নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

আলো ছায়ার কথামালা. ... হরিৎ বন্দ্যোপাধ্যায়





।। ছত্রিশ ।।



               আজ ব্যানার্জী কেবিনে বসে আছি। হঠাৎ একটা কথা কানে এলো। কেবিনের শম্ভুদা একজনকে বলছে, "আপনার যদি দরকার হয় তাহলে ওর সঙ্গে কথা বলে নিন না।" শম্ভুদার কথা শুনে লোকটির মন্তব্য ----- "সত্যি শম্ভু, তোর যেমন বুদ্ধি ! আমি ইঞ্জিনিয়ার হয়ে একজন রঙমিস্ত্রির সঙ্গে কথা বলতে যাব ! তুই ওকে বল আমার বাড়িতে এসে একদিন কথা বলে যেতে।" দুজনের কাউকেই আমি দেখতে পাচ্ছিলাম না। শুধুমাত্র শম্ভুদার গলা চিনি বলে এতক্ষণ বুঝতে পারছিলাম যে ওটা শম্ভুদার গলা। এবার পিছনে ঘুরে না তাকিয়ে পারলাম না। হ্যাঁ, লোকটাকে আমি চিনি। কিন্তু ওনার যে এতবড় একটা গুণ আছে আমি জানতাম না।
               সত্যি মানুষ এখনও এসব ভাবে ! অনুপাতটা দিনের পর দিন বেড়েই চলেছে। নিজের প্রয়েজনে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কথা বলবে তাও তার কত ভাবনা ! সত্যি, আমরা আর মানুষ হলাম না !



।। সাঁইত্রিশ ।।



               মহাশ্বেতা দেবীর একটা কথা খুব মনে পড়ে, "অকাজে ঘুরে না বেড়িয়ে বাড়িতে পড়বি, অনেক কাজ দেবে।" এখন এটাই অক্ষরে অক্ষরে পালন করি। ছাত্র পড়িয়ে যতটুকু সময় পাই পড়ি আর লিখি। কবিতা লিখতে এসে কত মানুষের সঙ্গে তো মিশলাম। শিক্ষকতার ত্রিশ বছরে আরও অনেক অনেক মানুষ। যাকেই নিজের মনে করে একটু কথা বলতে যাচ্ছি সে-ই ঘুরে গিয়ে নিজের আসল রূপ দেখিয়ে দিচ্ছে। তাই এখন নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়ে এসেছি। তবে অবশ্যই নিজেকে অন্যের থেকে উন্নতমানের মনে করে সরে আসা নয়। বরং ঠিক উল্টোটাই। আমিই ঠিক সকলের যোগ্য নই। তা না হলে সবাই হেসে খেলে কথা বলে দারুণভাবে বেঁচে থাকতে পারছে আর আমি পারছি না কেন ?

অনন্ত যাত্রা : সাব্বির সেখ



ক্লান্ত জীবন থমকে আছে জীবনের শেষ তীরে,
অনেক ইচ্ছে গুমরে রইলো সবার অগোচরে।

অবসন্ন দেহ ক্লান্ত হয়ে ঘুমের পরশ খোঁজে,
শ্রান্ত আত্মা পাড়ি দিবে চিরনিদ্রার দেশে।

শেষ চিঠিটি আসতে আর নেইকো খুব দেরী,
জীবনের সব হিসেব নিয়ে দিতে হবে পাড়ি।

ছিল যত দর্প আমার,অহংকার আর জ্ঞান,
মরণ আমার সব গর্ব করে দেবে ম্লান।

আমার জানাজার পথে যদি তোমরা দাও মন ,
দেখবে আমি নিয়ে যাচ্ছি শুধু একটুকরো কাফন।

জীবনের আগল ঢেলে যখন ঢুকবো মৃত্যুপুরে,
নাম না জানা গুল্মলতা জন্মিবে মোর গোরে।

আমার আত্মীয় স্বজন যখন পুছবে আমার খবর,
কেউ তোমরা দেখিয়ে দিও আমার দেহের কবর।

আমি যদি কোথাও একটু পূণ্য করে থাকি,
সেটাই হবে আঁধার গোরে আমার আলোর বাতি।

আমি ইরেজার হব - শাহীন রায়হান



আমি ইরেজার হব তোমার হৃৎপিন্ডের শিরা উপশিরায়
ধমনীর প্রতি রক্ত বিন্দুতে।
ইরেজার হব মস্তিষ্ক নিউরনে বেলা অবেলায়
তোমার স্বপ্ন বিলাসে প্রতিটি পদে পদক্ষেপে
ইরেজার হব তোমার নিঃসঙ্গতার বিবর্ণ আর্তনাদে
নিঝুম রাতের কান্না বিলাসে অন্তহীন  শব্দ বাক্য কথায়
ইরেজার হয়ে মুছিয়ে তোমার রক্ত আবীর দুঃখ বিলাস
নিজেকে নিঃশেষ করেও ধ্রবতারা হয়ে বেঁচে থাকব অনন্তকাল
তোমারই আকাশে।

অপেক্ষা ,,,,,, আহাম্মেদ হৃদয়



মেঘলা বিকেলে বসে আছি,
তুমি আসবে বলে।
সময় আমার পার হয়না
তুমি পাশে নেই বলে।

নদীর কিনারায় দাড়িয়ে দেখি
মাঝি নাই ওপারে।
কষ্ট হলেও বসে আছি
তুমি আসবে বলে।

হাজারো মানুষের আনাগোনা
তোমার দেখা নাই,
বিশ্বাস ছিলো আসবে তুমি
অপেক্ষা করে যাই।

বৃষ্টি আকাশে মেঘ ডাকছে,
তবু যাইনি সরে।
চিঠি দিয়েছিলে আসবে তুমি
কদম গাছের তলে।

 দুপুর কেটে সন্ধা হলো
তোমার দেখা নাই।
অপেক্ষা আমার শেষ হয়েছে
বাড়ি ফিরে যাই।

বাড়ি ফিরে অপেক্ষায় ছিলাম
একটি চিঠি দিবো।
তুমি বোধহয় ভালো নাই,
সে খবরটি নিবো।

ঘাম... জ্যোতির্ময় রায়



১.

শরীরকে রোদে শুকিয়ে নিচ্ছি।
       খিদে পায়না।পান্তা ভাতে।

৩.
আয়নাও মিথ্যে বলে।রক্ত জমাট।

৫.

বাহারি ডাকটিকে তুমি প্রেম লিখে দিও
রাতের মতই ,আদ্র তোমার চুমু ।

৭.
চিমিনির ধোঁয়াটা জানে কি ?
মিথ্যে বলেছো "ভালো আছি তাও!"

৯.
অফিস ফেরত চোখে বুজে আসে
দু টাকার স্বপ্ন গুলো ।

২.৪.৬.৮.১০

যে শরীরে রক্ত ভীষণ,সে শরীর দাগ কাটা।
যে চুমু তিক্ত নয়,পাওয়ার ভীষণ চশমাটা'র

#এবং_ও_তারপর

অঝোর প্রেমের কালবৈশাখী ...... অনুরাধা কৃষ্ণকলি বন্দ্যোপাধ্যায়



সাজানো অর্কিড মাখছে  আদর, অমিল মেঘেরা  বুনছে বেসামাল প্রহর। ভাসানো নিরুদ্দেশের ভেলা কোথায় তোমার অচীনপুরের বাসা?আজ অনশন বসা নীলচে বিকেল আঁকছে বুকে নরম কোনো সন্ধ্যা চাদর;
ক্লান্ত  তোমার কথা ভেবে! তোমার নেশায় রাত্রি জাগে, নামে অঝোর প্রেমের কাল বৈশাখী, তারা রাও স্বাক্ষী থাকে মুন্সীয়ানার মিলন দেখে; তাও প্রিয় তোমার কথা ভেবে!
তোমার যত্ন ভালোবাসা অলস ব্যস্ত সকাল খোঁজে। শিশির ভেজা হাজার প্রজাপতি ব্যস্ত রঙের দোলায় ওড়ে,
মনের সঠিক স্বপ্ন খুঁজে
বাঁচতে শেখায় প্রেমের মানে।