আর কতদিন প্রিয়!
আর কতদিন চলবে এভাবে?
আর কতদিন সময় চুরি করে গঙ্গার তীরে নির্জনতা খুঁজতে হবে?
আর ভালো লাগে না,
এইভাবে চুরি করে ভালোবেসে যেতে
মনে একরাশ ভয় নিয়ে অভিসারে বেরোতে
একটা দুটো কথা বলে মনে শান্তি আনতে
আর ভালো লাগে না
নিছক আকর্ষন অনুভব করতে
গঙ্গার তীরে নির্জনতা খুঁজতে খুঁজতে বড্ড ক্লান্ত আমি
এত পরিচিত হয়েও অপরিচিতের মতো একরাশ ক্লান্তি আর অভিমান নিয়ে গৃহে ফিরতে !
আর কতদিন সমাজের সমস্ত কুসংস্কার মুছে যাওয়ার পথ চেয়ে রইব?