্ধকার!!
হায়নারা ওই অট্ট-হাসে,,কেন আয়না ভাঙে? কেন,বন্ধদ্বার।।
সমাজসেবায় কাদের সেবা? রাজনীতিতে কিসের গীতি?
জনতা আজ পথেঘাটে, পাচ্ছে কেবল বারুদ বুলেট ভীতি।।
সোনার বাংলায় হ্যাংলারা আজ, দিব্যি স্ফূর্তি করে স্বর্গাসনে।
এখনো মোমবাতির মিছিল করে,প্রতিবাদী বিদ্বজনে।।
*******-******---***--************
কপিরাইট © অনোজ ব্যানার্জী।লাভপুর।বীরভূম। ভারত।
*-***************-** R******