নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

কাজী জুবেরী মোস্তাক






চলছে সব রুটিন মাফিক 

 

এ শহরে রোজই রুটিন মাফিকই সূর্য ওঠে
ভগবানের খোঁজে সবাই মন্দির কিম্বা মঠে
রুটিন মাফিক ব্যাস্ত সবাই খোদার খোঁজে 
গীর্জাতেও জমেছে মানুষ ঈশ্বরের খোঁজে ৷

এ শহরে রোজই রুটিন মাফিক সকাল হয়
পোড়া কপাল বেকার ঘুরে অফিস পাড়ায় 
ক্ষুধার্ত তবুও খায়না মানিব্যাগ ফাঁকা বলে 
কর্পোরেট লোকগুলো ব্যাস্ত নিজ কর্মস্থলে ৷

এ শহরে রোজ রুটিন করে স্কুলবাস আসে 
বখাটে ছেলেগুলো রোজই স্বপ্ন দেখে বাঁচে
সময়ের মতোই আজকে চলে যাচ্ছে সময়
তবু বুকে আছে ঘুরে দাড়ানোর দৃঢ় প্রত্যয় ৷

এ শহরে রোজ রুটিন মাফিক মৃত্যু আসে
আমার দরজায় যমদূত কখন যেন আসে
চিতা জ্বলে,গোড় খুড়ে কফিন প্রস্তুত সদা
আমার মৃত্যুতে চাইনা কারোই শোকগাথা ৷

এ শহরে রোজ রুটিন মাফিক ট্রেন আসে
চেনা অচেনা কতো মুখ স্বপ্ন দেখতে আসে
কোনঠাসা হয়েও পড়ে থাকে কতশত স্বপ্ন
তবুও সে লড়াই চলছে জীবন করে বিপন্ন ৷

মৌমিতা মিত্র







ছড়ানো আলোর কথকথা
---------------------------




মাথার অনেকটা ওপরে আলো ছড়িয়ে।
আল ধরে ধরে কাছে যেতেই, আলো
টুকরো টুকরো হয়ে ভাঙতে থাকে।

টুকরোগুলো আগলে ধরে এক একটা মানুষ

আমিও হাত বাড়াই
একটা লোক --- তার হাত পা পাতার মত ছড়িয়ে---
ছায়া হয়ে উঠে আসে শুধু।
লোকটার শরীরের ভাঁজে ভাঁজে সময়ের দাগ।
কথা জমে জমে আজ ওর জিভ নড়ে না আর।
লোকটার দুটো চোখ আবছা।
ও স্মৃতি হারাতে চেয়েছে রোজ
একটু একটু করে।

সৌরভ ঘোষ




রুট চেঞ্জ




সন্ধ্যার পায়ের কাছে বিকেল নত জানু 
ছড়িয়ে ছিটিয়ে দূর...
জোনাকি আলোগুলো পাড়া ভাগ করে দেয়।

এখানে,
স্টিফ ড্রিঙ্ক,ভালো এসকর্ট 
হাফ কাপল অফ নাইস হার্ড ফাক,
দেন স্লিপ টিল নুন...
চলবে না।
কারণ এটা লাস্ট ভেগাস নয়। 
এখানে, 
পাখিরা সন্ধ্যায় বাসায় ফেরে...

লাস্ট ভেগাস না হওয়ার দুঃখে
দাঁত ঠোঁট কামড়ায়,
জিভ কেঁপে কেঁপে মিমাংসা খোঁজে। 
কেন যে ভূমধ্যসাগরীয় জলবায়ু হল না?
উষ্ণ মন্ডল বড় বেহায়া...
কষিয়ে পাঞ্চ লাইন ছাড়তে ইচ্ছে করে...

রঙিন সংসার সামাজিক যাত্রাপালা,
নাগরিকের চরিত্রে সাবলীল অভিনয় করতে করতে
জীবন ব্ল্যাকহোল ছেড়ে বেরোতেই পারে না।
সখগুলো যেন মরা অস্ট্রিচের গলায় বাঁধা হাঙ্গা

সুদীপ্ত বিশ্বাস






জংলী রাত


ব্যাঙ চললো ব্যাংককে আর
চিল চললো চাইনাতে
রাত দুপুরে গান ধরল
হাসনাবাদের হায়নাতে।

মৎস্য বলে, ‘বৎস শোনো,
চিংড়ি কোনও মাছই না।’
নেংটি বলে, ‘মাউস রে তোর
রঙ্গ দেখে বাঁচি না!’

হাঁড়ি নিয়ে হাঁড়িচাচা
যেই না গেল বাজারে
হোগলডুরির হুক্কা শেয়াল
উঠল ডেকে হাজারে।

ঘোঁত-ঘোঁতিয়ে বলল ঘোঁতু,
'আমায় কিন্তু ঘাঁটাস না
রাত দুপুরে ঘুমের সময়
চেঁচিয়ে গলা ফাটাস না।'

কঙ্গো থেকে কুমীর এল,
সোঁদরবনে সাঁতরে!
বাঘ বাবাজী উঠল হেঁকে,
'আমরা রাজার জাত রে।'

চাঁদনী রাতে চালতা গাছে
পেত্নি বাজায় করতাল
হেঁড়ে গলায় হাকিম হাঁকে,
'কালকে হবে হরতাল।'

এমন সময় তেঁতুল গাছে
ভূতের রাজা মামদো
রাত দুপুরে বায়না ধরে,
‘পেত্নি, মুঝে হাম দো!’

পেত্নি বলে, ‘মামদো রে তুই
ঘুমটা দিলি চটকে,
মটাশ করে এইবারে তোর
ঘাড়টা দেব মটকে।’

সুনন্দ মন্ডল





এক চক্ষু হরিণ


                  

    নীল দিগন্ত ছুঁয়েছে সমুদ্রের কোমর
      পাখিটার গান ভেসে আসে তীরে
    বট গাছের ফাঁকে সূর্যের ক্ষীন আভা
    মলিন বুক পেতেছে সবুজ চাদরে।

   রাজা ছিল এক সেদিনের আসন আঁকড়ে
   ‎পদ তলে হাজার অনুগত আর সহযোদ্ধা
   ‎রক্তের মদে মেতেছিল বনানীর কোলে
   ‎শিকারী হাতে মেপেছিল জ্ঞানের বোদ্ধা।

   খুন করেছিল পাপ হয়েছিল পাপী 
   ‎ভাগ নেয়নি কেউই তপের ফলযোগ
   ‎নিশ্চুপে থেমে গিয়েছিল রথের চাকা
   ‎ঘিরেছিল এক অনাগত মারন রোগ।

   চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে সব গিলে নিত যে
   হারাল বনের মাঝেই বাণ ভুলে শাপে
   এক চক্ষু হরিণ এর মতোই জীবন এখন
   কত সুখ হারিয়ে শুধু দুঃখটাকেই মাপে।

মোনালিসা নায়েক







মনের মেঘে একফালি রোদ
************************





তুই আসবি আশা নিয়ে–
বিকেলবেলার অস্তাচল লাল,
এলোমেলো শব্দগুলো পলকের ভুল থেকে জেগে ওঠে আস্কারায়!
সময়ের ছিদ্র বেয়ে নিঃশব্দের কষ্টগুলো--
হৃদয়ে বৃষ্টি জলের নকশা আঁকার প্রতীক্ষায়।
ফিকে হওয়া ইচ্ছেরা -
ডানা মেলুক হৃদয় আকাশে,
ঠিক যেমন গাংচিল ভেসে বেড়ায়–
সাদা মেঘের দেশে।
স্মৃতির জানালায় বিষাদী অভিমানী গল্প--
বিলীন হোক হৃদয় ভাঙা কাঁচবৃষ্টি হয়ে।
প্রতিবন্ধকতার বেড়াজালমুক্ত নিঃসঙ্গতার ক্ষত,
চোখের তারায় বিস্মিত কৌতুক,
নিয়ে আছি আত্মসমর্পণের সেই ক্ষণ।
ভালোবাসার একফালি রোদ বেঁচে থাক চিরজীবন।