শহর কেঁপে ওঠে ঘুম ভাঙা চিত্কারে;
থর থর করে কাঁপতে থাকা শরীর বারবার ব্যর্থ হয়
কামলালসায় নিমজ্জিত হিংসাত্মক হাতের থেকে মুক্তি পাওয়ার চেষ্টায়।
উপভোগ করো শরীর,
নষ্ট করো সম্ভ্রম।
চিঁড়ে ফেলো যোনি তোমাদের কালো রাতের চিহ্ন মুছে দিতে।
মেতে ওঠো শরীর নিয়ে খেলা ও হত্যালীলায়।
তোমাদের কামোত্তেজনা মানে না কোনো বিবেকের বাঁধা!
ছোট্ট প্রানের ধর্ষন ব্যাথার কাতরতাও পৌঁছাতে পারেনা তোমাদের কানে।
বন্ধ ঘরে বা জঙ্গলে বেড়ে যায় আরও একটি শিশুর গলাকাটা লাশের সংখ্যা।
আর প্রতিবাদ ধামাচাপা পড়ে ধর্মাবলম্বি রাজনীতির কচকচানিতে।
শুঁকিয়ে যায় একসময়ের দগদগে ঘাঁয়ের ক্ষত,
নিভে যায় মোমবাতি মিছিলের বাতি,
গতানুগতিক কলরবে ভেঙে যায় কালো কাপড়ে ঢাকা মৌন মিছিলের নীরবতা।
বেকসুর হয় আরও একটি ধর্ষক,
বীজ বপন হয় আরও এক ধর্ষিতার প্রানহানির।