বৈশাখী সাঁঝবেলা
~~~~~~~~~~~~~~~
ছুটছে ট্রেন ছুটছে সাথে
ধানক্ষেত,নদী জঙ্গল ঘরবাড়ি
নামছে সাথে আমার প্রিয়
বৈশাখী সাঁঝবেলা
আমার দিনের সাথে আড়ি।
নকশা কাটা আকাশটাতে
নানান রঙের খেলা
আশায় আছি কবে আমার
কাটবে এমন একাকী
বৈশাখী সাঁঝবেলা।
নদীর জলে সুখের আঁচল
ভিজবে খেয়াল খুশি মত
পায়ে কাঁটাতার আর বেঁধোনা
দেখো বাড়ছে পায়ের ক্ষত।
শব্দগুলো মনের ভিতর
ঝড় ওঠাতে চায়
পালিয়ে যাবই অচিনপুরে
যাতে কেউ না খুঁজে পায়।
হঠাৎ নামা বৃষ্টি আমার
সাঁঝবেলার স্বপ্ন ভাঙ্গায়।
~~~~~~~~~~~~~~~
ছুটছে ট্রেন ছুটছে সাথে
ধানক্ষেত,নদী জঙ্গল ঘরবাড়ি
নামছে সাথে আমার প্রিয়
বৈশাখী সাঁঝবেলা
আমার দিনের সাথে আড়ি।
নকশা কাটা আকাশটাতে
নানান রঙের খেলা
আশায় আছি কবে আমার
কাটবে এমন একাকী
বৈশাখী সাঁঝবেলা।
নদীর জলে সুখের আঁচল
ভিজবে খেয়াল খুশি মত
পায়ে কাঁটাতার আর বেঁধোনা
দেখো বাড়ছে পায়ের ক্ষত।
শব্দগুলো মনের ভিতর
ঝড় ওঠাতে চায়
পালিয়ে যাবই অচিনপুরে
যাতে কেউ না খুঁজে পায়।
হঠাৎ নামা বৃষ্টি আমার
সাঁঝবেলার স্বপ্ন ভাঙ্গায়।