নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সমীর সরকার

ছায়াপোড়া মন
***********


গুল্ম ঘুমের কুশি
নরম হাওয়ার দোল ছোঁয়ায়

জলছবির আকর্ষ
চুঁইয়ে পড়ছে অর্বুদে

জড়া মুখ তুলে
বোঁটা খসা আলো
শিষ  কাটছে জলবাঁশি

ঠেস দুয়ার
কোদাল ছাটা অন্ধকার
আড়ষ্ট চোখ
এক দোয়াত হিমেল কুচো
উত্তুরে জানালা
ভাবডোবা খাগ সুদূর প্রান্তীয়

বাড়িয়ে হাত টানছে দাগ
 তোমার সেই অনুক্ষণ

কি করব বলো -

কথাঝরা গাছ আমার যে
 ছায়াপোড়া মন ...

মৌসুমী ভৌমিক

অবান্তর আমি 
=============



অবান্তর বার্তালাপে, কাটাই
           অবান্তর বার্তালাপে
যাক না এভাবেই
            বিলাপে প্রলাপে।

অকথার কথা শুনে
           ভাবিস অযথা যাপন
কিই-বা ক্ষতি বল্
           যদি এমনই আয়োজন !

ভাববি সেদিন ভাববি
           এমন কেন দিন
প্রলাপগুলোই খুঁজে
           খুঁজে ঘুরবি সেদিন।

নীলা হোসেন

বৈশাখ আগত
""""""""""""""""""
               
  

বিদায়ী  ১৪২৪ বর্ষ
ঝড়ো ঝড়ো আগত
ক্রমান্বয়ী  বিশাখা  হর্ষ।।

মনো প্রান্তরে যতো পাপ
নিমিষে ধূলায় উড়ায়ে
 দীপ্ত হোক ঋত প্রতাপ।।

জমাক্ত যতো জঞ্জাল
বৈশাখ আগমনে দ্বন্দ্বিত
হৃদে বিনাশিত  কজ্জল।।

রুনা দত্ত

হংসীনি রাই 
***********




 খোঁপায় চাঁদের পালক গুঁজে হংসীনি
 রাই জলকে নামে 
 বাদামী পিঠে ঝুরো ঝুরো জোছনা
 অভ্র আল্পনা এঁকে দেয়। 

 জুঁই চাঁপার গন্ধে মদির কুঞ্জবনে
 কৃষ্ণপক্ষের গাঢ় ইশারা
  প্লাবিত স্নায়ুতে শ্যাম শিউলির ঘ্রাণ 
  আর ভ্রমর বিলাস।
   
 উন্মুক্ত নাভিমূলে ময়ূরাক্ষী নদীর 
  আন্তরিক সৃজনানুরাগে...
  সোহাগী শরীর জোড়া জল,কলসী
  ভেসে যায়।
  মৌসুমী মৌতাতে সিক্ত শরীরে
  বিন্দু বিন্দু পরাগরেণুর মিলনাভূতি।
   রিরংসার অভিসারে পেখম মেলে
   হংসমিথুন রাই!

    

তনুজা চক্রবর্তী

হারানো সময়
*************


      

সময়ের আগে সন্ধ্যে এল 
আকাশের সেকি রাগ,
থেমে থেমে গর্জে উঠছে
বলছে তোরা ভাগ!
আমরা তখন নতুন পাতা
কিছুতেই নেই ডর,
আকাশ দেখে মন বুঝেছে,
পূর্বাভাস দিচ্ছে ঝড়।
টালির চালে পড়ার শব্দ
গড়ছে আমের পাহাড়, 
জিভের জল ভাবছে তখন,
আচারের কত বাহার!
আকাশ তখনও রাঙাচ্ছে চোখ
গলার সেকি জোর,
সব শুনেও না শোনায় যেন
কিসের একটা ঘোর----
এখনও আসে বৈশাখী ঝড়,
আমও পড়ে ঝরে,
আমি এখন অমলের মতো
দেখি জানলা ধরে---

আলো মণ্ডল

থমকে যাওয়া সময় 
 ******************



তোমার দেওয়া মেঘ গুলো সব
জানলা'র গ্রিল ছুঁয়ে ,
নীল পর্দায় সব'টুকু রঙ
বৃষ্টি দিয়েছে ধুয়ে !!

থমকে গিয়েছে হঠাৎ সময়
ইটের ফাঁকে-ফাঁকে ,
ক্ষত গুলো সব দিচ্ছে জ্বালা
সলতে পুড়ছে বুকে !!

মেরুদণ্ড টান-টান করে
আমার তুমি'তে ভরা ,
কথায় -কথায় কথা গুলো সব 
ঝরায় পলে'স্তারা !!

রাতের আঁধারে অজুহাত গুলো
খেরো'র খাতা খুলে,
না পাওয়া গুলো'ই বাড়িয়েছে হাত
চৌকাঠ পিছে ফেলে !!

এক মুঠো সুখ স্বপ্ন চোখে
চলার ছিল শুরু ,
কর্পূর হয়ে মিশেছে বাতাসে
আজ অজানা মেরু !!

ছোট্ট  পৃথিবী টুকরো হয়েছে
হাজার অজুহাতে ,
একটা কাগজে কলম আঁচড়ে
হাত নেই আজ হাতে !!