নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বৈশাখী চ্যাটার্জি



বৃষ্টি
*****


বৃষ্টি তোমার সঙ্গে ঝরতে গিয়ে টিপটিপ শব্দ বেয়ে আমি জলনুপুর হয়েছি ।
শ্রাবণ শেষে ভাদরের দেশে নৌকো ভাসায় প্রজাপতি পাখা,
ডানা মেলে ওড়ে বৃষ্টির সুরে একাএকা ।

এলোকেশী চুল ভিজেছি ,
বৃষ্টি আমি জল থৈ থৈ সেজেছি ।
বৃষ্টি তোমার ছন্দ -
ফাঁকা মনে মেঘের উঁকি দ্বন্দ্ব ।
একপশলা ঝরেই আবার হাওয়ার সাথে হাসি ,
বৃষ্টি মেশা মনের নেশায় বৃষ্টি ভালোবাসি ।

শুভেন্দু দাস





রিসর্ট-রিল্যাক্স-রিভাইটালাইজেশন
******************************



রাত ক্রমশ ফিকে হয়।
দিনের আলো ফুটেও ফোটেনি। 
অন্ধকারে দেখা যায় আবছায়া। 
রুম নং 201 এর দরজা খোলে নিঃশব্দে।
হলদে সিল্কের শাড়ি এগিয়ে চলে করিডর বেয়ে।
নিঃশব্দে উঠে আসে লিফ্‌ট।
ঢুকে যায় একটা শরীর।
দরজা বন্ধ হয়, নেমে যায় লিফ্‌ট।
ঘরে ফেরে ক্লান্ত শরীর।
কাঁধ থেকে নেমে যায় বাদামি ব্যাগ।
আলোআঁধারিতে ভরেছে আকাশ। 
জানলার কাছে দাঁড়ায় ‘‘বেইবি’’। 
ঠান্ডা হাওয়া মুখে এসে ঝাপটা দেয়। 
 শুরু হয় অঙ্ক:
 শরীর-প্রেম=০
 প্রেম-দায়িত্ব=০
 দায়িত্ব-স্নেহ=০
সব শূন্য এসে দাঁড়ায় সামনে।
 আলোআঁধারিতে দূর থেকে ভেসে আসে আহির ভৈরোঁ... 
ভোর ভায়ো পিয়া...



লগ্নজিতা রায়




শিক্ষিত সমাজের দশ কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো




কোথায় কখন কোন কুকুর ফুলের কুঁড়ি কিংবা মা'য়ের বয়সী কারো রক্তে খিদে মেটাবে আর তারা তাদের পরিবারকে মোটা গোছের টাকা হাতে ধরিয়ে বলবে "মেয়ে বড় হয়েছে,নিজেরা সামলান,এত রাতে বেরিয়েছিলো কেন?তাও আবার ছোটো পোশাকে ! কুকুরের আর কি দোষ?সামনে খাবার দেখলে সে তো....,এই এক বান্ডিল রইলো মিডিয়ায় খবরটা যেন না ছড়ায়,পুলিশ কেস,কোর্ট কাচারী এসবের ঝামেলায় ভুলেও জড়াবেন না"

আর মিডিয়া !!!
 তারাও তো একপ্রকারের গোলাম
নেতাদের পা চাটা একদল ব্যবসায়ী
কটা খবরের চ্যানেল ঠিক খবর টা দেখায় বলতে পারেন?
এক টা আধখানা গল্পকে মাল মশলা মিশিয়ে দশ পাতার গল্প তারা যেমন বানাতে পারে আবার দশ পাতার গল্পকে আধখানা করেও দেখাতে পারে
আর সাধারণ মানুষ !!
দু একদিন মোমবাতি মিছিল,দু'শো ছবি ফেসবুকে নিউজ ফিডে ভরতি..তারপর?

আবারো কোনো এক ফুলের কুঁড়ি জন্ম নেবে রক্তাক্ত হতে

আর সত্যি কথা বলতে আমাদের দেশে বরুন রা যতবার জন্ম নেয় ততবার শহীদ হয়..কেন জানেন?
 "যায় যদি যাক প্রাণ
 হীরকের রাজা ভগবান"

মৌসুমী রায়



ব্যর্থ অভিসার
************




আঁচল দিয়ে কপালে ঘাম
মোছানোর সময় প্রেমিক
তোমার নজর বুকের খাঁজে
ভালোবাসার উত্তাপটা অনুভব করলেনা
অবুঝ আমি চোখের কাম দেখতে পেলামনা।

তুমি ক্লান্ত ঘুমিয়ে পড়লে আমি মুখে
আঁতিপাঁতি করে খুঁজি আমার হারানো আদর
তোমার মুঠোফোন বেজে ওঠে আমি ভয় পাই
তোমার ঘরের মানুষ বুঝি এই ডেকে নিলো..
তুমি শার্টের বোতাম লাগালেই বুঝি সব আবার হারালো।

যাওয়ার আগে দায়সারা ভাবে ভালোবাসা
দেখিয়ে বোঝাতে চাইলে তুমি আমার শুধুই আমার
আমি বাড়ি ফিরে সাবান দিয়ে ঘষে ঘষে কষ্ট ধুই
আয়নায় দাঁড়িয়ে চওড়া করে সিঁদুর পড়ি
ভুলে যাই অভিসার আর সংসার আমি নদী না নারী?

শোভন মণ্ডল

 


ঈশ্বর ও রাজদন্ড
      *************

 
এরপর ঈশ্বর কয়েকজন মানুষকে ডেকে পাঠালেন
বললেন,  আমি ক্লান্ত,  অবসন্ন
এবার আমার নিদ্রার সময় আসন্নপ্রায়
এই বলে মানুষের হাতে ধরিয়ে দিলেন রাজদন্ড
প্রাসাদের ভেতর মিলিয়ে গেলেন ভগ্ন ঈশ্বর

আপেল বাগানে সভায় বসলেন মানুষেরা
কীভাবে চলবে মানব-সভ্যতা?
কার হাতে থাকবে রাজদন্ড?
চলছে তর্কবিতর্ক
দিন যায়। তর্ক পৌঁচ্ছে যায় কলহে
সেখান থেকে হিংসা তান্ডবে
তছনছ হয়ে যাচ্ছে প্রমোদ-উদ্যান

মহান ঈশ্বর তখনও নিদ্রিত।




শুভেন্দু চট্টোপাধ্যায়




কবি, কল্পনা ও বাস্তব
 *******************



কল্পনা করে রং ছবি আঁকে কবি ও লেখক
 বাস্তব থেকে দূরে।
বাস্তববাদী যারা বলে হায়
কল্পকথার ধার ঘেঁষে যায়
রুঢ় গদ্যের সুরে।
সাম্যবাদের কুঠার হাতে,
চলতে পারেনা কবি কল্পিত পথে-
রাখতে পারেন আস্থাও কোন সমাজসেবক।
#
সস্তা কাহিনী বস্তা বন্দি আজ,
সবাই পড়েছে গড্ডালিকার তাজ।
তাই কাব্য কাননে গর্জাও শত বাজ,
ছিঁড়তে ভূষণ, শোষণ তোষণ,
                      ছিঁড়তে ভুঁড়ির ভাঁজ।