নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সন্ধ্যাতারা :সুমিত ভদ্র



সন্ধ্যা নামলেই ঠোঁটে রঙ মেখে দাঁড়িয়ে থাকতে হয় স্টেশন চত্বরে।
শাড়ীর আঁচলে ঢাকতে হয় তলপেটের মেদ্।
নইলে বাবুদের মনে ধরবে না যে।
প্রথমে খানিকটা দর্ কষাকষি শরীর নিয়ে।
তারপর অন্ধকার গলি নতুবা সস্তা কোনো হোটেলের কামরায় দিতে হয় বাবুদের টাকার বিনিময়ে কিনে নেওয়া ক্ষণিকের শারীরিক সুখ।
প্রত্যেক বার নতুন নতুন বাবু আসে আর যায়।
সভ্য জগতে্র যে বাবুরা দুবেলা টাকার বিনিময়ে
শরীরটাকে ছিঁড়ে খায়,
পথেঘাটে দেখা হলে তাদের মুখেই শোনা যায়-
'দিলি তো সারাদিনটা মাটি করে,
সকাল সকাল বেরিয়েই মুখটা দেখতে হল;
যা হাট সামনে থেকে বেশ্যা মাগী কোথাকার।'
বলি ও বাবু- রাতের অন্ধকারে কোথায় যায় গো
তোমার সভ্যতা?

দ্যাখনদারী :প্রলয় কুমার বিশ্বাস

.               

বছরে এই একটা দিন -
দ্যাখনদারী দেখলে গা পিতপিত করে।

বলি,
আর কত?
তোমাদের জবাব নেই মাইরি!

বলি আর কতটা উন্মুক্ত হলে মিলবে সমান অধিকার?
নাকি মুখ বাঁচাতে নামাবলী জড়ানো?

আহা,কি নারী প্রীতি! 
লা-জবাব!....

তবে মোমবাতি মিছিল কিসের?

নির্বাচন। :অনিন্দ্য পাল


ভালোবাসা অথবা নরম মিষ্টি পায়েস
আসলে ঘৃণার হিউমাস থেকে জন্মে ওঠা
একরোখা শাসন

কাঁধের ঝোলা ব্যাগে বইতে হয় শুধু
জমাখরচের ইস্তাহার

উপুড়হস্ত ঢেলে দেয় সুখ
আসলে ছদ্মবেশ
সব মহড়া ঘটে চলে বোবা ক্যামেরার
নিস্তেজ চোখের সামনে

মহোৎসব আসে, যায়
স্বপ্ন ও...
তারপর শেষ বিকেলে ছাপা হয়
সম্মান লুঠ
বা
আরও একজন মা বেচে দিয়ে যায়
কোলের সন্তান।

এটুকুই তো পারি : চন্দ্রানী পাল


ছেলেমানুষী রয়েই গেল মনে....
ধূপের মত পুড়তে পুড়তে বাঁচি
আর ফুলের মত খিলখিলিয়ে হাসি...
মা বলে..তুই কবে বড় হবি আর!!!

আমি তো....
সব বাধা-বিপত্তি কে ফুঁ দিয়ে উড়িয়ে
দিই,আকাশ পথে...
সমস্ত প্রতিকূলতাকে অগ্রাহ্য করা রোজ নামচা
আমার....
একলা কষ্টের দুপুর গুলোকে পার করি
নিঃশব্দে ,চুপিচুপি...
দুঃখের হিম শীতল রাত গুলোকে স্বপ্নের
আলো মাখিয়ে ঘুম পাড়াই...
দুচোখ কারণে অকারণে ভিজে গেলে
সোনালী রোদ্দুরে শুকিয়ে নিই....
সন্ধ্যা প্রদীপ দিতে দিতে বুকের ক্ষত গুলোতে
ভালোবাসার প্রলেপ দিই....
কষ্ট গুলোকে অতি যত্নে মন কুঠুরীর ঘরে
জোর করে বন্দী করে রাখি..
আনন্দ গুলোকে ছড়িয়ে দিই পথেপ্রান্তরে
রামধনুর সাত রঙের মিশেল দিয়ে...

জীবন তো সদ্য ফোটা ফুলের মত...
কখন ঝরে পড়বে শ্লথ বৃন্ত থেকে....
অগোচরে,গোপনে,অভিমানে...
সে কি কেউ জানে!!!

আয় তর্জনি : মাধব মণ্ডল




এ্যাতো বারবার বাতাস কাটছে তর্জনি
এবার কি লক্ষ্য আমার চোখ কোটর?

আয় তর্জনি যুদ্ধ  করি
নিদেনপক্ষে যুদ্ধ যুদ্ধ খেলি

ক'বার আর প্রাণটা যাবে?
ক'বার আর মুন্ডু বেচবি হাটে?

নোবেল খাবি নোবেল পরবি?
তাজা রক্ত চিবিয়ে চিবিয়ে খাস!

মিথ্যে ভালোবাসা : :রূপম অধিকারী

মিথ্যে ভালোবাসা

কাটিয়ে দিলাম অনেক গুলো দিন

মনে কি পরে আজ আমাকে ?

চুকে গেছে প্রেমের সব ঋণ

চিঠি রাখা আছে বইয়ের ফাঁকে

তোমার ছড়িয়ে দেওয়া ব্যাথা

মনে জমাট অভিমান

ধুলো পড়া কত কথা

লেখা প্রেমের সংবিধান



ভেবেছিলাম অনেক কিছুই হবে

হয়নি কিছুই অবশেষে

রাত আজ স্লিপিং পিলেই কাটে

ভুল করেছি মিথ্যে ভালোবেসে

কি বা আছে আমার ?

কোনোই বা ভালোবাসবে আমায়

ভালোবাসা ছাড়া আমি

কি বা দিতে পারি তোমায় ?

ভালো লাগে ভালোবাসতে

তোমার কথা মনে করতে

রঙ্গিন ছিল পুরোনো দিন গুলোই

ভরা ছিলো টুকরো স্মৃতিতে

আজও মনে হয় খুব

ছুটে ই সেইসব খেয়ালে

ভালোবাসা জাহির করে লেখা

থাকতো ফেসবুকের ওয়ালে

শরীরে প্রাণ নেই আর

বেঁচে আছি ভাবনায়

নিশ্বাস-প্রস্বাস সবই অবাঞ্ছিত

মনে পরে তোমার মুখটায়



মাঝ রাতে পাশ ফিরে শুয়ে

হাত খোঁজে তোমার শরীর

স্বপ্ন গুলো খায় কুঁরে কুঁরে

শাস্তিকি হয় খুনি- অপরাধীর

রাস্তায় হটাৎ যখন দেখি

মনে হয় ভালো আছো তুমি

দুঃখ- কষ্ট যা দিয়েছো সবই

সারা গায়ে মেখে নিয়েছি আমি

ভালোবেসে ফেললে পরে তখন

খারাপ বাসা কি যায় আর ?

তোমার কাছে মরে গেছি যখন

ভালোবেসে শহীদ হয়েছিলাম সেবার