নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

নারী, তুমি মা হলে... : রমা



এভাবে এভাবেই বলে বুঝি কেউ !
চোখের জলের দাগ
এভাবেই পাথরের কারুকৃতি
জন্মদাগ পার করে
শিকড়ে রাখে নোনতা বিন্যাস,
যাবতীয় যাপনের ঊরুভাঙা 'দ'
এভাবেই পবিত্র যোনিপথে সুরাপাত্রে সুরক্ষিত রাখে বাৎসল্য !
এভাবেই পল্লবিত অক্ষরেরা দীর্ঘশ্বাস বয়ে নিয়ে হৃদ-কুলুঙ্গীতে
মুগ্ধ মুদ্রা রাখে কাম কাম অন্তহীন রিপু !!
পাপ নয়, স্খলনের স্নিগ্ধ উচ্চারণে
পান্ডুলিপি জুড়ে পুড়ে যাই, মরে যাই, আমি এক নিঃস্ব প্রজাপতি!

ভ্রূণ মুখে রোদ  মেখে নেমে এসো নারী !
        একবার মা ডাকি দৃঢ় সন্ততি !!!

স্তব্ধতা :মিতা বিশ্বাস বসু



দিনের আলোতে
যে কথা স্তব্ধ
আঁধারে সে কথা
সাবলীল তত,
মনের বার্তা মনেতে চলেছে-
কালোতে মাখিয়ে
ভাবনা জুড়ছে।

নামুক আঁধার বন্ধ চোখেতে
ভালোবাসা শুধু আছে অনুভবে,
পারাপার তার
নাই কোনখানে-
'স্তব্ধতা'-সে তো
জীবনের মানে।


তখন রাত্রি নেমেছিল: মনোজ কুমার ঠাকুর

তখন রাত্রি নেমেছিল
আকাশের তারারাও চেয়েছিলো
আশাহত হয়ে,
আমি কোনো প্রতিশ্রুতি দিইনি ফিরে আসার,
 সব শক্তি লোপ পেয়ে গিয়েছিলো তখন ।
মনে একরাশ দ্বিধা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম
কোনো এক অজানা গন্তব্যে,
খুব ইচ্ছে করছিলো তখন
কাউকে পাশে বসিয়ে
নিজের ব্যর্থতার গল্প শোনাই,
কিন্তু সেই নিকষ অন্ধকারে 
নিজের প্রতিচ্ছবিও তখন অবর্তমান ।
ভেবে নিয়েছিলাম শেষ সব,
এখানেই শেষ হয় জীবনের অধ্যায় ।
আর বিন্দুমাত্র চেষ্টা করিনি
একটুখানি আলোর রেখার সন্ধান করার,
হ্যাঁ ঠিক তখনই রাত্রি নেমেছিলো ।

হায়! সভ্যতা : কাজী জুবেরী মোস্তাক


বিবস্ত্র আর বিপন্ন আজ সামাজ,সভ্যতা
কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এ সভ্যতা?
চারিদিকে সভ্যতার নামে চলছে অবাধ নগ্নতা,
সবার মাঝে থেকে দেখাই শুধু মেকি পরিপুর্ণতা
অথচ মনের মাঝে বিরাজ করে ঠিকই শুন্যতা ৷
থমকে যাই দেখে আজ সভ্যতার নামে অসভ্যতা
এটা বিজ্ঞানের অগ্রযাত্রা নাকি ব্যার্থতা বুঝিনা তা?
ভার্চুয়াল জগতে আজ মুঠোফোনে বন্দী আত্মীয়তা
আত্মার টানে নেই আজ বন্ধুত্ব কিম্বা আত্মীয়তা
সম্পর্ক আজ আছে যা সে শুধুই সামাজিকতা ৷
চারদিকে দেখি আজ লোক দেখানো মানবিকতা
মন নেই মনুষ্যত্বও নেই অথচ দিব্বি আছে বক্তৃতা ,
এই কি আমার সভ্য সমাজ,এই কি আমার সভ্যতা?

কপালে সিঁদুরের ছাপ এঁকে : অনোজ বানার্জী



রাঙা  বসন্ত এল, দিকে দিকে :
তবু ক্লিন্ন বরষা ঘনঘোর,
মেঘ, বৃষ্টি,ঝড়,বন্যা...
হৃদয়ে  ধূ ধূ তপ্ত বালুরাশি। শুভ মিলন হলনা,তবএওু কপালে পবিত্র  সিঁদুরের ছাপ এঁকে দেহজ  অবৈধ ভার;;
সমাজের চূণকালি মুখ
নাটকাভিনয় এর আড়ালে  ঢাকা।
সুখের শত ওয়াট বাল্ব ফিউজ হল
হৃদয়ের ল্যাম্পপোস্টএ
সংসারের বলবিয়ারিং বিকল,;
দুপয়সা রোজকার  নেই
বেকার দাদার, রিটায়ার্ড  বাবার।
দেহের বিজনেসে কলংকিত তাই,
ষোড়শী সুন্দরী  বাংলার নারী।
চ্যঁদনী নশ্বর দেহে বিলাসী ভোগী পশুর
অনিবার্য  রক্তজ পাথরের ভার ;
অবৈধ  ভবিষ্যৎ..
কপালে সিঁদুরের ছাপের আড়ালে
অতি সযত্নে লুকানো ।।

বসন্ত স্মৃতি :সামসুল হক


দুচোখে প্রেমের প্রদীপ
হৃদয়ে কাশের বন
চল না, ওলো সজনী
দুজনে হারিয়ে যাব মস্ত-মগন ।

শাখাতে আসবে মুকুল
অলিকুল গুনগুনাবে
রাখবো তোর হাতে হাত
জীবনের সুখ-দুঃখ সব খেই হারাবে ।

আজ এই বসন্ত-দিন
তোকে খুব পড়ছে মনে
ভুলে সব প্রতিশ্রুতি
সার ফেলে তুই, ছুটলি কার পিছনে ?

আজো সবুজ আমার আকাশ
শুভ্র স্মৃতি-মেঘ ভাসে মনে
ক'টাদিন কাটিয়ে যা না
রোদেলা বসন্ত দিন এই উঠানে ।

আসা আর যাওয়ার মাঝে
জমালি সই কত ধন ?
যোগ-বিয়োগের খাতাখানা
রাখছে হিসাব কোন্ মহাজন ?