হাঁ করে আছি,আস্ত একটা চাঁদ "ঝলসানো রুটি"।
নিয়ন খুড়ে রাখি করব, আমার মৃত্যু শোকে
গীতা পড়ছে মহম্মদ, কৃষ্ণ নিয়েছে কাফন।
জলের দাগে কেটে যাক বাড়ির স্তর, ট্রাম,ইস্কাবন।
বারুদ আর বুদ্ধিজীবী ,নিয়মমাফিক রুটিন।।
পৃথিবীর বুকে পেরক পুতে রেখে দিও ,প্রিয়,
দু এক ফোটা বৃষ্টি দাগ,হাতঘড়ি গুনেছ ট্রাফিকে।
পেরছি আস্ত একটা চাঁদ,সাপ।মুহূর্তরা হয়ে যায় ফিকে।।
পরজন্মের জন্য পান্তাভাত বেড়ে রাখি...
মাছি কিংবা পাখী..