নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

উষ্ণতা বিষয়ক কালকূট : তন্ময় চৌধুরী







এরপর উষ্ঞতা
সব উষ্ঞতার ভেতর তলপাড় হয়
এমন কথা  নয়
বহুবিধ উপকরণ সাজানো
যেমন একটি গাছের আজুহাত
"আমি হীন মৃত্যুসয়ংবর "


চলো লাফায় সমঝতা করি
এর দুয়োর তার দুয়োরে ঘুরে অশ্বক্ষুরে বেঁধে দিই দ্রুততা

উষ্ঞতা ,বাতাসের সুরে ম্রীয়মান হোক
চলো লাফায় গণিতের মেরুদণ্ডে |


তোলপাড়  , দর দর ঘামের হৃদয় লুকানো
যজ্ঞ চলুক অভিমানের অভিযজ্ঞ

দুটি হাতের উপর মনাকুল

এও তো উষ্ঞতা

ছুঁয়ো না
কেমন যেন লাগছে |

নারীজন্ম : নবনীতা সরকার





শরীর থেকে খসে পড়া লাবণ্যের 
সবটুকু মেদ,
রোদচশমার আড়ালে লুকিয়ে রাখে
আমার সার্থক নারীজন্ম। 

মাটি ছোঁয়া থেকে মাটিতে শোয়ার যাত্রাপথ,
ক বর্গ থেকে শ বর্গ পর্যন্ত হাজার একটা জন্মান্তর

একটাই আক্ষেপ ,
এ জন্মে ভালোবেসে
এক থালা ভাত বেড়ে খাওয়াতে পারিনি কাউকে। । 

আর কিছুদিন :তমালী বন্দ্যোপাধ্যায়








অনেকসময় ব্যয় করেছি বৃথা কাজে।
অপচয় ও অনেক আছে।
সময় বোধহয় রাগ করেছে।
বসন্ত ও বিদায় নিয়ে চলে গেলো।
যাবার সময় বলেছিলো-" থেকো ভালো"।
এখন আমি তাদের খুঁজি ধূসর রাতে।
সব অঙ্কই শূন্য দেখি ধারাপাতে।
তাও যখন বাতাসে আজ ছাতিম ফুলের গন্ধ ভাসে।
আঁধার ফুঁড়ে চাঁদের আলোর জোছনা আসে।
মন দোতারায় ঠিক তখনই আনন্দেরই সুরটি বাজে।
তখন আমি নরম ঘাসের বুকেই আমার দুঃখ রাখি।
দিই মেলে ওই অলীক ডানা আকাশপথে।
আরো কিছু "সময়" থাকুক।
থাকুক মনে বসন্তদিন।
আর কিছুদিন।।

প্রহর : অজাত শত্রু





হাঁ করে আছি,আস্ত একটা চাঁদ "ঝলসানো রুটি"।

নিয়ন খুড়ে রাখি করব, আমার মৃত্যু শোকে
গীতা পড়ছে মহম্মদ, কৃষ্ণ নিয়েছে কাফন।

জলের দাগে কেটে যাক বাড়ির স্তর, ট্রাম,ইস্কাবন।

     বারুদ আর বুদ্ধিজীবী ,নিয়মমাফিক রুটিন।।

পৃথিবীর বুকে পেরক পুতে রেখে দিও ,প্রিয়,
দু এক ফোটা বৃষ্টি দাগ,হাতঘড়ি গুনেছ ট্রাফিকে।

পেরছি আস্ত একটা চাঁদ,সাপ।মুহূর্তরা হয়ে যায় ফিকে।।

পরজন্মের জন্য পান্তাভাত বেড়ে রাখি...
 
              মাছি কিংবা পাখী..



-:আদর বিকেল :- মল্লিকা দাস




অনুভূতিটা বরাবরই সুপ্ত রেখেছি তোমাতে
গহীন মনের খবর তবুও জেনে নিয়েছো বেশ ;
ভেজা বৃষ্টি বিকেলে ঠোঁটের স্পর্শ ঠোঁটে লেগে,
উষ্ণতা সেঁকেছিল সেদিন ভালোবাসার আবেশ...

সেদিন দুটো শরীর ভিজেছিল ভীষণ
ঘড়ির কাঁটার তখন নিরুদ্দেশী আস্তানা ;
সুখ হাতড়ানো ভেজা শার্টের গন্ধে,
বৈশাখী ঝড় চিঠি পাঠিয়েছিল আনমনা...

বারবার তোমার আঙ্গুল ছুঁয়ে আমার চিবুক-
লাজুক রঙের সোহাগ মেখে হলো ভীষণ দামী ;
দু'জোড়া চোখ খুঁজে নিয়েছিল ব্যস্ততা,
সিঁদুর রাঙা মেঘের মাঝে তখন সূর্য অস্তগামী...

এবার তবে ফিরতে হবে ব্যক্তিগত যাত্রাপথে,
বৃষ্টি-প্রেম বেঁচে নেওয়া, সুখের এই মুহূর্ততেই ;
মনের রিংটোন এ ভেসে আসে হঠাৎ -
" Abhi na jao chor kar, ke Dil abhi bhara nehi..."       
         
               


একটু উষ্ণতার জন্য :রাজিত বন্দ্যোপাধ্যায়





একটু উষ্ণতার জন্যে বারবার 
অপদস্ত হয়েছি -- 
নিজের বন্ধু সজন ' আহারে '   
নামের করুণা বর্ষেছে ! 
একটু উষ্ণতার জন্যে -- 
ক্ষুন্নিবৃত্তি চাপা দিতে দিতে 
পৌঁছে গিয়েছি   
সিনিয়র সিটিজেনের কোঠায় !   
একটু উষ্ণতার জন্যে --   
আজও কেটে যায় প্রতিক্ষণ 
একাকী শৈত্য বাহিত বিছানায় !     
একটু উষ্ণতার জন্যে --
পেট কেটে কেটে খাটতে না পারা   
দিনের জন্য সঞ্চয়ের ঝোলায় -- 
গত পাঁচ বছরে   
পড়েছে দুই শতাংশের মার !   
আজ তাই শেষের পথে --   
আশঙ্কায় সন্ত্রস্ত প্রতিটি মূহুর্ত্ব   
জীবনের রণে শৈত্যতার ঝড় ! 
আজো তাই -- 
একটু উষ্ণতার জন্যে জীবন   
ব্যাকুল মেহনত দিবার লোভে ।   
অথচ সামনে স্থবির হবার ডাক !   
এ জীবন রাজ কার্যের দান -- 
তাই আর প্রয়োজন নেই   
বলার তোমাকে সাবধান ।   
নীতির বস্তা ফেলে --   
এইবার একটু উষ্ণতার জন্যে   
হোক তোমার পুনর্জন্ম খান !!