স্মৃতির কোষে জমা পড়েছে
একহ্রাস ধুলিকনা মেঘ,
আজ বাস্পয়িত হয়ে
নেমে পড়বো মাঠ ঘাট পথে প্রান্তরে,
তারপর সুপেয় মিঠা পানি হয়ে
সোজা হেটে পদ্মা যমুনায়,
আমার ঠিকানা খুঁজতে
এখানে এসো না এখন,
অনেক রাত, নিঃস্তব্ধ মহাসড়কে
মহাপ্রয়াণ চলছে,
গত আত্মাদের একা থাকার
যন্ত্রণা বিলাপে নতুন আত্মজ আত্মারা
উড়ালপুল হয়ে উড়াল দেয় আকাশে।
তারারা সব খসে পড়েছে
নিকশ কালো রাত্রিতে আরাধনা
ঈশ্বরে, ফেরেস্তারা নেমে আসে
কোলাহলবিহীন নিস্তেজ গহীনে
আত্মাদের নিয়ে টানাটানি।
একটা বিড়ালের চোখ গিলে খায়
সকল অন্ধকার, আমি ওর সাথে
নেমে পড়ি অাধাঁরের রূপ দেখতে,
দেখি ছায়া হেটে চলে, আমি নেই তাতে।
মরা গাঙ পাড়ে, আলো আঁধার বলেশ্বর।