মাধব মন্ডল
কবি পরিচিতি:
সাংবাদিকতায় এম. এ.; বি.এড.।১৯৯০ সালে প্রথম প্রকাশিত একফর্মার কবিতার বই ‘ছায়াপাত’।আনন্দবাজার ও বর্তমান পত্রিকার প্রশংসা পেয়েছিল।ছড়া এবং কবিতা নিয়ে লেখালেখি।বর্তমানে ফেসবুক ও বাংলা কবিতা.কম এ নিয়মিত লেখালেখি।রাজ্য সেচ দপ্তরে কর্মরত।ছোটদের একটি স্কুলের সম্পাদকও।১৯৬৮ এর মার্চে জন্ম।জন্মস্থান সুন্দরবন,বর্তমানে সোনারপুরে বাসস্থান ।
অ
আমি তো খুঁজবই তোকে
ভালবাসাকে সস্তা করে দিলি যে তুই!
ভালবাসা জ্বলে গেলো
আর হাজারটা কৈফিয়ত চাস
আমি তো মরবই আলিপুর জেলে।
ভালবাসাকে সস্তা করে দিলি যে তুই!
ভালবাসা জ্বলে গেলো
আর হাজারটা কৈফিয়ত চাস
আমি তো মরবই আলিপুর জেলে।
আসলে ওখানে মন তো মজেছিল
কোন এক ফসল কাটার মরসুমে
আজও জিব চাটি ঘুমের আশেপাশে
আছোলা মাঠকুমড়ো আর আলু ঢালা
হালকা রঙের ঝোলের বিস্বাদে।
কোন এক ফসল কাটার মরসুমে
আজও জিব চাটি ঘুমের আশেপাশে
আছোলা মাঠকুমড়ো আর আলু ঢালা
হালকা রঙের ঝোলের বিস্বাদে।
আমি তো খুঁজবই তোকে
ভালবাসা চরিত্র খুঁড়লো যে
সময়ের হাত পা কেটে
জিব বের করা হাঁপানি গিলে
কি পুরস্কার, আহা!!
ভালবাসা চরিত্র খুঁড়লো যে
সময়ের হাত পা কেটে
জিব বের করা হাঁপানি গিলে
কি পুরস্কার, আহা!!
আ
রত্নাকরদা,তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি,কতটা যন্ত্রণা পেলে সব সম্পর্ক নিভে যায়,উইঢিপিও রাজপ্রাসাদ হয়,আর ভূত্বকের তাবৎ রহস্য মাথাকে ভরাট করে,মাটি মাখা ঠোঁট ওঠে নড়ে!!
আর বুদ্ধদা,তোমাকেও বলি কোন আক্কেলে রাজপ্রাসাদ থেকে বলা নেই কওয়া নেই ফুড়ুৎ,মাটিতে নেমে সেই তো পায়েস,নারী, রাজদরবার!অহিংসা তোমার অনুগামীরা কি মানে?শুধু তুমি কাজে লাগ, মূর্তি তোমার হয় বিশাল।
ই
একটা সুর ছিঁড়ে গেলে
শরীরের নরম তন্তুরা
ভেঙে ভেঙে যায়
শোক শোক গানেরা
তাজমহলের উঠোন ছাড়িয়ে
ভূত্বকে ছড়ায়,হায়!
শরীরের নরম তন্তুরা
ভেঙে ভেঙে যায়
শোক শোক গানেরা
তাজমহলের উঠোন ছাড়িয়ে
ভূত্বকে ছড়ায়,হায়!
সম্রাট শাজাহান,আপনি লম্পট
নাকি নারীরা আপনাকে আঁকড়ে ধরেছিল?
বাধ্য হয়েছিল তাইনা!!
বহু বিবাহী মন ভালবাসা পায়?চায় কি?
ভালবাসা ছদ্মবেশে যমুনার জলে মরেছিল?
শ্রীরাধিকার মত একথা কেউ কি আর বুঝেছিল?
নাকি নারীরা আপনাকে আঁকড়ে ধরেছিল?
বাধ্য হয়েছিল তাইনা!!
বহু বিবাহী মন ভালবাসা পায়?চায় কি?
ভালবাসা ছদ্মবেশে যমুনার জলে মরেছিল?
শ্রীরাধিকার মত একথা কেউ কি আর বুঝেছিল?
ঈ
ওখানে এখন অবুজ পাগলামি
ওখানে এখন যাব না
শাঁখচূড় ভালবাসায় মেরেছে ছোবল
বিষ ছাড়া কিছু পাব না।
ওখানে এখন যাব না
শাঁখচূড় ভালবাসায় মেরেছে ছোবল
বিষ ছাড়া কিছু পাব না।
যদিও ওটুকু বিষ
এমন কি কিছু!
আমি তো বিষের আবাদ
জমি তো বেশ নীচু।
এমন কি কিছু!
আমি তো বিষের আবাদ
জমি তো বেশ নীচু।
সবটাই হজম হবে রে
ভাবিস না কিছু
রত্নাকরী যাদু আছে না
স্বপ্নও সাজাই কিছু।
ভাবিস না কিছু
রত্নাকরী যাদু আছে না
স্বপ্নও সাজাই কিছু।
বিষে ভয় নেই
পাগলামিতেই ভয়
যদিও আমার এ মন
এখনও তুমিময়!
পাগলামিতেই ভয়
যদিও আমার এ মন
এখনও তুমিময়!
উ
তোর লোনা ঘামের দাম বুঝি না!
হি হি হাসি,হো হো হাসি!
তুই যে প্রশ্ন তুলিস
সেগুলো না মড়া বাসি!
কথায় কথায় কবর খুঁড়িস
করিস শুধু পোষ্টমর্টেম
বারেবারে করিস ভুল
আরে ও ছিল এক নষ্ট এ্যাটেম।
হি হি হাসি,হো হো হাসি!
তুই যে প্রশ্ন তুলিস
সেগুলো না মড়া বাসি!
কথায় কথায় কবর খুঁড়িস
করিস শুধু পোষ্টমর্টেম
বারেবারে করিস ভুল
আরে ও ছিল এক নষ্ট এ্যাটেম।
পষ্ট কথায় বলেছি তো
ঘামের দাম বুঝি
কিন্তু তুই করেছিস বেমানান রাগ
অপমানে চোখ বুঁজি।
কাট কাট কেটেই দিলি
কথাবার্তা বন্ধ
পরের জন্যে কেঁদে ভাসাস
এতই হলি অন্ধ!
ঘামের দাম বুঝি
কিন্তু তুই করেছিস বেমানান রাগ
অপমানে চোখ বুঁজি।
কাট কাট কেটেই দিলি
কথাবার্তা বন্ধ
পরের জন্যে কেঁদে ভাসাস
এতই হলি অন্ধ!
ঊ
বিষন্ন বদ্বীপে স্বেচ্ছা নির্বাসনে
কারা কারা আমার আপন জন?
সব তো অনেক বছর আগেই নিজস্ব প্রাসাদে
শুধু মুষড়ে দেওয়া এক জ্যান্ত বাস্তব
আমাকে ঘিরে কি নাচটা নাচে!
কারা কারা আমার আপন জন?
সব তো অনেক বছর আগেই নিজস্ব প্রাসাদে
শুধু মুষড়ে দেওয়া এক জ্যান্ত বাস্তব
আমাকে ঘিরে কি নাচটা নাচে!
একা একা ঘুরি ফিরি
সবদিক শান্ত,জলচরও
যদিও পাখিরা ডেকেই চলে
কান্না কান্না হাহাকার সুর!
এখানে শাঁখের আওয়াজ নেই কোনো।
সবদিক শান্ত,জলচরও
যদিও পাখিরা ডেকেই চলে
কান্না কান্না হাহাকার সুর!
এখানে শাঁখের আওয়াজ নেই কোনো।
ভারী ভারী চোখের লোমগুলো
একা তো থাকতেই হয়
কেউ কেউ ঠোঁট বাঁকায়
কেউ কেউ মেঘ হয়,বৃষ্টিও হয়
আমি থাকি নিজের গর্জনে,দীর্ঘশ্বাসে।
একা তো থাকতেই হয়
কেউ কেউ ঠোঁট বাঁকায়
কেউ কেউ মেঘ হয়,বৃষ্টিও হয়
আমি থাকি নিজের গর্জনে,দীর্ঘশ্বাসে।
ঋ
কত তো হিসেব
মিলেছে তো সব?
এত সহজে?
একি রোজকার বাজার?
এত তেতো নিমপাতা হয়!
আমি তো তোমার বন্ধু হতে চাইনি কখনও!
হবার কথাও ছিল না কোনদিন।
মিলেছে তো সব?
এত সহজে?
একি রোজকার বাজার?
এত তেতো নিমপাতা হয়!
আমি তো তোমার বন্ধু হতে চাইনি কখনও!
হবার কথাও ছিল না কোনদিন।
তুমি আধুনিক
তাই এত চুলচেরা হিসেব নিকেশ
দেখ শেষ দেখ
স্বাভাবিক কিসে হয় কে
আগে থেকে ধরে নাও কেন!
সেধে যেচে বিষ কেউ খায়?
ভূত্বক নিজেই বিষে কাঁদে আজ!
তাই এত চুলচেরা হিসেব নিকেশ
দেখ শেষ দেখ
স্বাভাবিক কিসে হয় কে
আগে থেকে ধরে নাও কেন!
সেধে যেচে বিষ কেউ খায়?
ভূত্বক নিজেই বিষে কাঁদে আজ!
৯
এত কষ্টে কাটল সময়
তবুও তো রা কাড়নি
হৃদপিন্ডে কয়েদ ছিলে
তাই শ্বাসও ছাড়নি!
সব প্রবেশ ও বাহির পথগুলো
উড়িয়ে দিলাম
যাও পাখি
আমি আছি
আগেও যেমনটি ছিলাম।
তবুও তো রা কাড়নি
হৃদপিন্ডে কয়েদ ছিলে
তাই শ্বাসও ছাড়নি!
সব প্রবেশ ও বাহির পথগুলো
উড়িয়ে দিলাম
যাও পাখি
আমি আছি
আগেও যেমনটি ছিলাম।
শোন পাখি শোন
শুধু উড়ো না ঐ
ভূত্বকের রক্তাক্ত আকাশে
ওখানে বাতাসে বিষ পৌনঃপুনিক
শিশু পাখিও ছাড় পায় না
বন্ধ করেছে ডাকা সে।
শুধু উড়ো না ঐ
ভূত্বকের রক্তাক্ত আকাশে
ওখানে বাতাসে বিষ পৌনঃপুনিক
শিশু পাখিও ছাড় পায় না
বন্ধ করেছে ডাকা সে।
দেখা ছাড়া নেই আর
একটিও কাজ
যদিও কুড়িয়ে রাখি
ঝরা পালকটিও আজ
সব গোলাপ সব রজনীগন্ধা
বেলানো শেষ হলে
সুসময় হয়ে গেলে বন্ধ্যা
আর চতুর পাখিদের দুড়দাড় শেষ হলে
ফিরে এসো রক্তাক্ত আমারই কোলে।
একটিও কাজ
যদিও কুড়িয়ে রাখি
ঝরা পালকটিও আজ
সব গোলাপ সব রজনীগন্ধা
বেলানো শেষ হলে
সুসময় হয়ে গেলে বন্ধ্যা
আর চতুর পাখিদের দুড়দাড় শেষ হলে
ফিরে এসো রক্তাক্ত আমারই কোলে।
এ
কতটা লক্ষণ থাকলে বলা যায় কেউ কাকে ভালবাসে
কতটা কাজ হলে বলা যায় তুমি অসাধারণ?
কতটা ছিটালে কাদা মরে যায় পরিকল্পিত ভালবাসা
আর কতটা, কতটা নামলে নীচে তুমি সাধারণ হয়ে যাও!!
কতটা কাজ হলে বলা যায় তুমি অসাধারণ?
কতটা ছিটালে কাদা মরে যায় পরিকল্পিত ভালবাসা
আর কতটা, কতটা নামলে নীচে তুমি সাধারণ হয়ে যাও!!
চারদিকে এখন ছেঁড়া খোঁড়া রাত
পেঁচারাও নিঃশব্দ শিকারে
রোজ রোজ একটু একটু মরা এখানে ওখানে
কোথায় গেল সব উত্থাপিত ভালবাসারা!!
পেঁচারাও নিঃশব্দ শিকারে
রোজ রোজ একটু একটু মরা এখানে ওখানে
কোথায় গেল সব উত্থাপিত ভালবাসারা!!
খুনি রাতেরা বিভ্রান্তি ছড়াল
মিনিটের চাওয়ায় হেরে গেল মন
শিকড় ছিঁড়ে উড়িয়ে দিল শূন্যে
মনকে প্রবোধ দেওয়া এই ভাল হল!
মিনিটের চাওয়ায় হেরে গেল মন
শিকড় ছিঁড়ে উড়িয়ে দিল শূন্যে
মনকে প্রবোধ দেওয়া এই ভাল হল!
কতটা মাখামাখি ব্যক্তিগত সংসার চায় না
শুধু খাদ্য তালিকায় রাখে মশাল ভালবাসা
পুরুষ কোনদিনও শকুন্তলা হয় না
বোঝেও না ভালবাসার গুহ্য কৌশল।
শুধু খাদ্য তালিকায় রাখে মশাল ভালবাসা
পুরুষ কোনদিনও শকুন্তলা হয় না
বোঝেও না ভালবাসার গুহ্য কৌশল।
রত্নাকরদা, উইঢিপি ফুঁড়ে কি হাহাকার দেখেছিলে!
ভেসে যাওয়া ঘর,ভালবাসা,তাই না?
পুরুষ বিক্রমে তাই সৃষ্টি কর সীতাকে
আমি জানি, মহা বাস্তবে তুমি তো পরাজিত
ও তোমার দেখনদারি!
ভেসে যাওয়া ঘর,ভালবাসা,তাই না?
পুরুষ বিক্রমে তাই সৃষ্টি কর সীতাকে
আমি জানি, মহা বাস্তবে তুমি তো পরাজিত
ও তোমার দেখনদারি!
ঐ
তোমার ভূত্বক তোমারই তৈরি
আমি তো নিমিত্তমাত্র
সাগরের জলে তোমাকে হারাই
এটা কি আমার পাওনা হতে পারে?
আমি তো নিমিত্তমাত্র
সাগরের জলে তোমাকে হারাই
এটা কি আমার পাওনা হতে পারে?
আমি তো ভিখিরি
অসাধারণ তকমা আঁটল
কারা কারা কি প্রয়োজনে!!
অসাধারণ তকমা আঁটল
কারা কারা কি প্রয়োজনে!!
আমার ব্যস্ততার ফাঁক গলে
সিঁদ কাটে সরাসরি ঘরে
আহা,তোমার কি উত্তেজনা!
সব চাবি একে একে দিয়ে দিলে।
সিঁদ কাটে সরাসরি ঘরে
আহা,তোমার কি উত্তেজনা!
সব চাবি একে একে দিয়ে দিলে।
ও
তোমার তো কিছু চাহিদা ছিল না
তাই না!
আমি লোভে একমনে করে গেছি কাজ
ভেবেছি কি মহান
অসাধারণ!
ভাল সাজানো ইচ্ছেগুলো উড়ে গেল
বলা ভাল ফুৎকারে উড়িয়ে দিলে।
তাই না!
আমি লোভে একমনে করে গেছি কাজ
ভেবেছি কি মহান
অসাধারণ!
ভাল সাজানো ইচ্ছেগুলো উড়ে গেল
বলা ভাল ফুৎকারে উড়িয়ে দিলে।
তবুও বলবে তুমি
তোমার কিছু চাহিদা ছিল না?
আমি লোভে করে গেছি কাজ?
তোমার কিছু চাহিদা ছিল না?
আমি লোভে করে গেছি কাজ?