নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সুদীপ্ত সেন

 গ্রীষ্ম গরম
::::::::::::::::



জলের তলাই মাছের খেলা কিলবিলিয়ে
আমড়া গাছের পাতা পরেছে জল ছুঁয়ে থাক

চিলেরা কেমন বৃষ্টি আশায় ডাক দিয়ে যাই
পায়রা গুলো গোলির গায়ে ঘর করেছে

ছাদের নীচে গরম সরে জলের ফোটা
গাছের থেকে বাষ্পমোচন ধোঁয়ার মতো
দূরের পাখি ফিরছে দেখো শান্ত হাওয়ায়
চাতক গুলো তাকিয়ে থাকে জলের ফোটায়।

অনেক পরে সাঁঝের তারা,মধ্য আকাশ
জোনাকি পোকা, নিভিয়ে গেলে বিজলিবাতি
আমার থেকে অনেক দূরে ঝি'ঝি পোকা
ছাদের গায়ে বেলি ফুলের গন্ধ একা।

তাল পাতাতে বানিয়ে ছিলাম হাত পাখাটা
এক নিমেষে নামিয়ে দিলাম ছাতুর থালা
সেদ্ধভাতে গল্প গুলো শান্তি খোঁজে
রিলিপ মাখি গুড নাইটে চোখটি বুজে।

মৌসুমী রায়

বৈশাখী সাঁঝবেলা 
~~~~~~~~~~~~~~~




ছুটছে ট্রেন ছুটছে সাথে
ধানক্ষেত,নদী জঙ্গল ঘরবাড়ি
নামছে সাথে আমার প্রিয়
বৈশাখী সাঁঝবেলা
আমার দিনের সাথে আড়ি।
নকশা কাটা আকাশটাতে
নানান রঙের খেলা
আশায় আছি কবে আমার
কাটবে এমন একাকী
বৈশাখী সাঁঝবেলা।
নদীর জলে সুখের আঁচল
ভিজবে খেয়াল খুশি মত
পায়ে কাঁটাতার আর বেঁধোনা
দেখো বাড়ছে পায়ের ক্ষত।
শব্দগুলো মনের ভিতর
ঝড় ওঠাতে চায়
পালিয়ে যাবই অচিনপুরে
যাতে কেউ না খুঁজে পায়।
হঠাৎ নামা বৃষ্টি আমার
সাঁঝবেলার স্বপ্ন ভাঙ্গায়।


সমীর সরকার

ছায়াপোড়া মন
***********


গুল্ম ঘুমের কুশি
নরম হাওয়ার দোল ছোঁয়ায়

জলছবির আকর্ষ
চুঁইয়ে পড়ছে অর্বুদে

জড়া মুখ তুলে
বোঁটা খসা আলো
শিষ  কাটছে জলবাঁশি

ঠেস দুয়ার
কোদাল ছাটা অন্ধকার
আড়ষ্ট চোখ
এক দোয়াত হিমেল কুচো
উত্তুরে জানালা
ভাবডোবা খাগ সুদূর প্রান্তীয়

বাড়িয়ে হাত টানছে দাগ
 তোমার সেই অনুক্ষণ

কি করব বলো -

কথাঝরা গাছ আমার যে
 ছায়াপোড়া মন ...

মৌসুমী ভৌমিক

অবান্তর আমি 
=============



অবান্তর বার্তালাপে, কাটাই
           অবান্তর বার্তালাপে
যাক না এভাবেই
            বিলাপে প্রলাপে।

অকথার কথা শুনে
           ভাবিস অযথা যাপন
কিই-বা ক্ষতি বল্
           যদি এমনই আয়োজন !

ভাববি সেদিন ভাববি
           এমন কেন দিন
প্রলাপগুলোই খুঁজে
           খুঁজে ঘুরবি সেদিন।

নীলা হোসেন

বৈশাখ আগত
""""""""""""""""""
               
  

বিদায়ী  ১৪২৪ বর্ষ
ঝড়ো ঝড়ো আগত
ক্রমান্বয়ী  বিশাখা  হর্ষ।।

মনো প্রান্তরে যতো পাপ
নিমিষে ধূলায় উড়ায়ে
 দীপ্ত হোক ঋত প্রতাপ।।

জমাক্ত যতো জঞ্জাল
বৈশাখ আগমনে দ্বন্দ্বিত
হৃদে বিনাশিত  কজ্জল।।

রুনা দত্ত

হংসীনি রাই 
***********




 খোঁপায় চাঁদের পালক গুঁজে হংসীনি
 রাই জলকে নামে 
 বাদামী পিঠে ঝুরো ঝুরো জোছনা
 অভ্র আল্পনা এঁকে দেয়। 

 জুঁই চাঁপার গন্ধে মদির কুঞ্জবনে
 কৃষ্ণপক্ষের গাঢ় ইশারা
  প্লাবিত স্নায়ুতে শ্যাম শিউলির ঘ্রাণ 
  আর ভ্রমর বিলাস।
   
 উন্মুক্ত নাভিমূলে ময়ূরাক্ষী নদীর 
  আন্তরিক সৃজনানুরাগে...
  সোহাগী শরীর জোড়া জল,কলসী
  ভেসে যায়।
  মৌসুমী মৌতাতে সিক্ত শরীরে
  বিন্দু বিন্দু পরাগরেণুর মিলনাভূতি।
   রিরংসার অভিসারে পেখম মেলে
   হংসমিথুন রাই!