বৃষ্টি -তবু..
********
গত বর্ষায় ছিড়ে গিয়েছিল, তার
বৃষ্টি হয়নি, মেঘ ডেকেছিল খুব,
সেই থেকে আর ছোঁয়নি সেতার, মেয়ে
জুড়তে চায়নি একবারও ছেঁড়া তার
যদিও সেতার বাঁধা ছিল, মা পা সা তে
মন জুড়েছিল ধ্রুপদী মায়ার সুর,
শ্রাবণ এলেই ভাসত মেয়ের মন
শ্যামকল্যাণ,মেঘমল্লার কখনও বেহাগরাগে
বৃষ্টি এখনও জানালায় ডেকে যায়
বেল-জুঁই -কেয়া বৃষ্টিতে স্নান সারে,
দু'জনের আজও পাশাপাশি বসবাস
শুধু,মেয়ের উঠোনে খরা চলে বারোমাস ।।