কালকেও যে সজীব ছিল, আজকে ঝরাপাতা
সাংবাদিক লিখছে কতো,আমার কলম ভোঁতা
এইতো সেদিন চির সবুজ,জাগলো কিশলয়
হঠাৎ দেখি এক যুদ্ধ ছায়া,কখন কি যে হয় !
দস্যি দামাল,ছন্দে কামাল,ভারত সেনানী বীর,
মনোবলের লেলিহানে গুঁড়াও,যত জঙ্গি শিবির
বড়শি নিয়ে পড়শী দেশ,রোজ করছে নাজেহাল,
বীর সেনাদের দৃঢ়চেতা ভাব ,হবেইনা টালমাটাল।
গাছের পাতা ঝরতেও দেখি নতুন পাতা আসে
পাখপাখালির মিষ্টি সুর সংগীত হৃদয় ভালবাসে।
ঝরা পাতা তো ঝরেই পড়ে নির্ঝরে টুপ করে,
কচি পাতা আসে দেখি,সেজে ওঠে গাছ ভরে।
পাতা ঝরে ,খসে যায়ও,কত স্মৃতি রেখে যায়,
উদাসীন মন,করে হায় হায়,গাছ বুঝি অসহায়।
নিয়মেরই আঙিনায় সব কিছুই তো সয়ে যায়,
পৌঢ়রাও সরে যায়,কিশলয় দেখি প্রাণ পায়।
তবু মন খাবি খায়, সুখ দুঃখের স্মৃতি চমকায়,
ব্যস্ততা ধমকায়,ঝরা পাতা থমকায়,ধোঁয়াশায়।